আপনাদের জন্য ৫০ টি MCQ উত্তর সহ তুলে ধরা হলো। মূলত এগুলো থেকে অনেকটাই কমন পড়বে বলে আশা করা যায়। SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ নিজের মতো করে নিজ দায়িত্বে সংগ্রহ করে নাও। পরিচ্ছেদ ০৭ : ব্যঞ্জনধ্বনি থেকে Bangla 2nd Paper MCQ Suggestion পড়তে এখানে ক্লিক করুন।
পরিচ্ছেদ ১২ : সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন।
►► SSC Bangla 2nd Paper MCQ Suggestion 2022 (PDF)
►► SSC বাংলা ২য় পত্র MCQ – পরিচ্ছেদ ৭ (PDF)
১। সমাসের মাধ্যমে গঠিত হয়
ক) নতুন শব্দ √
খ) নতুন বাক্য
গ) নতুন বর্ণ
ঘ) নতুন ধ্বনি
২। সমাসবদ্ধ পদকে বলে-
ক. সমস্তপদ √
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৩। ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. সমস্তপদ √
ঘ. সমস্যমান পদ
৪। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সুচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন’- এই বাক্যে সময়সূচি কোন পদ?
ক. সমস্তপদ √
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৫। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার √
ঘ. পাঁচ
৬. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. নয়-ছয় √
খ. খাসজমি
গ. কনকচাপা
ঘ. ত্রিফলা
৭. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. হাতঘড়ি √
খ. চোখে-মুখে
গ. সেতার
ঘ. তেলেভাজা
৮. নিচের কোনটির ব্যাসবাক্যে ‘যে’ যােজক রয়েছে?
ক. বেগুনভাজা √
খ. ত্রিফলা
গ. ঘরজামাই
শ্ব হাতঘড়ি
৯. মধ্যপদলাপী কর্মধারয়ের উদাহণ কোনটি?
ক. চৌরাস্তা
খ. ঘিভাত √
গ. চালাকচতুর
ঘ. টাকমাথা
১০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চাঁদমুখ √
খ. শশব্যস্ত
গ. হাতঘড়ি .
ঘ. বিষাদসিন্ধু
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ
১১. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?
ক. কাজলকালো
খ. মনমাঝি √
গ. তুষারশুভ্র
ঘ. চৌরাস্তা
১২. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
ক. ছেলে-ভুলানো √
খ. তেলেভাজা
গ. গরুরগাড়ি
ঘ. হাতে কাটা
১৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. গ্রামছাড়া
খ. গাছপাকা
গ. ধানক্ষেত
ঘ. গরুরগাড়ি √
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
ক. দ্বিগু সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস √
ঘ. কর্মধারয় সমাস
১৫. যে বহুব্রীহি সমাসে সমস্তপদে পূর্বপদের বিভক্তি অক্ষুন্ন থাকে তাকে কী বলে?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. পদলোপী বহুব্রীহি
ঘ. অলুক বহুব্রীহি √
১৬. যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয়, তাকে কী বলে?
ক. সমাস
খ. পূর্বপদ
গ. পরপদ
ঘ. ব্যাসবাক্য √
১৭. উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কী বসে?
ক. শব্দ
খ. হাইফেন √
গ. ও
ঘ. কমা
১৮. সমাসের প্রক্রিয়ায় গঠিত হয়-
ক. নতুন চূরণ
খ. নতুন শব্দ √
গ. নতুন বাক্য .
ঘ.নতুন বর্ণ
১৯. পরীক্ষা নিয়ন্ত্রক’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক √
খ. পরীক্ষা নেওয়ার নিয়ন্ত্রক
গ. পরীক্ষার নিয়ন্ত্রক
ঘ. পরীক্ষা বিষয়ক নিয়ন্ত্রক
২০. ‘সময়সূচি’ শব্দের ব্যাসবাক্য হলো—
ক. সময়ের সূচি
খ. সময় বিষয়ক সূচি
গ. সময় সংক্রান্ত সূচি √
ঘ. সময় দেখার সূচি
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ
২১. বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো-
ক. পদ
খ. বচন
গ. সমাস √
ঘ. কারক
২২. সমস্যমান পদের শেষ অংশকে কী বলে?
ক. পরপদ √
খ. পূর্বপদ
গ. দক্ষিণপদ
ঘ. শেষ পদ
২৩. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক পূর্বপদ
খ. দক্ষিণ পদ
গ. পরপদ √
ঘ. প্রধানপদ
২৪. সমস্তপদ সাধারণত কয়টি শব্দে লেখা হয়?
