মাছে-ভাতে বাঙালি হিসেবে আমাদের সুনাম সারা বিশ্ব জুড়ে। মাছের কথা বলতে গেলে সবার প্রথমে ইলিশ মাছের নাম উল্লেখ করতেই হয়। আর ইলিশ মাছ মানেই অনেকের কাছে চাঁদপুর জেলা। ইলিশ মাছের বাড়ি খ্যাত চাঁদপুর চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক জেলা। তো চলুন, চাঁদপুর জেলা কেন বিখ্যাত প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি।
চাঁদপুর জেলার বিখ্যাত ১০টি স্থান:
- মেঘনা-পদ্মার চর
- মৎস্য জাদুঘর, চাঁদপুর
- গুরুর চর
- লোহাগড় মঠ
- সাহেবগঞ্জ নীলকুঠি
- সাগরপাড়ের দীঘি
- রূপসা জমিদারবাড়ি
- হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
- মনসামুড়া
- শ্রী শ্রী জগন্নাথ মন্দির
►► সিলেট কিসের জন্য বিখ্যাত?
►► রাজশাহী কিসের জন্য বিখ্যাত?
চাঁদপুর জেলা
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে চাঁদপুর জেলার অবস্থান। চাঁদপুর জেলার মোট উপজেলার সংখ্যা ৮ টি এবং এখানে ৫ টি সংসদীয় আসন রয়েছে। চাঁদপুর জেলার আয়তন ১,৭০০ বর্গ কিলোমিটার এবং ২৫ লক্ষ মানুষ এই জেলাটিতে বাস করে।
চাঁদপুর জেলার সাথে বেশ কয়েকটি জেলার সীমান্ত রয়েছে, যদিও বেশিরভাগ সীমান্ত নৌপথ দ্বারা বেষ্টিত। চাঁদপুর জেলার দক্ষিণে লক্ষ্মীপুর ও নোয়াখালী, পূর্বে কুমিল্লা, উত্তরে কুমিল্লা ও মুন্সীগঞ্জ এবং পশ্চিমে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও বরিশাল অবস্থিত। যেখানে চাঁদপুর থেকে ঢাকা জেলার দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার, চাঁদপুর থেকে বিভাগীয় শহর চট্টগ্রামের দূরত্ব এর থেকেও প্রায় দ্বিগুণ, অর্থাৎ ২০০ কিলোমিটার।
চাঁদপুর জেলা কেন বিখ্যাত?
যদি প্রশ্ন করা হয়, চাঁদপুর জেলা কেন বিখ্যাত? তার সবচেয়ে সহজ উত্তর হচ্ছে ইলিশ মাছের জন্য বিখ্যাত। ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ ইলিশ মাছ। তার জীবনের প্রায় সম্পূর্ণ অংশই সমুদ্রে কাটিয়ে দেয়। কিন্তু প্রজননের সময় এটি সমুদ্র ছেড়ে নদীর মোহনায় ডিম পাড়তে আস।
অনেক সময় ইলিশ মাছ নদীতে সাঁতার কেটে অনেক দূর পর্যন্ত চলে আসে। চাঁদপুর থেকে বঙ্গোপসাগরের দূরত্ব খুব বেশি না হলেও চাঁদপুরে বাংলাদেশের বৃহত্তম দুটি নদী মিলিত হয়েছে এবং মেঘনা নদীর মোহনাও চাঁদপুর থেকে অনেক কাছে। তাই চাঁদপুর জেলা ইলিশ মাছের জন্য একটি অভয়ারণ্য হয়ে উঠেছে।
প্রতিবছর চাঁদপুর থেকে হাজার হাজার টন ইলিশ মাছ সংগ্রহ করা হয়। শুধুমাত্র চাঁদপুরে পাওয়া ইলিশ মাছ দিয়ে সারা বাংলাদেশে ইলিশের চাহিদা পূরণ করা সম্ভব। যদিও চাঁদপুর ছাড়াও বাংলাদেশের আরো কয়েকটি জেলায় ইলিশ মাছ পাওয়া যায়। কিন্তু চাঁদপুরে ইলিশ উৎপাদনের হার অন্যান্য যেকোনো জেলার চেয়ে বেশি। এছাড়া চাঁদপুরের ইলিশের চাহিদা অন্যান্য জেলায় ইলিশের চেয়ে গ্রাহকের কাছে অনেক বেশি।
