আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্য এটি খুবই প্রয়োজনীয় বটে। কিভাবে স্ত্রীর মন জয় করা যায় এবং স্ত্রীর মন জয় করার কৌশল সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কয়েকটি কৌশল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই।
সকল স্বামী চান যে তার স্ত্রী তার প্রতি আকৃষ্ট থাকো এবং তিনি তার সকল কথা মেনে চলুক তাকে সেবা যত্ন করুক। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণ-অকারণে দুজন দুই ভাবে চলতে শুরু করে একটা পর্যায়ে এসে নিজেদের মধ্যে বিভিন্ন কলহল সৃষ্টি হয় যার ফলে নিজেদের সাংসারিক জীবন ভেঙ্গে যেতে পারে। স্ত্রীর মন জয় করার কৌশল গুলো নিচের দিকে তুলে ধরা হলো।
মনে রাখবেন, পরিবারের কর্তা হিসেবে স্ত্রী ও সন্তান-সন্তানিদের সুখী এবং দেখে শুনে রাখার দায়িত্ব স্বামীর। সংসারের সবার বিষয় খোঁজখবর নেওয়া সহ সবকিছুই স্বামীকে বহন করতে হয়। বেশিরভাগ নারীরাই সারাদিন বাড়ির অধিকাংশ কাজ সম্পূর্ণ করে। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকে সমান গুরুত্ব দিতে। স্ত্রীর মন খারাপ হয় এমন কাজ না করা থেকে দূরে থাকুন।
►► কিভাবে লম্বা হওয়া যায়?
►► কিডনি ভালো রাখার কৌশল
কিভাবে স্ত্রীর মন জয় করা যায়!
স্ত্রীর সাথে সাংসারিক বিষয় কোন কথাবার্তা বলার থাকলে তা তাকে বুঝিয়ে বলুন। স্ত্রী যদি সাংসারিক ব্যাপারে কোন কথা আপনার সাথে শেয়ার করে সেটা মনোযোগ সহকারে শুনুন, এবং পারলে তার কথার প্রশংসা করুন। নারীদের প্রশংসা করলে তারা আপনার প্রতি দুর্বল হবেই। তাই সব সময় প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক কথা বলার সময় মনোযোগ সহকারে স্ত্রীর কথা শুনুন এবং কথা শোনার সময় তার চোখের দিকে তাকিয়ে থাকুন।
মনে রাখবেন, একটা মিথ্যা দিয়ে অনেকগুলো মিথ্যা তৈরি হয় এবং এর শেষটা খুবই ভয়াবহ হতে পারে। তাই কখনো স্ত্রীর কাছ থেকে কোন ব্যাপারে কিছুই লুকানো যাবে না। স্ত্রিকে কখনো কোন মিথ্যে আশ্বাস অথবা মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। কোন মানুষ মিথ্যে সহ্য করতে পারে না এবং আপনি নিজেও মিথ্যা সহ্য করতে পারেন না তাই মিথ্যাকে প্রশ্রয় কখনোই দিবেন না। তাই মিথ্যাকে পরিহার করুন।
কোন নারী তার সামনে তার প্রিয়জন, পরিবার অথবা কোন বন্ধু-বান্ধবের সমালোচনা সহ্য করতে পারে না। কখনোই আপনার স্ত্রীর আত্মীয় প্রিয়জন অথবা বন্ধু-বান্ধবের সমালোচনা করবেন না, বিশেষ করে স্ত্রীর সামনে। স্ত্রীরা ক্ষিপ্ত হয়ে আপনার প্রতি রাগান্বিত হবে তাই কখনো নারীদের সামনে তাদের আত্মীয়দের ব্যাপারে সমালোচনা করতে যাবেন না।
স্ত্রীকে কখনোই অন্যের সাথে ভুলেও তুলনা করতে যাবেন না। এতে আপনার স্ত্রী কষ্ট পাবে এবং আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে আপনার স্ত্রী মনে করবে যে আপনি অন্যদের প্রতি দুর্বল, এবং আপনি আপনার স্ত্রীকে মন থেকে ভালবাসেন না। তাই কখনো স্ত্রীর সামনে অন্যের প্রশংসা করবেন না বিশেষ করে অন্য নারীদের। এই কাজটা করা থেকে একদমই বিরত থাকুন।
আপনার স্ত্রীর উপস্থিতিতে কখনো তৃতীয় ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। সে হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার বাসার অন্য কেউ অথবা আপনার খুবই পরিচিত এবং ভালো বন্ধু। আপনার যতই ভালো বন্ধু অথবা কাছের কেউ হোক না কেন তাকে আপনার স্ত্রীর সামনে বেশি গুরুত্ব দিবেন না। যদি গুরুত্ব দিতে হয় দুজনকে সমানভাবে গুরুত্ব দিন। এখানে এমন কোন কাজ করবেন না যা আপনার স্ত্রী নোট করতে পারে।
স্ত্রীর মন জয় করার কৌশল
স্ত্রীর কাজে পারলে সহযোগিতা করুন। যেমন: বাসায় রান্নার কাজে, সরকারের যত্ন নিতে আপনার স্ত্রী কে সহযোগিতা করুন। যেমনটি আপনার বেলায় হয় সারাদিন অফিস করে বাসায় অন্য কাজে যোগদান না করতে অনুরূপভাবে আপনার স্ত্রী সারাদিন সাংসারিক কাজ করার পরে অন্য কোন কাজে যোগদান করতে পারে না তাই তার সমস্যাটি বুঝতে শিখুন। ফ্রাইডে অথবা অফিস বন্ধের কিংবা ফ্রি থাকলে স্ত্রীকে তার কাছে সহায়তা করুন।
নারীরা বেশিরভাগ সময় উপহার পেতে খুব বেশি পছন্দ করে তাই তারা সবসময় আপনার থেকে ভালো কিছু উপহার ডিজার্ভ করে। গুরুত্বপূর্ণ দিনগুলো স্ত্রীর সাথে পালন করুন, বিশেষ দিবস গুলো স্ত্রীর সাথে পালন করুন এবং সময় পেলে তাকে নিয়ে ঘুরতে বের হন। তাকে ছোট ছোট উপহার দিন এতে করে তিনি আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে এবং আপনার প্রতি সে দুর্বল হবে। কোন কারন অকারনে বাসার বাইরে সময় কাটাবেন না। যথাসম্ভব স্ত্রীকে সময় দিতে শিখুন। বাসা থেকে বাইরে যাওয়ার সময় স্ত্রীকে বলে যাবেন এবং বাসায় প্রবেশকালে দরজা খোলার পরে তাকে স্বাগতম জানান। এই বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।
কিভাবে স্ত্রীর মন জয় করা যায় এই প্রশ্নের আরেকটি উত্তম উত্তর হচ্ছে – সব সময় স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন। যেমন: আজকে তোমাকে সুন্দর লাগছে, এই পোশাকে তোমাকে খুব মানিয়েছে, আজকে তোমাকে খুব হাসি খুশি লাগছে। এ ধরনের প্রশংসা সকল নারীরাই ডিজার্ভ করে। তাই স্ত্রীকে এ ধরনের প্রশংসা করতে থাকুন। নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। সুগন্ধি ব্যবহার করুন, নারীরা সবসময় তার প্রিয় মানুষটির পরিপাটি এবং ভালো দিক থেকে বেশি পছন্দ করে তাই সবসময় নিজের শরীর এবং পোশাক পরিস্কার রাখুন।
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ
“তােমায় নিয়েই আমার মনের
মাঝে হাজার চাওয়া-পাওয়া।
তােমার বধূ হয়ে আমার
সারাজীবন গান গাওয়া।”
“গাছের জীবন লতা পাতা,
মাছের জীবন পানি,
ছেলের জীবন টাকা পয়সা,
মেয়ের জীবন স্বামী।”
“ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার, তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।”
“এই বুকেতে লিখেছি যে
শুধু তোমার নাম।
স্বপ্ন তুমি, সাধনা তুমি,
তুমি আমার প্রান।”
“জোনাকি হলো রাতের বাতি,
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
এই মন হলো এক মায়াবী পাখি,
আর তুই আমার সারা জীবনের সাথী।”
“তােমার ভালােবাসার বাঁধনে,
বাধা আমার মন।
আমার হৃদয়ে লেখা,
শুধু তােমারই নাম।”
“তােমায় ভেবেই দিনের শুরু..
রাত্রিও ভাের হয়,
তুমি আছাে বলেই..
আমার ভালাে থাকা হয়।”
- অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো।
- তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক।
►► পেটের মেদ কমানোর উপায়
►► গর্ভাবস্থায় সহবাস কতটা নিরাপদ?
গুরুত্বপূর্ণ কিছু কথা
এতক্ষণ আমরা বেশ কয়েকটি পয়েন্ট শেয়ার করলাম যে কিভাবে স্ত্রীর মন জয় করা যায় সে সম্পর্কে। আপনি এই পয়েন্টগুলো এপ্লাই করে সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে অনেকটা সুখী হতে পারবেন। বিশেষ করে মানুষ কারণ অকারণে অনেক সময় বিভিন্ন ঝামেলায় পড়ে যায়। তারা তাদের সাংসারিক জীবনে এই কার্যকরী টিপস গুলো এপ্লাই করুন।
কিভাবে স্ত্রীর মন জয় করা যায় সে সম্পর্কে আপনার আর কোন প্রস্থ থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনি চাইলে আপনার জীবনের সুখ-দুঃখ লেখার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে মেইল করুন “info@lessonery.com” ভালো থাকুন, সুস্থ থাকুন।