শুনতে অদ্ভুত মনে হলেও সত্য যে স্মার্টফোনের মধ্যে থেকে বের হয়ে আসবে উড়ন্ত ক্যামেরা। ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরা Vivo Flying Camera Phone ফোন এমনটাই ঘোষণা করেছেন স্মার্টফোন নির্মাতা ভিভো। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই এই ফোনটি বাজারে লঞ্চ হবে বলে জানান।
২০০ এমপি সেন্সর যুক্ত ও ফাইভ জি প্রযুক্তির ফোনটি নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছে, এ ধরনের ফোন বাজারে আসলে স্মার্টফোনের রূপ পরিবর্তন হয়ে যাবে বলে ধারণা করছেন তারা। ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরা Vivo Flying Camera Phone ফোন কেমন হবে তা নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
আপনারা জানেন যে, প্রতিবছর ভিভো তাদের ফ্লাগশিপ স্মার্টফোনগুলো বাজেটের মধ্যে রাখার চেষ্টা করে এবং তাদের ফোনগুলোর কোয়ালিটির সর্বোচ্চ করার চেষ্টা করে। তবে ফ্লাই ড্রোন ক্যামেরা ফোনটি হবে প্রতিষ্ঠানটির অন্যতম ফোন গুলোর একটি।
►► হোয়াটসঅ্যাপ নতুন আপডেট
►► গুগল আমি এখন কোথায় আছি

Phone Specification
Model: | Vivo Flying Camera Phone |
Network: | 4G and 5G |
Display: | 6.9” Inches Super AMOLED Full Touch Screen Display |
Processor: | Snapdragon 898 5G Mobile Platform. |
RAM: | 12GB |
Internal storage: | 256/512 GB |
Operating System: | Android 12 |
Rear Cameras: | Quad 200MP Flying Drone Camera 32 MP 16 MP 5 MP. |
Selfie Camera: | Single 64MP |
Charging: | Fast battery charging (55W) |
Battery: | Li-Polymer 6900 mAh Non-removable. |
Sensor: | Fingerprint, Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer. |
Charging: | Wireless Charging Supported. |
►► জিমেইল আইডি কিভাবে খুলবো – ২০২২
►► কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরার ফিচার

ধারনা করা হচ্ছে ফোনটির ওয়ান ক্যামেরার স্মার্টফোন হবে। এতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সাধারণত স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে তৈরি হওয়া টা বাজার কাঁপানোর মত একটি ব্যাপার। যদিও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ব্যাপারে তেমন কোন ইনফরমেশন প্রকাশিত হয়নি।
ড্রোন ক্যামেরা যুক্ত এই ফোন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ফোনটিতে ক্লোনিং গরিলা গ্লাস ৭ প্রটেকশন থাকবে। এছাড়াও ৬.৯ ইঞ্চির সুপার এমুলেট ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ সাথে ১৪৪০ বাই ৩২০০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন তো থাকবেই।
ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরা Vivo Flying Camera Phone ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও ৩২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স, ১৬ মেগাপিক্সেলের হোয়াইট সেন্সর ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে বলে আশা করা যায়। তবে অবাক করার বিষয় হলো এই ফোনের ৬৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যা এর আগে ভিভোর কোন ফোনেই দেখা যায়নি।
- মোবাইল দিয়ে ব্লগিং করার উপায়
- স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়
- গুগল ম্যাপস টাইমলাইন বলে দিবে কবে কোথায়
ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরা ফোন ব্যাটারি সেকশন

বাজার কাঁপানো এই ফোনে ৬৯০০ মেগাহার্জ ব্যাটারি থাকছে। ফোনটি একবার চার্জ দিলে কমপক্ষে ৩৬ ঘন্টা চলবে বলে ধারণা করা হচ্ছে। (নন রিমুভাল ব্যাটারি) আর এটি স্মার্টফোনের জগতে অন্যভাবে শিরোনাম হবে বলে দাবি তাদের। তাছাড়া এতে ৬৫ ডব্লিউ কুইক ব্যাটারি চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে দ্রুত সময়ের মধ্যে ফোনটি চার্জ হবে।
ব্যবহারকারীদের সুবিধার্থে সর্বোচ্চ ফিচার নিয়ে লঞ্চ হবে ভিভো ফ্লাই ড্রোন ক্যামেরা Vivo Flying Camera Phone ফোন। তবে এ ফোনের দামের ব্যাপারে এখনো কিছু প্রকাশিত হয়নি গণমাধ্যমে তবে ধারণা করা হচ্ছে লক্ষাধিক টাকার মত এ ফোনের দাম আসতে পারে।
মিড রেঞ্জ এর বাজেটের মধ্যে হয়তো এ ফোনটি নেওয়া সাধ্যের মধ্যে নয় তবে ফোনের ফিচারসহ যাবতীয় সবকিছু হিসাব করলে a ফোনটি বাজেটের জন্য সেরা হয়ে থাকবে বলে দাবি তাদের। স্মার্ট ফোন জগতে ৩৬ ঘন্টা এক চার্জার চলা স্মার্টফোন এখনো পাওয়া যায়নি।
এছাড়াও ২৬৫ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের ফোনটিতে ১২ জিবি রেম ও এন্ড্রয়েড ১২ নিয়ে মার্কেটে আসবে। ১২ জিবি রেম যুক্ত একটি মোবাইল ইউজারদের জন্য কতটা ব্যবহারযোগ্য হতে পারে তা ব্যবহার করা ছাড়া ধারণা করা যাবে না।