সাধারণ আনসার নিয়োগ ২০২৩ – ২০২৪ (২য় ধাপ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উক্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি আবেদন করতে সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন। কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত নিচে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট থেকে সাধারণ আনসার নিয়োগ ২০২৩ – ২০২৪ (২য় ধাপ) এর বিজ্ঞপ্তি এবং নিচের সম্পূর্ণ লেখাগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগ্রহীত।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম | সাধারণ আনসার |
আবেদন শুরুর তারিখ | ০৬/১১/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা |
আবেদনের শেষ সময় | ১২/১১/২০২২ খ্রিঃ রাত ১১:৫৯ ঘটিকা |
রেজিস্ট্রেশন ফি | ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) |
টাকা জমার মাধ্যম | মোবাইল ব্যাংকিং (নগদ) |
আবেদনকারীর বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যাতা | ন্যূনতম JSC/সমমান পাশ |
উচ্চতা | সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি |
বুকের মাপ | ৩০/৩২ ইঞ্চি |
দৃষ্টিশক্তি | ৬/৬ |
প্রশিক্ষণ কাল | ১০ সপ্তাহ |
সাধারণ আনসার নিয়োগ ২০২৩ – ২০২৪ (২য় ধাপ)
১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫৪১০৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৫১১৫ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন।
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন।
আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অন-লাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
২। প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যাতা থাকতে হবে?
বয়স | শিক্ষাগত যোগ্যাতা | শারীরিক যোগ্যাতা | অগ্রাধিকার |
০৬/১১/২০২২ খ্রিষ্টাব্দ হতে ১২/১১/২০২২ খ্রিষ্টাব্দ এর মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর | ন্যূনতম JSC/ সমমান পাশ | উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ = ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি- ৬/৬, কোন দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না। | অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
৩। জাতীয়তাঃ বাংলাদেশী
- পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবে
- ৪০০০ কনস্টেবল নিয়োগ দিবে বাংলাদেশ পুলিশ ২০২২
- বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি Jobs in the Ministry of Commerce
- বিকাশ এসই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৪। সাধারণ আনসার নিয়োগ ২০২৩ অন-লাইন রেজিস্ট্রেশন-
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ০৬/১১/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ১২/১১/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমা দানের শেষ সময় ১২/১১/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি (নগদ) এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যােগাযােগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
৫। যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- (ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
- (খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
- (গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- (ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
- (ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি।
- (চ) ক থেকে ৬ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।
- (ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪(চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- (জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ডে সঙ্গে আনতে হবে।
৬। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ-সুবিধা।
- (ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
- (খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ১০,০০০ টাকা হারে।
- (গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
- (ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
৭। জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরুপঃ
রেঞ্জের নাম | জেলার নাম | প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময় |
ময়মনসিংহ রেঞ্জ |
নেত্রকোনা |
রেঞ্জ কার্যালয়, ময়মনসিংহ তাং- ২০-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
ময়মনসিংহ | রেঞ্জ কার্যালয়, ময়মনসিংহ তাং- ২২-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
শেরপুর | রেঞ্জ কার্যালয়, ময়মনসিংহ তাং- ২৪-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
জামালপুর | ||
বরিশাল রেঞ্জ |
বরিশাল | শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম, বরিশাল তাং- ২৬-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
ভোলা | ||
ঝালকাঠি | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঝালকাঠি তাং- ২৮-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
পিরোজপুর | ||
পটুয়াখালী | পটুয়াখালী স্টেডিয়াম, পটুয়াখালী তাং- ৩০-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
বরগুনা | ||
রাজশাহী রেঞ্জ |
বগুড়া | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বগুড়া তাং- ২১-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
জয়পুরহাট | ||
নওগাঁ | জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, মশুরপুর, নওগাঁ তাং- ২৩-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
রাজশাহী | ||
নাটোর | কানাইখালি মাঠে, কানাইখালি, নাটোর তাং- ২৭-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
চাঁপাইনবাবগঞ্জ | ||
পাবনা | শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডেয়াম, পাবনা তাং- ২৯-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
সিরাজগঞ্জ | ||
কুমিল্লা রেঞ্জ |
কুমিল্লা | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুমিল্লা তাং- ২৬-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
ব্রাহ্মণবাড়িয়া | ||
চাঁদপুর | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, চাঁদপুর তাং- ২৮-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
লক্ষ্মীপুর | ||
নোয়াখালী | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফেনী তাং- ৩০-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
ফেনী | ||
রংপুর রেঞ্জ |
ঠাকুরগাঁও | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঠাকুরগাঁও তাং- ২১-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
পঞ্চগড় | ||
দিনাজপুর | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, দিনাজপুর তাং- ২৩-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
রংপুর | ||
কুড়িগ্রাম | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট তাং- ২৭-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
লালমনিরহাট | ||
গাইবান্ধা | জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গাইবান্ধা তাং- ২৭-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
নীলফামারী | ||
চট্রগ্রাম রেঞ্জ |
বান্দরবান | শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার তাং- ২০-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
কক্সবাজার | ||
চট্রগ্রাম | প্রশিক্ষণ মাঠ, চট্রগ্রাম রেঞ্জ কার্যালয়, ফয়’স লেক, চট্রগ্রাম তাং- ২২-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
খাগড়াছড়ি | জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গী, খাগড়াছড়ি তাং- ২৪-১১-২০২২ খ্রিঃ সময় : ০৯.০০ ঘটিকা |
|
রাঙ্গামাটি |
সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সতর্কীকরণ :
- সাহায্য পাওয়ার আশায় কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
- আবেদনকারীর মধ্যে কেহ কোন তথ্য গোপন করলে তার সাধারণ আনসারে আবেদন বাতিল বলে বিবেচিত হবে।
- প্রার্থীগণ সরকার নির্দেশিত করোনা সংক্রান্ত সকল বিধি অনুসরণ পূর্বক যথাযথভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাছাইয়ে অংশগ্রহণ করবেন।
- অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি বাংলাদেশী আধা-সামরিক বাহিনী। আনুমানিক ৬২ লক্ষ সদস্য নিয়ে এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। এর মূল দায়িত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণ। আনসার মুলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে । বর্তমানে এই বাহিনী তিনটি শাখার সমন্বয়ে গঠিত। সেগুলি যথাক্রমে- ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস : ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য, যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হয়, সেখান থেকে বের হয়ে আনসার বাহিনী গঠন করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত এবং ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী।