পুলিশের কাছে সাধারণ ডায়েরি বা জিডি করতে আপনাকে এখন আর থানায় যেতে হবে না। ঘরে বসেই আপনি আবেদনটি করতে পারবেন। সে ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অনলাইন সেবার মাধ্যমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আপনার আবেদন সম্পন্ন হয়ে গেলে এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে জিডি করার নিয়ম কিভাবে? অনলাইনে জিডি করার বিষয়বস্তু কি অনেক কঠিন এবং অনলাইনে জিডি করতে কত টাকা লাগে? এইসব প্রশ্নের উত্তর দিব আজকে এই আর্টিকেলের মধ্যে।
প্রথমে জানিয়ে দিচ্ছি অনলাইনে জিডি করতে হলে আপনার কোন প্রকার অর্থের প্রয়োজন হবে না। যদি অর্থের প্রয়োজন না হয় তাহলে কি লাগবে? প্রথমেই আপনার প্রয়োজন হবে অনলাইন জিডি সেবাই নিবন্ধিত একটি অনলাইন অ্যাকাউন্ট। আর এই নিবন্ধন প্রক্রিয়াটি এখন পর্যন্ত শুধুমাত্র এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে করা যাবে। তবে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ যে কোন মাধ্যমে জিডি করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে প্রথমেই আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে। অতঃপর প্লে স্টোর থেকে “Online GD” অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে হবে।
ইন্সটল সেকশন সম্পূর্ণ হলে এই অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে। অতঃপর অনলাইনে জিডি করার নিয়ম সেই প্রসেসটি শুরু হতে যাচ্ছে। অ্যাপ ওপেন করলে নিচের দিকে “লগইন” এবং “নিবন্ধন” নামে দুটি অপশন দেখা যাবে। যেহেতু এখানে আমরা প্রথমবার এসেছি তাই আমাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
অভিযোগ করার জন্য যা প্রয়োজন :
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
- আপনার সচল মোবাইল।
- আপনার লাইভ ছবি।
►► মিথ্যা মামলা হলে করণীয় কি?
►► সামাজিকমাধ্যমে ধর্ষণের হুমকি এর শাস্তি
1. অনলাইনে জিডি করার নিয়ম
নিবন্ধন করার জন্য হোমপেজ থেকে নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে দেখা যাবে। অতঃপর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং সঠিক জন্ম তারিখ দিয়ে “পরিচয় পত্র যাচাই” অপশনে ক্লিক করুন। তথ্যগুলো এন্ট্রি করলে পরের ধাপ পরিচয়পত্র যাচাইয়ের জন্য চলে যাবেন। সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য ঠিক আছে কিনা সেটি পুনরায় একবার দেখে নিবেন। তথ্যগুলো ঠিক থাকলে পরের ধাপে “তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন” এই বাটনে ট্যাপ করতে হবে অতঃপর আপনাকে একটি লাইভ হবে ছবি দিতে হবে।
লাইভ ছবি হচ্ছে, সোজা এবং শুদ্ধ ভাষায় এটি একটি সেলফি। এই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার মুখমন্ডলের একটা ছবি নেয়া হবে। সেই ছবিটি জাতীয় পরিচয় পত্রে থাকা আপনার মুখমন্ডলের সাথে সিস্টেমকে আপনার চেহারা মিলিয়ে নিতে সাহায্য করবে। চেহারা মিলে গেলে সর্বশেষ ধাপে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড স্ট্রং এবং একটু কঠিন দেওয়া উচিত তাই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে এই সেকশনটি সম্পন্ন করতে হবে।
অলমোস্ট আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখন অ্যাপের মধ্যে পুনরায় লগইন বাটনে ক্লিক করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে অতঃপর কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটি নিশ্চিত করতে হবে। ডিজিটাল স্বাক্ষর বর্তমান তথ্য, ছবি এবং স্বাক্ষর ইত্যাদি প্রধান করতে হবে। মোবাইল নাম্বার সঠিক কিনা তার জন্য আপনার প্রোদাত্ত মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে এককালীন ৬ ডিজিটের একটি কোড আসবে। কোড দিলেই হয়ে যাবে আপনার নিবন্ধন। নোট: ব্যবহারিত পাসওয়ার্ড ভুলে যাবেন না প্রয়োজনে এটি নোট করে রাখুন কেননা পরবর্তীতে অনলাইন জিডি করতে আপনার এই পাসওয়ার্ডটি পুনরায় আবার প্রয়োজন হবে তাই পাসওয়ার্ডটি সংরক্ষিত রাখুন।
