জনবল নিচ্ছে টেন মিনিট স্কুল বেতন এক লাখ টাকা

অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম টেন মিনিট স্কুল ১৫টি পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

১০ মিনিট স্কুল বা রবি ১০ মিনিট স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক সংগঠন যা শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন। একে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি। লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা; যেখান থেকে মানুষ চাইলে শিক্ষিত হয়ে উঠবে। এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে ও তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ ভিডিও তৈরী করে থাকে। এই প্রতিষ্ঠান অনুশীলনের জন্য বিভিন্ন ভিডিও নির্মাণ করে। মূলত এই ওয়েবসাইট বা সংগঠনটি বাংলায় ভিডিওচিত্র নির্মাণ করে থাকে।

১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক বলেন, বিদায়ী বছরে প্ল্যাটফর্মটিতে আগের বছরের চেয়ে ১২ গুণ বেশি ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে। সেকোয়া ক্যাপিটালের এই বিনিয়োগ ১০ মিনিট স্কুলের পণ্য, প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে সাহায্য করবে। এই বিনিয়োগের মাধ্যমে নতুন বছরে ১০ মিনিট স্কুলের কার্যক্রম আরও বিকশিত হবে। মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে এই বিনিয়োগ ব্যাপক ভূমিকা রাখবে।

আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদের স্বপ্নের প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুল শিক্ষার্থীদের পড়াশোনার কার্যক্রম শুরু করে ২০১৫ সালে। শুরু থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনাকে সহজ করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ১০ মিনিট স্কুল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয় অধ্যায়ভিত্তিক ভিডিও লেকচারের মাধ্যমে শিখতে পারছে। পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য রয়েছে কুইজ এবং অনুশীলনের ব্যবস্থা। ফলে শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে টেন মিনিট স্কুল অ্যাপ।

[ads1]

টেন মিনিট স্কুলে অন্যান্য সুবিধা

  • বছরে দু’বার ফেস্টিভ্যাল বোনাস।
  • ৩ মাস মাতৃত্বকালীন ও ৩ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি।
  • প্রজেক্ট ভিত্তিক বোনাস।
  • প্রতি কোয়ার্টারে টপ পারফর্মারদের জন্য বোনাস।
  • বিনা মূল্যে লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থা।
  • ২৩ দিন অ্যানুয়াল লিভ।

►► আরো দেখো: আয়মান সাদিক কে? শিক্ষা, পরিবার এবং সামগ্রিক পরিচয়
►► আরো দেখো: সহযোগী অধ্যাপক নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

শতাধিক জনবল নিচ্ছে টেন মিনিট স্কুল বিস্তারিত দেখুন

[wptb id=1264]

আবেদন প্রক্রিয়া: ‘টেন মিনিট স্কুল ক্যারিয়ারস’ নামের ফেসবুক পেজটিতে সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এখান থেকে আবেদনের নিয়মসহ বিস্তারিত জানা যাবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন https://10minuteschool.com/careers এই লিংকে গিয়ে।

[ads2]

Leave a Comment

//abmismagiusom.com/4/6176583