বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অন্যতম একটি সমস্যা হচ্ছে বেকারত্ব। তবে আপনি চাইলে সহজেই অনলাইনে আয় করে এই বেকারত্বের অভিশাপ মুক্তি পেতে পারেন। এখন ঘরে বসে অনলাইনে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। আমরা আজকের টিপস ও ট্রিকসে সেই সকল উপায়ই আপনাদের জানিয়ে দিব কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করা যায়।
বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। আমরা সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত প্রযুক্তির উপর নির্ভরশীল। এই প্রযুক্তির যুগের অন্যতম অনুসঙ্গ হচ্ছে স্মার্টফোন। বর্তমান সময়ে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া দূরহ। আপনি চাইলে এই স্মার্টফোন দিয়েই অনলাইনে আয় করতে পারবেন। চলুন তাহলে মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়গুলো জেনে নেয়া যাক:
ইউটিউব থেকে ইনকাম
মোবাইল দিয়ে অনলাইনে আয় করার একটি সহজ উপায় হচ্ছে ইউটিউব। ইউটিউবে প্রতিদিন প্রায় ৫ বিলিয়নের উপর ভিউ হয়। এখানে কোন ধরনের বিনিয়োগ ছাড়াই আপনি আয় করতে পারবেন। ইউটিউব থেকে আয় করতে আপনাকে যা করতে হবে:
ইউটিউব চ্যানেল তৈরি
প্রথমেই আপনাকে জিমেইল আইডি দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরী করে নিতে হবে। YouTube.com এ গিয়ে জিমেইল আইডি দিয়ে সাইন আপ করলেই আপনার ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।
►► Why do you mean by life insurance 2022?
►► ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবো?
ইউটিউব (YouTube) পার্টনার হওয়া
(YouTube) ইউটিউব থেকে আয় করার জন্য আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ইউটিউবের পার্টনার হওয়া। ইউটিউব (YouTube) পার্টনার হতে আপনার চ্যানেলটির নামের উপরে ভিডিও ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
এখন বামপাশের চ্যানেল অপশনে ক্লিক করার পর ডানে অনেক অপশন দেখতে পাবেন। সেখানে আপনার নামের পাশে থাকা পার্টনার হতে মোবাইল নাম্বার দিয়ে পার্টনার ভ্যারিফায়েড করতে হবে পার্টনার ভ্যারিফায়েড না করলে আপনার ভিডিও গুলিকে মনিটাইজ করতে পারবেন না।
ভিডিও আপলোড করা
ইউটিউব পার্টনার হওয়া পর আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড হওয়ার পর ভিডিওটির নিচের দিকে মনিটাইজ অপশন দেখতে পাবেন। এখানে মনিটাইজ উইথ এডস অপশনে টিক চিহ্ন দিয়ে দিলেই আপনার ভিডিওটিতে গুগল বিভিন্ন বিজ্ঞাপন দেখাবে। তবে সাবধান কোন প্রকার কপি করা ভিডিও আপলোড করবেন না। তাহলে ইউটিউব যে কোন সময় আপনার মনিটাইজ অপশন ডিসেবল করে দেবে।
এডসেন্সের আবেদন করা
এখন আপনাকে আপনার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে হবে। এই এডসেন্স এর মাধ্যমে আপনি টাকা উত্তোলন করবেন। এখন আবার বামপাশের চ্যানেল অপশন হতে মনিটাইজেশন অপশনে ক্লিক করে ডানপাশে এনাবল মনিটাইজেশন বাটন হতে মনিটাইজেশন একটিভ করে নিতে হবে। তারপর নিচের দিকে ‘হাউ উইল পেইড’ নামে আরেকটি অপশন পাবেন।
সেখানে Associate an AdSense Account এ ক্লিক করে Next ক্লিক করে আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করে যাবতীয় তথ্য দিলেই আপনার AdSense Request চলে যাবে। এখন ২-৩ দিনের মধ্যে আপনার AdSense Approve এর মেইল আপনার ইনবক্সে চলে আসবে।
►► টাকা উপার্জন করার অ্যাপ ২০২২ (১০০% নিশ্চিত)
►► ফেসবুক গ্রুপ থেকে ৫ উপায়ে ইনকাম করুন
ব্লগিং থেকে আয়
অনলাইন থেকে আয় করার জন্য ব্লগিং একটি বিশ্বাস যোগ্য এবং জনপ্রিয় মাধ্যম। যদিও ব্লগিং থেকে আয় করার জন্য সময় এবং পুজি দুটিই লাগে। তবুও অনলাইন থেকে আয় করার জন্য ব্লগিং করা একটি ভালো সিদ্ধান্ত। ব্লগিং করে আয় করতে চাইলে আপনাকে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। প্রথমত আপনি কোন বিষয় এর উপর ব্লগিং করতে চান তা নির্ধারন করতে হবে। ব্লগিং করার বিষয় নির্ধারণ করা হয়ে গেলে পরর্বতী ধাপ গুলো অবলম্বন করতে হবে। ব্লগ তৈরি করার পর, আপনাকে অবশ্যই গুগল এডসেন্সে আবেদন করতে হবে।
গুগল আপনার ব্লগ সাইটে তাদের এড সো করাবে এবং এর মাধ্যমে আপনার আয় হবে। ব্লগ সাইট দিয়ে শুধু যে গুগল এ্যাডসন্স এর মাধ্যমে আয় করা যায় তা কিন্তু নয়। একটি ব্লগ প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনি শত শত উপায়ে আয় করতে পারবেন।
টুইটার থেকে ইনকাম
আপনার যদি টুইটারে অনেক ফলোয়ার থাকে তাহলে টুইটার থেকেও ভাল উপার্জন করা যায়। আপনাকে শুধু মাঝে মধ্যে কোন প্রতিষ্ঠানের প্রচারের জন্য টুইট করতে হবে। আপনার ফলোয়ার কত এবং ভৌগলিকভাবে তাদের অবস্থান কোথায় তার উপর নির্ভর করবে আপনি কেমন উপার্জন করবেন।
উদাহরনস্বরূপ ইউএস, ইউকে, কানাডা ইত্যাদি দেশের মানুষ আপনার ফলোয়ার লিস্টে বেশি থাকলে উপার্জন বেশি। ফলোয়ার কম থাকলে প্রতি টুইটে ৫ থেকে ২০ ডলার পেতে পারেন। অনেক ফলোয়ার হলে ৫০ থেকে ১০০ ডলারও উপার্জন সম্ভব। নিচের সাইটগুলো থেকে আপনি এমন কাজ নিতে পারেন:
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
অনলাইনে অন্যের পন্য বিক্রি করে কমিশন পাওয়ার মাধ্যমে আয় করার উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন আমার একটি থ্রি-পিসের ব্যবসা আছে, এখন আমি আপনাকে বললাম আপনি যদি আমার থ্রি-পিস বিক্রি করে দেন। তবে আমি আপনাকে প্রতিটি থ্রি-পিসের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্ট আপনাকে দেব। সেটা হতে পারে ৫% থেকে ৫০% পর্যন্ত। যদি একটি থ্রি-পিসের দাম ৫০০ টাকা হয় তাহলে প্রতি থ্রি-পিস বিক্রিতে ১০% হিসেবে আপনি পাবেন ৫০ টাকা।
এভাবে আপনি যত বেশী বিক্রি করতে পারবেন ততো বেশী ইনকাম করতে পারবেন। আপনি যদি অনলাইনে বেশি টাকা উপার্জন করতে চান এবং যদি পরিশ্রমী আর ধৈর্য্যশীল মানুষ হন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।
তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে আমি প্রোডাক্ট হাতে পাবো বা কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করব? এ প্রশ্নের উত্তরটি হলো- তারা আপনাকে কোন প্রোডাক্ট দেবে না। তারা আপনাকে যা দিবে সেটা হল প্রোডাক্টের একটি নির্দিষ্ট লিংক।
আমার ব্যবসার উদাহরনটা আবার দেই, আপনি যদি আমার থ্রি-পিসের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। তবে আমি আপনাকে কিন্তু সরাসরি আপনার হাতে থ্রি-পিস ধরিয়ে দেব না আমি আপনাকে আমার ওয়েবসাইটে আমার থ্রি-পিসের লিংকটা আপনাকে দেব। আপনি এই লিংক বিভিন্ন সোস্যাল মিডিয়া বা অনলাইনে যেখানে মানুষ আছে যারা থ্রি-পিস কিনতে পারে এরকম জায়গায় আপনি আমার থেকে পাওয়া থ্রি পিসের লিংকটি শেয়ার করবেন।
আর আপনার শেয়ার করা লিংক থেকে যদি কেই আমার থ্রি-পিস কিনে তবেই আপনার লাভ আপনি পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট কমিশন। এভাবে যত বেশী মানুষ আপনার লিংক থেকে প্রডাক্ট কিনবে আপনি ততো বেশী আয় করতে পারবেন।
কয়েকটি জনপ্রিয় এফিলিয়েট প্লাটর্ফম দেখে নিন:
- Amazon Associates. (আমাজন এসোসিয়েট)
- eBay Partners. (ই-বাই পার্টনার)
- Click-bank. (ক্লিক ব্যাংক)
- Awin. (এউইন)
- ShareAsale (শেয়ার এ সেলস)
- CJ Affiliate. (সিজি অ্যাফিলিয়েট)
- Rakuten Affiliate Network (রাকুটিন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক)