ক.একাধিক
খ. দুই
গ. তিন
ঘ. এক √
২৫. উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও
পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. ড্যাশ
খ. কোলন
গ. ইলেক
ঘ. হাইফেন √
২৬. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
ক. আরবি
খ. ফারসি
গ. সংস্কৃত √
ঘ. ইংরেজি
২৭. সোনা-রুপার দাম বেড়েছে। এই বাক্যে সোনা-রুপা কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ।
খ. কর্মধারয়
গ. দ্বন্দ √
ঘ. বহুব্রীহি
২৮. স্বর্গ ও নরক = স্বর্গ-নরক এই বাক্যে পরপদ কোনটি?
ক. স্বর্গ
খ. ও
গ. স্বৰ্গনরক
ঘ. নরক √
২৯. হাত-পা কোন সমাসের সমস্তপদ?
ক কর্মধারয়
খ. দ্বন্দ্ব √
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
৩০. “উনিশ-বিশ’ কোন সমাসের সমস্তপদ?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. দ্বন্দ্ব √
ঘ. কর্মধারয়
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ
৩১. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. বেতাল √
খ. মাতা-পিতা
গ. রাতকানা
ঘ. অঘাট
৩২. কোন সমস্তপদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. বিলাতফেরত
খ. অহি-নকুল √
গ. শশব্যস্ত
ঘ. পদ্মনাভ
৩৩. দা-কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. বিপরীতার্থক দ্বন্দ্ব
খ. মিলনার্থক দ্বন্দ্ব
গ. বিরােধাৰ্থক দ্বন্দ্ব √
ঘ. সমার্থক দ্বন্দ্ব
৩৪. মায়েঝিয়ে কোন সমাস?
ক. অলুক বহুব্রীহি
খ. অলুক দ্বন্দ্ব √
গ. অলুক তৎপুরুষ
ঘ. উপমিত কর্মধারয়
৩৫. ঝড়বৃষ্টি’ শব্দটির ব্যাসবাক্য হলাে—
ক. ঝড় ও বৃষ্টি √
খ. ঝড়ের আগে বৃষ্টি
গ. ঝড়ের পরে বৃষ্টি
ঘ. ঝড় হতে বৃষ্টি
৩৬, পোঁটলা ও পুঁটলি = পোঁটলা-পুঁটলি, কোন সমাসের উদাহরণ?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বন্দ্ব √
ঘ. তৎপুরুষ
৩৭. ‘তুমি-আমি কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব √
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
৩৮. আসা-যাওয়া সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. দ্বন্দ্ব √
ঘ. কর্মধারয়
৩৯. ধীরেসুস্থে’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক. আগে ধীরে পরে সুস্থে
খ. ধীরে এবং সুস্থে
গ. ধীরে ও সুস্থে √
ঘ. ধীরে আর সুস্থে
৪০. নিচের কোন শব্দটি অলক দ্বন্দ্ব সমাসের উদাহরণ –
ক. ঝড়বৃষ্টি
খ. আসা-যাওয়া
গ. তুমি-আমি
ঘ. হাতে-কলমে √
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ
৪১. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি?
ক. ভালোমন্দ
খ. আসা-যাওয়া
গ. ঝড়বৃষ্টি
ঘ. চোখেমুখে √
৪২. ‘চলনে-বলনে কোন সমাসের সমস্তপদ?
ক. কর্মধারয়
খ. অলুক দ্বন্দ্ব √
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ
৪৩. সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কী নামে পরিচিত?
ক মিলনার্থক দ্বন্দ্ব
খ বিরোধার্থক দ্বন্দ্ব
গ বহুপদী দ্বন্দ্ব √
ঘ অলুক দ্বন্দ্ব
৪৪. ভালােমন্দ সমস্তপদটি কোন সমাসের অন্তর্গত?
ক দ্বন্দ্ব সমাস √
খ.কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
৪৫. অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কী সমাসবদ্ধ হলেও বিদ্যমান
থাকে?
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. বিভক্তি √
ঘ. নির্দেশক
৪৬. কাঁচা-মিঠা’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাঁচা ও মিঠা
খ. যা কাঁচা তাই মিঠা √
গ. কাঁচা অথচ মিঠা
ঘ. কাঁচা থাকতে মিঠা
৪৭, অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
ক. আসা-যাওয়া
খ. উনিশ-বিশ
গ. গােলাপফুল
ঘ. চোখে-মুখে √
৪৮. মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. শশব্যস্ত
খ. পদ্মআঁখি
গ. হাতঘড়ি √
ঘ. বিষাদসিন্ধু
৪৯. কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?
ক. রুপক
খ. মধ্যপদলোপী
গ. উপমান।
ঘ. উপমিত √
৫০. জাহিদ বিয়ের পর ঘরজামাই হিসেবে আছে।’- এ বাক্যে ‘ঘরজামাই কোন কর্মধারয় সমাস?
ক. উপমান
খ. উপমিত
গ. মধ্যপদলোপী √
ঘ. রূপক