কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা?

আজকের আর্টিকেলটি বিশেষ করে গর্ভবতী মায়েদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি।

আমাদের আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা কেমন।

গর্ভের সন্তান বর্তমানে সুস্থ আছেন, বর্তমানে তিনি কোন অবস্থানে আছেন এ বিষয়টি আজকের আর্টিকেল এর মাধ্যমে জানানোর চেষ্টা করব।

এছাড়া অনেকেই প্রশ্ন করে গর্ভবতীর গর্বের সন্তান সুস্থ কিনা কিভাবে বুঝব সে বিষয় নিয়ে।

তারি প্রেক্ষাপটে আজকের আর্টিকেলে আমরা শিখাবো কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা কেমন সে বিষয় নিয়ে।

তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই। একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং শোচনীয় বটে। এসমাই প্রত্যেকটা গর্ভবতী মায়েদের শরীরের যত্ন সঠিকভাবে নেয়া উচিত তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হবে ভালোভাবে।
উত্তেজনা নারীদের কম কথার কারণ
গর্ভাবস্থায় সহবাস কতটা নিরাপদ?

কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা

গর্বের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে গর্ভবতী মায়ের পেটের স্বাভাবিক নড়াচড়া করবে শিশুটি।

এবং গর্ভবতী অন্তঃসত্ত্বা মা তিনি অনুভব করতে পারবেন তার সন্তান সুস্থ আছেন যেহেতু তিনি নড়াচাড়া করছেন।

এটা হচ্ছে সন্তান সুস্থ আছে কিনা তার প্রথম একটি সুন্দর ধাপ অনুভব করা।

যাদের অভিযোগ, পেটে থাকা শিশু নড়ে না, আবার কেউ বলেন পেটে বাচ্চা কম নড়ে, আবার অনেক প্রশ্ন করেন পেটে শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন?

মূলত পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয় প্রস্রাবের বহু আগ থেকেই।

১০-১২ সপ্তাহ থেকেই পেটের মধ্যে শিশুর আলোচনা করতে থাকে যা একজন অন্তঃসত্ত্বা মা তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারেন না।

এছাড়া যিনি প্রথমবারের মতো অন্তঃসত্তা হয়েছেন তিনি গর্ভকালীন সময়ের ৬ মাস পর বুঝতে পারেন তার সন্তান নড়াচড়া করছেন।

যদিও এর আগে তিনি বুঝতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা কিন্তু তার মধ্যে বাচ্চা নড়াচড়ার পরিমাণ গুনতে সক্ষমতা আসে না।

এছাড়া যারা পূর্বে ও সন্তান জন্ম দিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে বটে।

যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যদি দ্বিতীয় বা তৃতীয়বার না হতে যাচ্ছেন তিনি হয়তো আরো আগে পেটে বাচ্চা নড়াচড়া বুঝতে বা গুনতে সক্ষম হন। তবে সেটা অন্তত পাঁচ মাস সময়ের পরে।

উত্তেজক ট্যাবলেট এর নাম (দাম সহ)
ছেলেদের সেক্স ট্যাবলেট এর নাম এবং দাম (Sex Tablet)

কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা

প্রশ্ন: একটা বাচ্চা পেটে নড়াচড়া করছে কি করছে না কতবার নাড়াচড়া করছে এটা মা কখন থেকে গোনা শুরু করবে?

উত্তর: ডাক্তারি ভাষায়, ২৮ সপ্তাহের পর থেকে আপনারা পেটে বাচ্চার নড়াচড়া গুনবেন।

মনে রাখবেন, প্রতি ১২ ঘন্টায় অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকা সন্তানটির সুস্থ স্বাভাবিক ১০ বার নড়াচড়া করে।

অনেকে তো একটু কম নাড়াচাড়া করলেই অস্থির হয়ে যায় ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য বিভিন্ন জায়গা ছুটে যায় এতে তার চিহ্নিত হওয়ার কারণ নেই।

পুরো ১২ ঘন্টা সময় ক্যালকুলেশন করে দেখতে হবে এর মধ্যে সন্তান ১০ বার নড়াচড়া করলো কিনা।

পুরো ১২ ঘন্টা সময়ের মধ্যে যদি আপনার পেটে থাকা সন্তানকে ১০ বার নড়াচড়া করে তাহলে আপনি সুস্থ স্বাভাবিক ধরে নিতেই পারেন।

মনে রাখবেন আপনার সন্তান তারাও পেটের মধ্যে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া বন্ধ থাকে।

নারীদের প্রজনন ক্ষমতা বাড়ানো ১৫ যোগ আসন
সন্তান প্রসবের পর দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে যা করণীয়

বাচ্চা নড়াচড়া গুনার পদ্ধতি

অনেকে একটি ভুল করে থাকেন! যখন বাচ্চা নড়াচড়া শুরু করে তখন গুনতে গুনতে ১-১০০ পর্যন্ত গুনে ফেলে প্রায়।

আসলে বাচ্চা নড়াচাড়া করার পদ্ধতি অন্যরকম। প্রতিবার থামলেই ‘১’ গুনতে হবে।

আর এভাবে যদি সারাদিন বারো ঘণ্টার মধ্যে সে ১০ বার নড়াচড়া করে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক আছেন।

তবে ১০ বার কম মারলে বুঝতে হবে আপনার বাচ্চা অস্বাভাবিক অবস্থায় আছেন তখন আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

কোন বাচ্চা যদি ৫-৬ বার নড়ে তাহলে সেটাও সবার আগে মাটির পাবেন যদি তিনি সতর্কতা থেকে থাকেন। আর এইমাত্র অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

অনেকেই অবহেলা করে থাকেন যে আজকে যেহেতু কম ধরেছে কালকে দেখি অপেক্ষা করে অথবা কালকের পরের দিন অপেক্ষা করে দেখি এমনটা অবহেলা কখনোই করবেন না তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিবেন।

গর্ভে থাকার শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটে নড়াচড়া কমিয়ে দেওয়া।

অতিরিক্ত পিল খেলে ক্ষতি হতে আগত সন্তানের!
যৌন মিলন করার পূর্বে কি করবেন

কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা

পেটে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়া অনেকগুলো গ্রামের মধ্যে একটি হচ্ছে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া।

বাচ্চা নড়াচাড়া করছে না মানে বাচ্চা ভালো নেই এটাই আপনাকে ধারণা করতে হবে, এইমাত্র অবস্থায় চিকিৎসকের পরামর্শ জরুরী।

আবার অনেক সময় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারী গলার মধ্যে পেঁচিয়ে পড়ে এমত অবস্থায় ব্লাড সাপ্লাই কমে যায় ও বাচ্চা নড়াচড়া কমে যায়।

অনুরূপভাবে আরও একটি কারণ হচ্ছে রক্তশূন্যতা।

রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চার নড়াচড়া কমিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

যখন আপনার মনে হবে বাচ্চা নাড়াচাড়া করছে না তখনই আপনার বুঝতে হবে বাচ্চা অস্বাভাবিক অবস্থায় আছেন তাৎক্ষণিকভাবে আপনি ডাক্তারের সনাপন্ন হবেন।

অথবা ডাক্তারের সাথে ফোন করে আলাপ করে নিবেন এমত অবস্থায় আপনার করণীয় কি।

একজন গর্ভবতী মা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তাই জরুরী ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই তার জন্য জরুরী।

কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা এ নিয়ে আমাদের পুরো আর্টিকেলটি তৈরি করা হয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন।

এছাড়াও আপনার বর্তমান অবস্থা অথবা আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকবো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেগনেন্সি রিলেটেড আরও আর্টিকেল পেতে আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

1 thought on “কিভাবে বুঝবো গর্ভের সন্তানের বর্তমান অবস্থা?”

  1. বালের আর্টিকেল, শুধু সময় নষ্ট করলাম এক কথাই বারবার,

    Reply

Leave a Comment