নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন থেকে যাচাইকৃত ১০ টি প্রশ্ন নিচের দিকে তুলে ধরা হয়েছে। রেচন প্রক্রিয়া অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কমন পড়ার চান্স রয়েছে, তাই এই প্রশ্নগুলো তুমি নোট করে অথবা সংগ্রহ করে রাখতে পারো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে, নিয়মিত তোমাদের ক্লাসের সব ধরনের সঠিক এবং কমন প্রশ্নগুলো আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। জীববিজ্ঞান বইয়ের সকল MCQ অধ্যায়গুলো ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে MCQ গুলো সংগ্রহ করতে পারো।
লক্ষ্য করলে দেখবে যে নিচে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর PDF ফাইল এর মধ্যে সংরক্ষিত রয়েছে। PDF ফাইল ডাউনলোড করে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে সবগুলো প্রশ্নের উত্তর।
জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০১. দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে হাবিব সাহেবের কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার তাকে একটি টেকসই চিকিৎসা পদ্ধতির ব্যাপারে উপদেশ দেন।
ক. রেনাল করপাসল কী?
খ. বৃক্ককে ছাঁকন যন্ত্র বলা হয় কেন?
গ. উদ্দীপকের অঙ্গ সংশ্লিষ্ট তন্ত্রটি দেহ থেকে বর্জ্য অপসারণ করে- ব্যাখ্যা করো।
ঘ. হাবিবের প্রতি ডাক্তারের উপদেশ দেওয়া চিকিৎসা পদ্ধতিটি সম্পর্কে মূল্যায়ন করো।
প্রশ্ন- ০২. সজিবের দেহের প্রধান রেচন অঙ্গটি বিকল হয়ে গেছে।
ক. বৃক্ক কী?
খ. রেচন বলতে কী বোঝ?
গ. অসমোরেগুলেশনে উক্ত অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ. “মানুষের সুস্থ জীবনধারনের জন্য উক্ত অঙ্গটি ভূমিকা রাখে,”— উক্তিটি বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৩. বর্তমানে আমাদের দেশে বহু মানুষ বৃক্কের পাথর রোগে। ভূগছে। এটি খুবই যন্ত্রণাদায়ক রোগ। কিন্তু সচেতন থাকলে যে কেউ এ রোগের জটিলতা থেকে মুক্ত থাকতে পারে।
ক. পেলভিস কী?
খ. মূত্রের উপাদানগুলো উল্লেখ করো।
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ ও মূল্যায়ন করো।
জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০৪. খাদ্য তৈরি ও সংরক্ষণে ভেজাল মেশানো বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা। অভিনব কায়দায় অসাধু ব্যক্তিরা খাদ্য তৈরি ও সংরক্ষণে ব্যবহার করছে ফরমালিন, বাণিজ্যিক রং, কীটনাশক ইত্যাদি। এসব ভেজাল খাবার গ্রহণের ফলে প্রতিবছর ডায়াবেটিস ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. আল্ট্রাফিলট্রেট কাকে বলে?
খ. হার্ট অ্যাটাক কেন হয়?
গ. উদ্দীপকে শেষের অঙ্গাণুটির এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. “খাদ্যে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ ও রঞ্জকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ”- মূল্যায়ন করো।
প্রশ্ন- ০৫. মানবদেহে এমন একটি অঙ্গ রয়েছে, যার মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায়।
ক. ডায়ালাইসিস কী?
খ. মূত্র কীভাবে তৈরি হয়?
গ. উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের অঙ্গটি বিকল হলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? যুক্তিসহ বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৬. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় ১৫০০ মিলিমিট মূত্র ত্যাগ করে। মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণে একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. রেনাল পেলভিস কাকে বলে?
খ. ডায়ালাইসিস মেশিনে একটি বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০৭.
ক. রেচন কী?
খ. বৃদ্ধকে মানবদেহের ছাঁকনি বলা হয় কেন?
গ. উদ্দীপকের অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের অঙ্গটি বিকল হলে করণীয় কী? বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৮. তাসমিয়া কিছু দিন যাবৎ মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা অনুভব করছে। যার কারণে সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, তার প্রধান রেচন অঙ্গটি বিকল হয়ে গেছে।
ক. রেনাল ক্যাপসুল কী?
খ. শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী কোষ বলা হয় কেন?
গ. তাসমিয়ার দেহে বিকল হওয়া অঙ্গটির কার্যিক এককের গঠন বর্ণনা করো।
ঘ. তাসমিয়াকে সুস্থ রাখতে রক্ত পরিশোধন মেশিনের ভূমিকা বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৯.
ক. কোমলাস্থি কী?
খ. কোন টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে? ব্যাখ্যা করো।
গ. চিত্র-A এর তন্ত্রটি মানবদেহের ক্ষতিকারক পদার্থ নিষ্কাশনে সাহায্য করে- ব্যাখ্যা করো।
ঘ. চিত্র-B মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ—বিশ্লেষণ করো।
প্রশ্ন- ১০. প্রক্রিয়া-১: এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়।
প্রক্রিয়া-২: এই প্রক্রিয়ায় প্রাণী তার একটি বিশেষ অঙ্গের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। রেচন অঙ্গটি লালচে রঙের এবং আকৃতিতে শিমবিচির মতো।
ক. পেরিকার্ডিয়াম কাকে বলে?
খ. রাতের বেলা বড় গাছের নিচে থাকা অস্বাস্থ্যকর কেন?
গ. প্রক্রিয়া-২ এর অঙ্গটি কীভাবে রক্ত পরিশোধন করে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উভয় প্রক্রিয়ার মধ্যে কী ধরনের মিল খুঁজে পাওয়া যায়- তোমার মতামত বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরের লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।