কিন্তু চাঁদপুরে এত ইলিশ পাওয়ার রহস্যটা কি? আমরা আগে জেনেছি, ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ কিন্তু প্রজননের সময় এটি নদীর মোহনায় এসে ডিম পাড়ে। চাঁদপুর একটি নদীমাতৃক জেলা, যেখানে কিনা বাংলাদেশের দুটি বৃহত্তম নদী পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে। আবার এই মিলিত স্থানেই মেঘনা নদীর মোহনা অবস্থিত। তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ মা ইলসগ পদ্মা নদী ও মেঘনা নদীতে ডিম পাড়তে আসে।
চাঁদপুর জেলার বিখ্যাত স্থান
মা ইলিশ ডিম পাড়ার সময় বাংলাদেশ সরকার নদী থেকে ইলশ আহরণ নিষিদ্ধ করে। এই সময় নদী থেকে ইলিশ মাছ আহরণ করা সম্পূর্ণ অবৈধ এবং আইনত দন্ডিত অপরাধ। কিন্তু ডিম পাড়ার পর ইলিশ মাছ যখন পুনরায় বঙ্গোপসাগরে ফেরত যায়, তখন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ বৈধ। আর এই সময় চাঁদপুরে মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলেই ইলিশ মাছ ঝাকে ঝাকে দেখতে পাওয়া যায়। হাজার হাজার জেলে চাঁদপুর থেকে ইলিশ আহরণ করে নিজেদের জীবিকা নির্বাহ করছে।
ইলিশ শুধুমাত্র একটি মাছ নয়, ইলিশ একটি আবেগের নাম। প্রতিবছর বাংলা নববর্ষে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়া যেন বাঙালির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। পহেলা বৈশাখে ইলিশ মাছের চাহিদা তুঙ্গে উঠে যায়। ইলিশ মাছ শুধু বাংলাদেশেই নয়, ভারত, পাকিস্তান এমনকি মিয়ানমারেও বেশ জনপ্রিয়। বাংলাদেশেরচাহিদা পূরণ করে ইলিশ মাছ এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশের নদ নদী থেকে আহরণ করা মোট মাছের ১২ শতাংশই ইলিশ মাছ।
ইলিশ মাছই যেন চাঁদপুর জেলার অন্যতম পরিচয়। তাই বাংলাদেশ সরকার চাঁদপুর জেলাকে একটি ব্র্যান্ডিং নাম দিয়েছে। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি, তাই চাঁদপুর জেলার ব্র্যান্ডিং নাম হচ্ছে “ইলিশের বাড়ি চাঁদপুর”। পর্যটকদের আকৃষ্ট করতে মূলত ব্র্যান্ডিং নাম দেওয়া হয়, আর চাঁদপুর জেলায় বাংলাদেশের প্রথম জেলা যাকে ব্র্যান্ডিং নাম দেওয়া হয়। চাঁদপুর জেলা কেন বিখ্যাত? আশা করছি উপরের আলোচনা থেকে সুস্পষ্ট ধারণা ইতিমধ্যে পেয়ে গেছেন।
►► যশোর কিসের জন্য বিখ্যাত
►► বগুড়া কিসের জন্য বিখ্যাত জেলা?
চাঁদপুর জেলা নিয়ে প্রশ্ন উত্তর
১. প্রশ্ন: চাঁদপুর জেলা কেন বিখ্যাত?
উত্তর: ইলিশ মাছের জন্য
২. প্রশ্ন: পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুর জেলায়
৩. প্রশ্ন: চাঁদপুর জেলায় কোন তিনটি নদী একসাথে মিলিত হয়েছে?
উত্তর: পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী
৪. প্রশ্ন: ইলিশ মাছের জন্য কোন জেলাটি সারা দেশের বিখ্যাত?
উত্তর: চাঁদপুর জেলা
৫. প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাকে সর্বপ্রথম ব্র্যান্ডিং নাম দেওয়া হয়?
উত্তর: চাঁদপুর জেলাকে
৬. প্রশ্ন: ডাকাতিয়া নদী কোথায় পদ্মা ও মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুর জেলায়
৭. প্রশ্ন: ইলিশ মাছের বাড়ি হিসেবে কোন জেলা থেকে অভিহিত করা হয়?
উত্তর: চাঁদপুর জেলাকে
৮. প্রশ্ন: চাঁদপুর জেলার ব্র্যান্ডিং নাম কি?
উত্তর: ইলিশের বাড়ি চাঁদপুর