আমার বাংলাদেশ – শুভ্র দেব

আমার বাংলাদেশ – আলো বাতাস ও রোদ- বৃষ্টি, চন্দ্র-সূর্য ও তাঁরার মেলা, নীল আসমান ও সবুজ জমিন, গাছ-পালা ও নদী- নালা, ফল- মূল ও শস্যফসল, মাঠ- ঘাট ও বাজার-হাট, ধুলা- বালি ও ঘাস-বিচালী, পশু- পাখি ও কীট- পতঙ্গ, গ্রীষ্ম-বর্ষা ও শীত- বসন্ত, ইত্যাদির সাথে আমার আজন্ম ঘনিস্ট পরিচয়।

৭ বছর একটানা বাধ্যতামূলক প্রবাস জীবনে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার মতো দেশে গেলাম কোথাও প্রকৃতিকে এমন আপন মনে হয়নি।

সব দেশেই ঘনিষ্ঠ মানুষ পেয়েছি। কিন্তু পরিচিত আবহাওয়া পেলাম না। পানির মাছ শুকনায় যেমন অবস্থায় পরে আমার দশাও তেমনি মনে হতো।

এই পৃথিবী মস্ত বড়ো
নানান রঙের দেশ,
নানান দেশের ছোট্ট দেশ এক
নেইকো রূপের শেষ।

দুঃখ কিসের? কষ্ট কিসের?
কিসের অহংকার!
সবুজ, শ্যামল, শস্য ঘেরা
বাংলা আছে যার।


আরো পড়ুন: চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন: বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারকের নাম


কিসের কান্না, কিসের মোহ
কিসের খুনো- খুনি,
লোভ, লালসা ভুলে গিয়ে –
নতুন স্বপ্ন বুনি।

ছোট্ট চড়ুই বুনছে বাসা
বাধবে সুখের ঘর,
হানল আঘাত ছোট্ট বাসায়
কালবৈশাখী ঝড়।

আমার বাংলাদেশ – শুভ্র দেব

শিমূল গাছের ছোট্ট ডালে
ছোট্ট শালিক পাখি
মনের সুখে গাইছে গান,
করছে ডাকাডাকি।


আরো পড়ুন: জুসে মিলবে উজ্জ্বল ত্বক
আরো পড়ুন: চুল ঘন কালো ও মসৃণ করতে নিয়মিত ডিম ব্যবহার করুন


রাখাল ভাইয়ের বাসের বাঁশি
মধুর তাহার সুর,
দিচ্ছে সবার মন রাঙিয়ে –
যাচ্ছে বহুদূর।

ধন্য মাগো ধন্য তুমি
দিয়েছ এ জন্মভূমি –
তোমার জন্য পেয়েছি মা
পেয়েছি এ বাংলা আমি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Leave a Comment

//kirteexe.tv/4/6176583