জিআর সিআর মামলা কি?

ফৌজদারী মামলা দুই ধরনের, জিআর সিআর মামলা। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে বুঝব কোনটা জিআর সিআর মামলা কি?

আমরা মূলত দুইটি জায়গায় মামলা করার জন্য গিয়ে থাকি থানা অথবা বিজ্ঞ আদালত।

আমরা সাধারনত থানায় যে মামলাটি দায়ের করে থাকি তাকেই জিআর মামলা বলা হয়,

অপরদিকে বিজ্ঞ আদালতে যে মামলা আমরা দায়ের করি তাকে সিআর মামলা বলা হয়।

জিআর (GR) এর পূর্ণ রুপ হলো জেনারেল রেজিস্টার (General Register) অপরদিকে সিআর (CR) এর পূর্ণ রুপ হলো (Complaint Register) কমপ্লেইন্ট রেজিস্টার।

এখন জিআর সিআর মামলা কি সে সম্পর্কে বিস্তারিত জানব।

জিআর মামলা কি?

বাদী (যিনি মামলা করবেন) যখন একটি লিখিত অভিযোগ নিয়ে থানার অফিসার ইনচার্জ এর নিকট মামলা দায়ের করার জন্য যান।

এবং অফিসার ইনচার্জ বাদীর স্ব-ব্যাখ্যায়িত অভিযোগখানা পর্যালোচনা করে উক্ত অভিযোগকে এজাহার হিসাবে গন্য করেন।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধরায় এজাহারের কথা বলা আছে।

সরাসরি থানায় যে মামলা রুজু করা হয় তাকেই জিআর মামলা বলা হয়ে থাকে। জিআর মামলা থানায় দায়ের করতে হয়।

►► পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব
►► মিথ্যা মামলা থেকে বাচার উপায়

সিআর মামলা কি?

প্রথমত সিআর মামলা করতে হলে আপনাকে বিজ্ঞ আদালতে যেতে হবে। ফৌজদারি কার্যবিধির ৪(জ) ধারায় নালিশের সংঙ্গা প্রদান করা হয়েছে।

নালিশ হলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট কোন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ।

আমরা কোর্টে গিয়ে যে মামলা করে থাকি তাকেই সিআর মামলা বলা হয়ে থাকে।

সিআর মামলা বিজ্ঞ আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেট এর নিকট দায়ের করতে হয়।

সিআর মামলার ক্ষেত্রে মূলত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা রুজু করার জন্য নির্দেশ প্রদান করেন।

এবং অফিসার ইনচার্জ বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক মামলা রুজু করেন।

ইদানিং দেখা যাচ্ছে সিআর মামলার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কোন ভুক্তভোগী থানায় মামলা রুজু করার গেলে যদি থানা মামলা রুজু না করে তখনই বাদী (ভুক্তভোগী) কোর্টে মামলা করার সিদ্ধান্ত নেন।

জিআর সিআর মামলা কি তার সম্পর্কে আশাকরি আপনি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝেছেন এরপরেও যদি জিআর সিআর মামলা কি সে সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment