দিও না গো গাল – মোঃ ইমন খন্দকার হৃদয়
ভুবনের দিকে থাকি চাহিয়া-
কত ধরনের মানুষ সৃষ্টি করেছে বিধাতা।
কেউ ভালো নিজ থেকে, কেউ বংশ পরিচয়,
কেউ খারাপ পরিবেশ দোষে-
কেউ ধ্বংস হয় বদ্ব লোহা মরিচায়।
রাস্তা দিয়ে চলার পথে, নতুবা কোন কাজে,
নিজেকে বড় মনে করে তুচ্ছ গাল ছুড়ে মারে।
সেইসব ব্যক্তিগুলো মানেনা কোন নীতি-
জানা নেই শিক্ষা, নাই কোন ধর্মীয় ভীতি।
বাদ দেয় না মা -বোনকে ছাড়ে না বাপ,
এতটাই খারাপ যে, সে ভাষা উচ্চারণ করাও মহাপাপ।
রক্ত তখন গর্জে উঠে চাই এর প্রতিবাদ!
জানোয়ারের সাথে লড়তে নেই –
এটা যে সমাজের মতবাদ।
ওদের নাই মা-বোন, নাই কোন সু – আচরণ দীক্ষা
তাই তো শৈশব কাল থেকে গালিগালাজ –
এটাই ওদের অর্জনকৃত শিক্ষা।
ওদের সাথে লড়াই কর না,পেয়ে যাও কষ্ট-
ঈশ্বরকে বল তবু ওদের যেন করে ভ্রষ্ট।
এই সব অসভ্য মানুষ দের থেকে দূরে থাকো,
আমাদের সমাজ বড় ই কঠিন,
প্রতিবাদের বদলে দেয় তাল-
সভ্য ভাষার, সভ্য জাতি ছিল না কোন কাল।
►► আরো দেখুন: Android Phone কিভাবে আরো ফার্স্ট করে তুলবেন?
►► আরো দেখুন: ২০২১ সালে Android ফোনের জন্য সেরা Battery Saver App
►► আরো দেখুন: স্মাার্টফোন অতিরিক্ত গরম হওয়ার সমাধান
►► আরো দেখুন: কোভিড-১৯ এবং এর বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব
সেই সময় আসবে তুমিও দেবে, সু- বাতাসের উৎতাল-২
যখন তোমার সাথে বলবে সেই খারাপ ভাষা,
বলে দিবে,” ওগো ভাই দিওনা গো মোরে গাল”।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।
দিও না গো গাল – মোঃ ইমন খন্দকার হৃদয়