আমাদের জীবনে কখন কোন সমস্যা আসে তা বলা যায় না। যে কোনো সমস্যায় আর্থীক সাপোর্ট বা স্বপ্ন পূরণের সঙী হতে পারে জীবন বীমা চলুন জেনে নেয়া যাক এই বীমা সম্পর্কে বিস্তারিত।
নোটিশ বোর্ড
জীবন বীমা কি?
জীবন বীমা হলো ভবিষ্যৎতের জন্য কিছু টাকা জমানো, যে টাকায নির্দিষ্ট সময় পর কিছু লাভ পাওয়া যায়। জীবন বীমায় নির্দিষ্ট পরিমাণ টাকা, নির্দিষ্ট সময় পর্যন্ত জমা করতে হয়। দীর্ঘ সময়ের জন্য টাকা টা জমা করতে হয়, যেমন: ১০,১৫ ২০ বছর। আপনি আপনার সামর্থ অনুযায়ী টাকা জমা করতে পারবেন। যেমন: ৫০০, ১০০০, ১৫০০, ২০০০ বা তার অধিক। বীমার টাকা প্রতি মাসে জমা করতে হয়। তবে আপনি চালে ছয় মাস বা ১বছর পরও টাকা জমা করতে পারেন। টাকার পরিমাণ কম হলে বীমার সময়কাল দীর্ঘ হবে। আর টাকার পরিমাণ বেশি হলে বীমার সময়কা্ল কম হবে।
লাইফ ইন্সুইরেন্স এর প্রয়োজনীয়তাঃ
আপনার কি আদোও লাইফ ইন্সুইরেন্স দরকার আছে, এই প্রশ্ন আপনি নিজেকে করুন। আপনার ইনকাম এর কি কেউ নির্ভরশীল যদি আপনার ইনকাম এর উপর কেউ নির্ভরশীল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার লাইফ ইন্সুইরেন্স করা দরকার। কারণ বর্তমান সময়ে দুর্ঘটনা ও রোগব্যাধির পরিমাণ খুব বেশি। আপনি যখন থাকবেন না তখন লাইফ ইন্সুইরেন্স এর টাকা আপনার পরিবার এর আর্থিক সমস্যা দূর করবে। আপনার অবর্তমানে আপনার ছেলে-মেয়ে বা স্রীর বিপদের সঙ্গী হতে পারে লাইফ ইন্সুইরেন্স এর টাকা।
সুবিধাঃ
আপনার অবর্তমানে পরিবার এর আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে না। নির্দিষ্ট সময় পর এই টাকা উত্তলনের মাধ্যমে উপকৃত হবেন। আপনি যদি ১০০ টাকা জমা করেন তাহলে ১১০ টাকা পাবেন। ফলে আপনার উপার্জিত টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি হয়তো ভাবেন ব্যাঙ্কে টাকা রাখলে তা নির্দিষ্ট সময় অন্তর টাকা তুলে নিতে পারবেন সুদসহ। কিন্তু বীমার ক্ষেত্রে সেরকম সুবিধা পাওয়া যায় না বলেই অনেকের ধারণা। কিন্তু বর্তমানে অনেক জীবনবীমাতে মানি ব্যাক পলিসিও করা যায়, যার মাধ্যমে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর টাকা তুলে নিতে পারবেন। আর এইভাবেই জীবনবীমা আপনাকে দেয় আপনার জমানো টাকার উপযুক্ত মূল্য।
►► বিকাশ থেকে লোন নেওয়ার উপায়
►► ব্লগিং করে ইনকাম করার উপায় ২০২২
কয়েকটি ইনসুরেন্সের কোম্পানিঃ
বাংলাদেশে অনেক গুলো ইনসুরেন্সের কোম্পানি রয়েছে। আপনি এগুলো তে নিশ্চিন্তে বিমা করতে পারেন। তাদের মধ্যে কয়েকটি হলো:
- পপুলার লাইফ ইন্সুইরেন্স
- ডেলটা লাইফ ইন্সুইরেন্স।
- ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স।
- বেঙল লাইফ ইন্সুইরেন্স।
- সোনালী লাইফ ইন্সুইরেন্স।
সতর্কতাঃ
বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রে প্রতারণা খুব বেড়ে গেছে। তেমনি বীমাতেও প্রতারণা লক্ষ করা যায়। তাই বিমার সাথে যুক্ত সকল কাগজ-পত্র ভালো ভাবে পডে নিবেন। বিশ্বস্ত কোনো লাইফ ইন্সুইরেন্স কোম্পানি তেই শুধু ইনসুরেন্সের করবেন। প্রতারণা এডাতে সতর্ক থাকবেন। লাইফ ইন্সুইরেন্স খুব ই প্রয়োজনীয় আমাদের জন্য। আমাদের উচিত কিছু টাকা জমা করা। এর জন্য আজই লাইফ ইন্সুইরেন্স নিন। এবং এতে সতর্ক থাকবেন যেনো প্রতারিত না হন।