বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি জেলা হচ্ছে খুলনা। খুলনা শুধু একটি জেলা নয়, একটি বিভাগীয় শহরও বটে। খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি। আসুন এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি খুলনা জেলা কেন বিখ্যাত এবং খুলনা জেলা কেন একটি প্রসিদ্ধ জেলা।
খুলনা জেলার ১০টি দর্শনীয় স্থান:
- সুন্দরবন
- পিঠাভোগ
- দক্ষিণডিহি
- খুলনার বিভাগীয় জাদুঘর
- জাতিসংঘ পার্ক
- লিনিয়ার পার্ক
- বধ্যভূমি ও স্মৃতিসৌধ, গল্লামারী
- সেনহাটি
- চুকনগর
- শিরোমণি
►► সিলেট কিসের জন্য বিখ্যাত?
►► রাজশাহী কিসের জন্য বিখ্যাত?
খুলনা জেলা
আয়তনের দিক দিয়ে বৃহত্তম জেলাগুলোর মধ্যে খুলনা একটি। খুলনা জেলার আয়তন প্রায় ৪,৩০০ বর্গ কিলোমিটার এবং এই জেলায় ৩৫ লক্ষ মানুষ বসবাস করে। খুলনা জেলার অবস্থান বাংলাদেশের একেবারে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। খুলনা জেলায় সুন্দরবনের বিশাল একটি অংশ পড়েছে। ১৮৮২ সালে খুলনা জেলা গঠন করা হয়। খুলনা জেলার প্রাচীন নাম জাহানাবাদ।
বিখ্যাত খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাটএবং পশ্চিমে সাতক্ষীরা অবস্থিত। এছাড়া খুলনা জেলার দক্ষিণ প্রান্তে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন অবস্থিত। সুন্দরবনের পাশেই বঙ্গোপসাগরের উপকূল রয়েছে। খুলনা জেলায় উপজেলার সংখ্যা নয়টি এবং খুলনা যেহেতু একটি বিভাগীয় শহর, তাই এখানে একটি সিটি কর্পোরেশন রয়েছে। খুলনা বাংলাদেশের চতুর্থ বিভাগ। পদ্মা সেতু উদ্ভাবন হওয়ার পর, এখন থেকে ঢাকা থেকে খুলনা যাতায়াত আরো সহজ হয়েছে।
খুলনা জেলা কেন বিখ্যাত?
খুলনা জেলা কেন বিখ্যাত প্রশ্নটির উত্তর হচ্ছে গলদা চিংড়ি। খুলনা যেহেতু একটি উপকূলীয় জেলা এবং এই জেলার বড় অংশ নিয়ে সুন্দরবন অবস্থান করছে, তাই খুলনার পরিবেশ গলদা চিংড়ি উৎপাদের জন্য একেবারেই উপযুক্ত। এখানকার মৎস্যজীবীরা সাধারণত গলদা চিংড়ি উৎপাদন করে থাকেন। বাংলাদেশের উৎপাদিত চিংড়ি শুধু বাংলাদেশেই নয়, একই সাথে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এই গলদা চিংড়ি বিক্রি করে প্রতিবছর বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে সক্ষম হয়েছে। যার কারণে গলদা চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা।
সুন্দরবনের একটি বড় অংশ খুলনা জেলার অন্তর্গত। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর তাদের অবসর সময় কাটানোর জন্য সুন্দরবনের বিভিন্ন অংশে ঘুরতে আসেন। সুন্দরবনের পর্যটনকেন্দ্রের বেশিভাগ খুলনা জেলায় অবস্থিত। যার কারণে সুন্দরবনে যেতে হলে সবার প্রথম খুলনা জেলাতে আসতে হবে। খুলনা জেলায় প্রতিবছর হাজারো পর্যটকের ঢল নামে। সুন্দরবন থেকে পাওয়া খাঁটি মধু সারা বাংলাদেশে বিক্রি করা হয়। এছাড়া সুন্দরবন থেকে পাওয়া সুন্দরী গাছের পাতা থেকে কাগজ উৎপাদন করা হয়। বাংলাদেশের বড় বড় কাগজ কলগুলো খুলনা জেলাতেই অবস্থিত। এই কাগজ কলগুলো দেশের কাগজের চাহিদা মেটাচ্ছে।
খুলনা জেলার ১০টি দর্শনীয় স্থান
খুলনা জেলা কেন বিখ্যাত প্রশ্ন একটি বিকল্প উত্তর হতে পারে সুন্দরবন। কেননা সুন্দরবনের যেতে হলে আপনাকে খুলনায় আসতেই হবে। সুন্দরবন বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি, যার আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। যদিও সুন্দরবনের পুরোটাই বাংলাদেশে অবস্থিত নয়। এর চল্লিশভাগ ভারতে এবং বাকি ৬০ ভাগ বাংলাদেশে অবস্থিত। মোট পাঁচটি জেলায় সুন্দরবন অবস্থান করছে, যার মধ্যে অন্যতম হচ্ছে খুলনা। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপও বটে।
শিক্ষাগত দিক দিয়েও খুলনা জেলার সারা বাংলাদেশে প্রসিদ্ধ। খুলনা জেলায় একটি বিশ্ববিদ্যালয়, একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠন করার প্রস্তাব ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রণয়ন করেছে। বুয়েটের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা কুয়েট নামে পরিচিত, তার কথাই মাথায় আসে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ও যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সমানভাবে অবদান রাখছে। খুলনা মেডিকেল কলেজকে বাংলাদেশের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি ধরা হয়।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অসংখ্য নদ-নদী বয়ে গেছে। কিন্তু খুলনা জেলা অন্যান্য যেকোনো জেলা থেকে কিছুটা ব্যতিক্রম কারণ। এই জেলায় নদীর সংখ্যা অন্যান্য যেকোনো জেলার চেয়ে অনেক বেশি। মূলত সুন্দরবন একটি ম্যানগ্রোভ অঞ্চল হওয়ায় সুন্দরবনের ভেতর দিয়ে অসংখ্য ছোট ছোট নদ-নদী বয়ে গেছে। খুলনা জেলার কিছু বিখ্যাত বিখ্যাত নদ নদী হচ্ছে হচ্ছে– রূপসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী, শিবসা নদী, পশুর নদী, ভৈরব নদ, ডাকাতিয়া নদী ইত্যাদি।
►► যশোর কিসের জন্য বিখ্যাত
►► বগুড়া কিসের জন্য বিখ্যাত জেলা?
খুলনা জেলা নিয়ে প্রশ্ন উত্তর
প্রশ্ন: খুলনা জেলা কেন বিখ্যাত?
উত্তর: সুন্দরবন ও গলদা চিংড়ির জন্য
প্রশ্ন: কোন বিভাগের সুন্দরবন অবস্থিত?
উত্তর: খুলনা বিভাগ
প্রশ্ন: কোন জেলাকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়?
উত্তর: খুলনা জেলাকে
প্রশ্ন: হোয়াইট গুড বা সাদা সোনা বলা হয় কোনটিকে?
উত্তর: গলদা চিংড়ি
প্রশ্ন: খুলনা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদীর তীরে
প্রশ্ন: ডাকাতিয়া নদী কোন জেলায় অবস্থিত?
উত্তর: খুলনা জেলায় অবস্থিত
প্রশ্ন: রূপসা নদী কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে?
উত্তর: খুলনা জেলার উপর দিয়ে