[ads1]
2. অনলাইনে জিডি করার নিয়ম
এই সফটওয়ারে লগইন করার পরে ড্যাশবোর্ডে বেশ কয়েকটা অপশন দেখানো হবে। একই কাজটি আপনি কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারে গিয়ে http://gd.police.gov.bd এই ঠিকানায় গিয়ে অনলাইনে জিডি করতে পারেন। প্রথমে ওয়েবসাইট অথবা অ্যাপে লগইন করুন। লগইন করতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। ইউজার আইডির স্থানে পূর্বে প্রদত্ত আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড এর স্থানে আপনার পূর্বে নিবন্ধন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আবার লগইন করতে হবে।
লগইন করার পরে একটি ইউজার ড্যাশ বোর্ড দেখানো হবে। ড্যাশবোর্ডের উপরে আগের কোন অনলাইন যদি করা থাকলে তার সর্বশেষ আপডেট দেখানো হবে। এমত অবস্থায় নতুন জিডি করতে একটু নিচে “তথ্য এন্ট্রি” সেকশন থেকে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করতে হবে। আপনার যদি কোন মালামাল হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে “হারানো”অপশনটি সিলেক্ট করতে হবে অনুরূপভাবে আপনি যদি কোন মালামাল পেয়ে থাকেন এবং সেটার ব্যাপারে জিডি করতে চান তাহলে “পাওয়া” অপশনটিতে ক্লিক করতে হবে।
অনুরূপভাবে যদি আপনার পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে “হারানো” অপশনে ক্লিক করে বেশ কিছু অপশন দেখতে পারবেন অতঃপর আপনার প্রয়োজনীয় হারানো জিনিসটি সিলেক্ট করতে হবে। এক্সাম্পল হিসেবে যদি পাসপোর্ট হারানো গিয়েছে সেটার জিডি করতে চাই সেক্ষেত্রে এখন আমাকে “ডকুমেন্ট” অপশনে ক্লিক করতে হবে।
অতঃপর আমাকে অনেকগুলো বাছাই করার অপশন দেয়া হবে ততক্ষণিকভাবে আপনাকে পাসপোর্ট অথবা আপনার প্রয়োজনীয় কাগজ বা কোন মালামাল হারানো গিয়ে থাকলে সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট হওয়ার পরে আপনার হারানো মালামাল কর্তৃক ইনফরমেশন গুলো সঠিকভাবে দিতে হবে। সকল ইনফরমেশন দেওয়ার পরে সর্বশেষ আপনার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে। OTP কোড দিয়ে দেওয়ার পরে আপনার অভিযোগের তথ্য প্রদান করা হবে। এবং সাথে সাথে আপনার মোবাইল ফোনে চলে আসবে একটি কনফারমেশন এসএমএস।
অনলাইন জিডি অ্যাপস্ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ :
- খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
- আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
- আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
- অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।
►► অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম
►► দলিল ও খতিয়ান বিষয়ক আলোচনা
3. সর্বশেষ
[ads1]
ইতিমধ্যে আপনার জিডির আবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আপনার জিডির সম্পর্কে যে কোন তথ্য জানতে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা ওয়েব সাইটে গিয়ে লগইন করে আপনার জিডির সর্বশেষ অবস্থান জানতে পারেন। এভাবে আপনি ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে আপনার হারানো মালামাল অথবা পাওয়া মালামাল খুঁজে পেতে অনলাইনে জিডি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
তাহলে বন্ধুরা আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে শিখলাম অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে। আশা করি অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে আপনার কোন সমস্যা নেই আর যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাতে ভুল করবেন না।