দূরত্ব – পরিসমাপ্তি

আমরা সচারাচর প্রায়ই রাগ করে নিজেদের ভিতরে দূরত্ব বাড়িয়ে ফেলি। সবসময় ভাববেন না দূরত্ব শুধু আমাদের প্রেমিক-প্রেমিকার মধ্যে হয়,

ভালোবাসার মানুষ অনেক থাকে আছে তাদের ভিতর ও হয়ে থাকে।

আমরা জানি রাগ ভালো না, কিন্তু উত্তেজনার বশত আমরা তা মানি না।

অথচ আপনি দেখবেন আপনার যখন রাগ করি ঠিক মিনিট দশেক বা ঘন্টা খানেক পর আমাদের রাগটা আর থাকে না।

অথবা আমরা ব্যস্ততার ভিড়ে ভুলে যাই।

আমরা ভুলে যাই ঠিকই কিন্তু আমরা কখনো কখনো অবাঞ্ছনীয় কোনো কথার আঘাতের ফলে দূরে সরে যাই, যা আমাদের কখনো কখনো মারাত্মক রূপ ধারণ করে।

প্রথম প্রথম আমাদের তাকে ছাড়া চলতে কষ্ট হলেও,একটা সময় আসে যখন আমরা ওই মানুষটা ছাড়া চলতে শিখে যাই।

এমতবস্থায় তার প্রয়োজন ছাড়া অভ্যাসে পরিণত করে ফেলি।

তখন তাকে আর প্রয়োজন পড়ে না, আমাদের জীবনে। তখনই দূরত্বের এক চরম পরিণতি সৃষ্টি হয়।

দূরত্ব – পরিসমাপ্তি


আরো পড়ুন: ব্যবসা শুরু করার প্রশিক্ষণ
আরো পড়ুন: ফেসবুক গ্রুপ থেকে ৫ উপায়ে ইনকাম করুন

 

ইহা সম্পর্কের মাঝে বা কখনো কখনো পূর্ণ পরিসমাপ্তি ঘটে যায়।

যা হয়তো ঠিক হতে অনেক সময় লাগে বা কখনো হয়ে উঠে না।

আর এর মুলে রয়েছে রাগ,ইগো,জেদ এই তিনটি মানবীয় অসৎ গুণাবলী।

যার কাছে হেরে যায় সম্পর্ক, হেরে যায় ভালোবাসা।

 

মোঃ হাসিবুল ইসলাম

শিক্ষার্থী – বিজ্ঞান বিভাগ
অমৃত লাল দে মহাবিদ্যালয়।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment