সন্তান মাদকাসক্ত কিনা বোঝার ৫টি উপায় বর্তমান সময়ে মাদক হয়ে উঠেছে একটি ভয়ঙ্কর নাম।
বিশেষ করে এখন শিশু-কিশোরদের মধ্যেও মাদকাসক্ত হওয়ার প্রবণতা দেখা যায়। আমাদের দেশে মাদকসেবীদের বেশিরভাগই তরুণ।
বর্তমানে দেশে মাদকসেবীর সংখ্যা ৭০ লাখেরও বেশি। দিনে দিনে এ সংখ্যা আরো বাড়ছে।
মাদক কারবারের সাথে জড়িতরা তরুণ প্রজন্মকে তাদের শিকার হিসেবে বেছে নিচ্ছে। এমনকি শিশুদেরও অনেক সময় তারা তাদের লক্ষ্য হিসেবে বেছে নেয়।
আবার খারাপ সঙ্গ পেয়েও অনেক তরুণ বা শিশু মাদকে আসক্ত হতে পারে।
এমন ভয়ঙ্কর ফাঁদে পা দিতে পারে আপনার সন্তানও। কীভাবে বুঝবেন আপনার সন্তান মাদকে আসক্ত হয়েছে কিনা?
এমনটি বুঝতে হলে কিছু লক্ষণের দিকে নজর রাখতে হবে আপনার। জানুন যে লক্ষণগুলো দেখলে সন্তানের বিষয়ে নিতে হবে সতর্কতা—
আরো পড়ুন: বৈচিত্রা – সুমাইয়া শাহরীন
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: বাংলা-২য় পত্র ২য় অধ্যায়ের MCQ উত্তরসহ
সন্তান মাদকাসক্ত কিনা
১. সন্তানের টাকা চাওয়ার প্রবণতা বেড়ে গেলে বা টাকার চাহিদা অনেক বেড়ে গেলে হতে হবে সতর্ক।
সন্তান যদি বিভিন্ন অজুহাতে টাকা চায় এবং টাকা খরচের বিষয়ে যদি উপযুক্ত কারণ না দেখাতে পারে তা হলে এ বিষয়টি স্বাভাবিক নয়। এমন ক্ষেত্রে হতে হবে সতর্ক।
২. সন্তান মাদকে আসক্ত হলে হঠাৎ করে তার আচরণে আসতে পারে অনেক পরিবর্তন।
এমন যদি দেখেন যে সন্তানের আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে তা হলে তার প্রতি সতর্ক হয়ে যান।
৩. কেউ মাদকে আসক্ত হলে তার মধ্যে খাওয়া-দাওয়া ও ঘুমের অনেক পরিবর্তন দেখা যায়।
খাবারে হঠাৎ অনীহা, অতিরিক্ত ঘুমানো, রাতে সজাগ থেকে দিনে ঘুমানোর মতো প্রবণতা দেখা দিতে পারে মাদক গ্রহণের কারণে।
তাই এ রকম কোনো পরিবর্তন সন্তানের মাঝে লক্ষ করলে তার প্রতি সতর্ক হতে হবে।
সন্তান মাদকাসক্ত কিনা
৪. তাদের মধ্যে অনেক সময় মেজাজের হঠাৎ পরিবর্তন দেখা যায়।
হঠাৎ করে মেজাজ খারাপ করা বা ঘুম থেকে উঠে মেজাজ খারাপ করা হতে পারে মাদকে আসক্ত হওয়ার লক্ষণ।
৫. এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তিরা প্রচুর মিথ্যা কথা বলার পাশাপাশি চুরি করার মতো স্বভাবে অভ্যস্থ হতে পারে।
দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য প্রচুর মিথ্যা কথা বলা বা টাকা প্রয়োজন মেটাতে চুরির অভ্যাস তৈরি হওয়ার মতো প্রবণতা দেখা যেতে পারে তাদের মাঝে।
এর বাইরেও সন্তানদের মধ্যে আরো কিছু লক্ষণ যেমন- ক্ষুধা বৃদ্ধি, হঠাৎ ক্ষুধার অভাব,
বন্ধুদের সাথে বেশি সময় কাটানো, সবার সাথে খারাপ ব্যবহার করা,
পড়ালেখায় মনোযোগের অভাব বা হঠাৎ আগের থেকে খারাপ রেজাল্ট করা,
শারীরিক ও চেহারায় হঠাৎ পরিবর্তন, চোখে লালচে ভাব, নিজের অযত্ন ও অবহেলা করার প্রবণতা দেখা দিতে পারে।
আর তারা মাদক গ্রহণ করে বাসায় আসলে তাদের, পোশাক ও মুখে থেকে অস্বাভাবিক গন্ধ,
চুইংগাম খেতে দেখা ও ঠোঁট শুকিয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়।
এ ছাড়া সন্তানরা মাদক গ্রহণ শুরু করলে তাদের ঠাণ্ডা ছাড়াই সর্দি বা কাশি হতে পারে এবং অনেক সময় তারা মাদক গ্রহণ করে নিজের শরীরে কাটাছেঁড়া, আঘাত বা ক্ষত করতে পারে।
সন্তান মাদকাসক্ত কিনা
আরো পড়ুন: জন্মভূমি – জায়েদ ইরফান
আরো পড়ুন: paragraph: Plysical Exercise(বাংলা অর্থসহ)
সন্তানদের মাঝে এমন লক্ষণ দেখলে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, তারা ঠিকমতো স্কুল-প্রাইভেটে যাচ্ছে কিনা- এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি রাখতে হবে।
আর আপনার সন্তানের মধ্যে এ রকম লক্ষণ দেখলেও শুরু থেকে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না।
বরং তাদের সাথে খোলাখুলিভাবে কথা বলুন ও বোঝান। এর পরও এতে সে ঠিক না হতে চাইলে তাকে মানসিক চিকিৎসক দেখাতে পারেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।