পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব Police Clearance check

বন্দুরা আমাদের আজকেরে আলোচনার বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব চলুন জেনে নেওয়া যাক- চাকুরি অথবা বিদেশ গমনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। তকে যদি আপনার বিরুদ্ধে থানায় কোন ফৌজদারী অপরাধের রেকর্ড থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না এবং আপনার বিরুদ্ধে থানায় যে কোন প্রকার ফৌজদারী অপরাদের রেকর্ড নেই তার একটি প্রত্যয়ন হলো পুলিশ ক্লিয়ারেন্স। Police Clearance check

পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পূর্বশর্তঃ

  • আবেদনকারীর কমপক্ষে 0৩ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
  • আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোন একটি সংশ্লিষ্ট মেট্রো অথবা জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই উক্ত ঠিকানার বাসিন্দা হতে হবে।
  • মেশিন রিডেবল পাসপোর্টের এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমান স্বরুপ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে।
  • বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন উক্ত দেশে বাংলাদেশ দূতাবাস/ হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করেতে হবে।
  • বিদেশগামী অথবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/ বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।
  • বাংলাদেশের অভ্যন্তরে চাকুরী কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করুন।

►► মিথ্যা মামলা থেকে বাচার উপায়
►► দলিল ও খতিয়ান বিষয়ক আলোচনা


পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব এবং ডকুমেন্ট সমূহ

১। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র

২। প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি অথবা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

৩। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জ সহ ফি প্রদান।

আবেদনের নিয়মাবলীঃ

১ম ধাপঃ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যে কেউ তার নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন

২য় ধাপঃ নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করবেন। তবে আপনি যদি ইতপূর্বে একাউন্ট রেজিস্টেশন করে না থাকেন তাহলে ওয়েবসাইটের নিচে বাম পাশে Regintration বাটনে ক্লিক করতে হবে। ছবিতে প্রদত্ত ফরমের মত একটি ফর্ম পাবেন। ফরমটি চাহিত তথ্যানুযায়ী যথাযথভাবে পূরণ করবেন।

পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব

প্রথমে আপনার নাম লিখুন দ্বিতীয়ত বক্সে আপনার সচল আছে এমন একটি Email Address ইমেইল লিখুন, তবে যদি Email Address না থাকে তাতে কোন সমস্যা হবে না। তৃতীয়ত আপনার সচল আছে এমন একটি মোবাইল নাম্বার লিখুন। চতুর্থত আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখুন। পঞ্চমত আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড লিখুন।

ষষ্ঠত ৫ নাম্বারে আপনি যে পাসওয়ার্ডটি লিখেছেন একই পাসওয়ার্ডটি পূণরায় দিন। এরপর ডানপাশে Foreign/ Child লেখা অপশনটিতে যদি আপনি বিদেশী নাগরিক বা শিশু হয়ে থাকেন তাহলে Foreign/ Child অপশনটিতে টিক দিন। এরপর নিচে ক্যাপচা অপশনটি পূরণ করুন এবং Continue করুন।

পরবর্তী স্টেপ ফলো করুন

অতঃপর মোবাইল নম্বর ফেরিফিকেশন করুন, প্রথমত আপনার মোবাইল ফোনের Massage অপশনে গিয়ে টাইপ করুন PCC AV 3723 এবং 26969 নাম্বরে পাঠিয়ে দিন। আপনর Account টি সফলভাবে ভেরিফিকেশন হলে, Your Account is successfully verified লেখা ফিরতি Massage পাবেন।

পরবর্তী স্টেপ ফলো করুন

এরপর পুনরায় আপনি হোম পেইজে ফিরে যান এবং Apply Now তে ক্লিক করুন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স পেতে চান তাহলে Go abroad অপশনটিতে ক্লিক করুন, আর যদি অন্যকোন করনে পুলিশ ক্লিয়ারেন্স পেতে চান তাহলে Others অপশনটিতে ক্লিক করুন।

Go abroad অপশনটিতে ক্লিক করার পর Country of Travel অপশনে ক্লিক করুন এবং আপনি অর্থাৎ আবেদনকারী যেদেশে যেতে চান উক্ত দেশ সিলেক্ট করুন এবং পরবর্তী সকল অপশনে চাহিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন এবং সর্বশেষ আবেদনকারীর একটি ছবি আপলোড করুন (ছবিটি ১৫০ কেভির বেশি হওয়া যাবে না) এবং ডানপাশে থাকা Save $ Next অপশনটিতে ক্লিক করুন।

অতঃপর পরবর্তী ধাপে Personal Address অপশনটি যথাযথভাবে পূরণ করুন এবং Save & Continue তে ক্লিক করুন।

এরপর পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় Documents গুলো আপলোড করুন এবং Save & Continue তে ক্লিক করুন।
এরপর Confirmation অপশনে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফরমে আপনার কতৃক প্রদত্ত সকল তথ্য পুনরায় যাচাই-বাচাই করুন। মনে রাখবেন কোন তথ্য ভুল হলে পরবর্তীতে আর সংশোধন করা যাবে না। সকল তথ্য সঠিক থাকলে Final Submit এ টিক দিয়ে Confirm বাটনে ক্লিক করুন। আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে।
পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি সম্পন্ন করার পর ধাপে Payment করার জন্য নিচের ছবির মতো একটি পেইজে কনফার্মেশন মেসেজ পাবেন। এই পেইজ থেকে অনলাইনেই ই চালান পরিশোধ করতে পারবেন। এরপর চালান ফরমটি আপলোড করার পর শর্বশেষ Done অপশনে ক্লিক করে সর্বশেষ ধাপ শেষ করুন।
পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব
পরাশর্শঃ ইতিমধ্যে আপনাদের জানানোর চেষ্টা করেছি পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব সে সম্পর্কে বিস্তারিত সব তথ্য। আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCC X (আবেদনেনর রেফারেন্স নাম্বার) লিখে যেকোন মোবাইল অপারেটর থেকে 26969 নাম্বারে একটি SMS পাঠান। ফিরতি এসএমএস এ আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সর্বশেষ অবস্থা/স্ট্যাটাস পেয়ে যাবেন।


পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ক প্রশ্ন উত্তর

 ১ পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়

উত্তর: অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য http://pcc.police.gov.bd এ আবেদন করা যায়। সরাসরি আবেদন করতে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

২। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়?

  • উত্তর: ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি
  • ২বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ৫০০/- টাকা ট্রেজারি চালানের ফটোকপি বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ই-চালানের ফটোকপি এবং
  • প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় ডুমেন্টের সত্যায়িত ফটোকপি।

৩। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কত টাকা লাগে এবং কিভাবে সে টাকা দিতে হয়?

উত্তর: পুলিশ ক্লিয়ারেন্স পেতে ৫০০/- টাকা লাগে। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে (১-৭৩০১-০০০১-২৬৮১ কোডে) ট্রেজারি চালানের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুকূলে উক্ত ৫০০/- টাকা জমা দিতে হয়।

৪। পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয়, নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন?

উত্তর: প্রার্থীকে থানায় যেতে হয় না; তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন।

৫। পুলিশ ক্লিয়ারেন্স পেতে সর্বোচ্চ কতদিন সময় লাগে?

উত্তর: আবেদন সাবমিট করার পর ৭ থেকে ১৫ কর্মদিবস এর বেশি নয়।

আর্টিকেল রিলেটেড ট্যাগ

  • Police Clearance check
  • পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয়
  • পুলিশ ক্লিয়ারেন্স হেল্পলাইন নম্বর
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো
  • মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স
  • পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফরম
  • বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়
  • পুলিশ ক্লিয়ারেন্স কোড
  • পুলিশ ক্লিয়ারেন্স চালান
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাইপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়
  • পুলিশ ক্লিয়ারেন্স কোড
  • Police Clearance check
  • পুলিশ ক্লিয়ারেন্স চালান
  • পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
  • পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয়
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নমুনা
  • পুলিশ ক্লিয়ারেন্স কোড
  • Police Clearance check
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়
  • পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয়
  • পুলিশ ক্লিয়ারেন্স হেল্পলাইন নম্বর
  • Police clearance certificate
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক বাংলাদেশ
অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment