মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত?

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাছে একটি জেলা মুন্সিগঞ্জ কিন্তু মুন্সিগঞ্জ জেলা প্রাচীনকাল থেকেই একটি প্রসিদ্ধ জেলা হিসেবে স্বীকৃত বাংলাদেশের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জেলা থেকেই জন্ম নিয়েছিলেন এছাড়া ঢাকা থেকে কাছে হয় এ জায়গাটি শিল্প কলকারখানা গড়ে উঠেছে আজকে লেখাটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত সেই সম্পর্কে।

মুন্সীগঞ্জ জেলার ১০টি দর্শনীয় স্থান

  • পদ্মার চর
  • হাসারার দরগাহ
  • ইদ্রাকপুর কেল্লা
  • তাজপুর মসজিদ
  • বল্লাল সেনের দীঘি
  • কোদাল ধোয়া দীঘি
  • পাঁচ পীরের দরগাহ
  • ভাগ্যকূল রাজবাড়ী
  • বার আউলিয়ার মাজার
  • জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান

►► পটুয়াখালী জেলা কেন বিখ্যাত?
►► পাবনা জেলা কেন বিখ্যাত?


মুন্সিগঞ্জ জেলা

ঢাকা বিভাগের অন্তর্গত মুন্সিগঞ্জ জেলার আয়তন মাত্র ৯৫০ বর্গ কিলোমিটার এবং জেলাটিতে ১৫ লক্ষ মানুষ বসবাস করে থাকে। আয়তনে ছোট হলেও এই জেলায় বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত। মুন্সিগঞ্জ জেলায় উপজেলা সংখ্যা ছয়টি। জেলাটি পূর্বে বিক্রমপুর নামেও পরিচিত ছিল। মুন্সিগঞ্জ জেলা পূর্বে ঢাকা বৃহত্তর ঢাকা জেলার একটি মহকুমা হিসেবে অন্তর্গত থাকলেও ১৯৮৪ সালে এটিকে একটি জেলার মর্যাদা দেওয়া হয়। মুন্সিগঞ্জ জেলার সাথে বেশ কয়েকটি জেলার সীমান্ত সংযোগ রয়েছে। মুন্সীগঞ্জ জেলার উত্তর দিকে ঢাকা, পূর্বে নারায়ণগঞ্জ, দক্ষিণে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর, পূর্ব দিকে কুমিল্লা এবং পশ্চিমে ফরিদপুর জেলা অবস্থিত।

মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত?

মুন্সিগঞ্জ জেলা অবস্থান বাংলাদেশের ঠিক মাঝখানে অবস্থিত। এই জেলায় শীতকালে ঠান্ডা খুব একটা পড়ে না। যার কারণে আলু উৎপাদনের জন্য মুন্সিগঞ্জ জেলার ভূপ্রকৃতি উপযুক্ত। তাই দেশের মধ্যে এই জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। মুন্সিগঞ্জ জেলার আলু ঢাকা শহরের আলুর চাহিদা পূরণ করে থাকে। এর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও মুন্সীগঞ্জ জেলার আলু পাঠানো হয়। মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত প্রশ্নের উত্তর হচ্ছে আলু উৎপাদনের জন্য মুন্সিগঞ্জ জেলা বিখ্যাত।

বিশ্ব বিখ্যাত বৌদ্ধ ধর্মের ব্যক্তিত্ব অতীশ দীপঙ্করের কথা আপনারা কখনো না কখনো শুনেছেন। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের পর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে ধরা হয়। অতীশ দীপঙ্করের জন্ম আর কোথাও নয়, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলাতে। অতীশ দীপঙ্করই প্রথম তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তিব্বতে অতীশ দীপঙ্করকে অত্যন্ত সম্মানের সহিত দেখা হয়। অতীশ দীপঙ্করের জন্ম ৯৮২ সালে এবং মৃত্যু ১০৫৪ সালের অতীশ দীপঙ্করের জন্মভূমিকে এখনো মুন্সিগঞ্জ জেলায় বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত প্রশ্নটির একটি বিকল্প উত্তর হচ্ছে অতীশ দীপঙ্করের জন্য।

ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলার প্রধান আকর্ষণ বিন্দু। এটি একটি মুঘল স্থাপনা, যেটি দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। শত্রু যদি চারিদিক থেকে ঘিরে ধরে, সেক্ষেত্রে ইন্দ্রাকপুর কেল্লা একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হতে পারে। এখান থেকে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে গোলা নিক্ষেপ করার ব্যবস্থা ছিল। বর্তমানে এটি জেলাটির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

মুন্সীগঞ্জ জেলার দর্শনীয় স্থান

কিন্তু বর্তমানে মুন্সিগঞ্জ জেলা আলোচনার কেন্দ্রস্থল হওয়ার মূল কারণ হচ্ছে পদ্মা সেতু। আমরা জানি, পদ্মা সেতু বাংলাদেশের রাজধানী ঢাকাকে দক্ষিণ-পশ্চিম অংশের সাথে সরাসরি যুক্ত করেছে। এই সেতুটি দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতু মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাকে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সাথে সরাসরি সংযোগ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্ভাবন করেন।

এই সেতু চালু হওয়ার পর খুলনা ও বরিশাল অঞ্চলে সড়কপথের দৈর্ঘ্য প্রায় এক তৃতীয়াংশ কমে আসে। ধারণা করা হচ্ছে, পদ্মা সেতু চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি প্রায় এক শতাংশের উপর বৃদ্ধি পাবে। পদ্মা সেতু চালুর পরপরই এই সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে, ফলে টোল আদায়ও হয়েছে প্রত্যাশা চেয়ে অনেক গুণ বেশি। এছাড়া পদ্মা সেতু যেহেতু সড়কের পাশাপাশি রেলপথও নির্মাণ করা হয়েছে, তাই খুব শীঘ্রই এই জেলা দিয়ে পূর্ণাঙ্গ রেলপথ নির্মাণ করা হবে এবং রেলপথেও এই জেলাতে যাতায়াত সম্ভব হবে। পদ্মা সেতুর মূল অংশটি কিন্তু মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে গিয়েছে।


►► ফরিদপুর জেলা কেন বিখ্যাত জানেন?
►► চাঁপাইনবাবগঞ্জ জেলা কেন বিখ্যাত?


মুন্সিগঞ্জ জেলা নিয়ে প্রশ্ন উত্তর

১. প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলা কেন বিখ্যাত?

উত্তর: আলুর জন্য

২. প্রশ্ন: ইদ্রাকপুর কেল্লা কোথায় অবস্থিত?

উত্তর: মুন্সিগঞ্জ জেলায়

৩. প্রশ্ন: অতীশ দীপঙ্করের জন্ম বাংলাদেশের কোন জেলায়?

উত্তর: মুন্সিগঞ্জ জেলায়

৪. প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার আদি নাম কি?

উত্তর: বিক্রমপুর

৫. প্রশ্ন: পদ্মা সেতু কোন তিনটি জেলার উপর নির্মাণ করা হয়েছে?

উত্তর: মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুর

৬. প্রশ্ন: পদ্মা সেতু মুন্সিগঞ্জ জেলার কোন উপজেলার উপর নির্মাণ করা হয়েছে?

উত্তর: লৌহজং উপজেলায়

৭. প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ৬.১৫ কিলোমিটার

৮. প্রশ্ন: পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর: ১৮.১০ মিটার

৯. প্রশ্ন: পদ্মা সেতু কত তারিখে উদ্ভাবন করা হয়?

উত্তর: ২৫ জুন ২০২২

১০. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুন্সিগঞ্জ জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?

উত্তর: ২ নং সেক্টর

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment

//abmismagiusom.com/4/6176583