- AvanGate. (এভেনগেট)
- LinkConnector (লিংক কানেক্ট)
- RevenueWire (রিভ্যানু ওয়ার)
পিটিসি সাইট থেকে ইনকাম
(PTC) পিটিসি মানে হল ‘পেইড টু ক্লিক’। পিটিসি ওয়েবসাইটগুলি তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখার বিনিময়ে আপনাকে নগদ অর্থ বা ডলার প্রদান করবে। পিটিসি সাইটে বিজ্ঞাপনদাতারা বিভিন্ন প্রডাক্টের প্রোমোশন বা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।
আর আপনি নিয়মিতভাবে নির্দিষ্ট অ্যাড বা বিজ্ঞাপন দেখে পিটিসি সাইট থেকে আয় করতে পারেন। অনলাইনে আয় বা ইনকাম এর জন্য পিটিসি সাইটে কাজ করা ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজের ভিতরে নিঃসন্দেহে সবথেকে সহজতম কাজ যা আপনি বাড়িতে বসে কোন প্রকার টাকা বিনিয়োগ করা ছাড়াই করতে পারবেন। পিটিসি সাইটে কাজ করার জন্য শুধু আপনারকে নির্দিষ্ট পিটিসি সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে বা সাইন আপ করতে হবে। এরপর প্রতিদিন বিজ্ঞাপন দেখতে থাকুন আর অনলাইনে আয় করুন যত ইচ্ছা ততো।
তবে ইন্টারনেটে হাজার হাজার পিটিসি সাইট আছে তাই যারা নতুন তারা দ্বিধায় পরে যান ঠিক কোন পিটিসি সাইটে কাজ করবেন এটা ভেবে। কোন পিটিসি সাইটে কাজ শুরু করার আগে ভালভাবে জেনে বুঝে তারপর শুরু করুন। কারন যত পিটিসি সাইট আছে তার ম্যাক্সিমাম ভুয়া বা তার ইউজারদের ঠিক ঠাক পেমেন্ট করেন না। (অনলাইন সম্পর্কিত আরো তথ্য জানুন Update Like)
তাই আপনি পিটিসি সাইটে কাজ করতে চাইলে শুধুমাত্র নিচে দেয়া ১০টি সাইটেই কাজ করবেন।
- Clixsense (ক্লিকসেন্স)
- Ojooo (ওজো)
- Scarlet Click (স্কারলেট-ক্লিক)
- Ayuwage (এয়ুওয়েজ)
- Innocurrent (ইনো-কারেন্ট)
- Paiddataentry (পাই ডাটা এন্ট্রি)
- Neobux (নিউবাক্স)
- Familyclix (ফ্যামিলি ক্লিক)
- Gptplanet (জিপিটি প্ল্যানেট)
- Clixblue (ক্লিকব্লু)
ক্যাপচা টাইপিং করে আয়
ইন্টারনেটে আপনি অনেক ক্যাপচা টাইপিং করা ওয়েবনাইট পাবেন। যেখানে আপনি Captcha Typing করে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইলে ফ্রি সময় কাজ করে ইনকাম করার ক্ষেএে ক্যাপচা টাইপিং অনেক লাভজনক। এই কাজটি নিজের মোবাইল দিয়ে অনেক সহজে করতে পারবেন। এখানে আপনাকে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে কাজ করলে মাসে ৫০০০ থেকে ৮০০০ টাকা আয় করতে পারবেন।
►► লেখালেখি করে আয় করার ওয়েবসাইট ২০২২
►► ভিডিও দেখে ইনকাম করার উপায় ২০২২
শেষ কথা
বন্ধুরা মোবাইল দিয়ে অনলাইনে আয় করার বেশ কয়েকটি মাধ্যম আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে। অনলাইন থেকে সহজ উপায় ইনকাম করার জন্য এই মাধ্যমগুলো আপনি ফলো করতে পারেন। আশা করি অনেকটা সহজেই আপনি ইনকাম প্রসেস সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে ইনকাম করুন-
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য
- প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার উপায় ঘরে বসে
- Amazon থেকে কিভাবে আয় করা যায় ২০২৩
- অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়
- বিকাশ লোন নেওয়ার উপায় – বিকাশ লোন নীতিমালা
- মোবাইল অনলাইন ইনকাম ২০২৩
- ব্লগিং করে ইনকাম করার উপায়
- মোবাইল দিয়ে ব্লগিং করার উপায়
- কিভাবে Google News এপ্রুভ করব?
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ উপায় ২০২৩
- ভিডিও দেখে ইনকাম করার উপায় ২০২৩
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট ২০২৩
- অনলাইনে কিভাবে আয় করা যায় নতুন পদ্ধতি ২০২৩
- ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবো?