আমাদের অনেকের সিমের মালিকানা পরিবর্তন করাটা খুব বেশি জরুরি মনে হয়ে থাকে এমনকি আমরা Sim ownership change করতে চাই
তারি ধারাবাহিক কোথায় আজকে আপনাদের জন্য আমরা সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম গুলো সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব।
ইভেন Sim ownership change করতে কি কি প্রয়োজন হয় সে সম্পর্কে আপনি জানতে পারবেন তাই সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে সিমের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে যার নামে আপনার সিমটি পরিচালিত হচ্ছে এবং যার নামে আপনি সিমটি পুনরায় মালিকানা করতে চাচ্ছেন তাদের দুজনার সম্মতির প্রয়োজন।
সিমের মালিকানা পরিবর্তন করব কিভাবে?
আপনার বাবার যে যে ডকুমেন্ট লাগবে
আপনার সিম কার্ডটি যদি আপনার বাবার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মালিকানা পরিবর্তনের সময় নিচের কাগজপত্রগুলো আপনার জরুরী হবে।
- বাবার পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- আপনার বাবার অরিজিনাল জাতীয় পরিচয় পত্র এন আই ডি কার্ড।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সিমের মালিকানা পরিবর্তনের জন্য যা লাগবে
- আপনার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আপনার জাতীয় পরিচয় পত্রের অরিজিনাল কপি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- সাথে ৫০-১০০/- টাকা পর্যন্ত রাখবেন।
সিমের মালিকেরা পরিবর্তন করার নিয়ম: প্রথমে আপনি আপনার স্মার্ট ফোন থেকে অথবা যে কোন ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজার কিংবা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
এবার আপনি এড্রেস বাড়ে গিয়ে লিখুন “Grameen Phone” এরপরে লক্ষ্য করলে দেখতে পারবেন গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে এসেছে।
অতঃপর আপনাকে গ্রামীণফোনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
লক করলে উপরের দিকে বাম পাশে একটা মেনু আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে কাঙ্খিত মেনু ‘”Shop> SIM Service> Transfer of SIM Ownership” সিলেক্ট করতে হবে।
এবার এখানে তাদের কিছু রুলস রেজুলেশন রয়েছে যেগুলো হচ্ছে সিম ট্রান্সফার করার ক্ষেত্রে কোন প্রকার ফি প্রযোজ্য নয় এছাড়াও কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে মেনে ট্রান্সফার গুলো সম্পন্ন করতে হবে।
“Number you went to Transfer” এখানে আপনার কাঙ্খিত সিমের নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনি যে সিমের নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেই সিমের নাম্বার।
“Current SIM Owner’s NID or Smart Card Number” এখানে বর্তমানে যার এন আই ডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন রয়েছে তার এন আই ডি কার্ডের নাম্বারটি প্রেজেন্ট করতে হবে। বিষয়টি সুন্দরভাবে বুঝে নিবেন।
“New SIM Owner’s Mobile Number” মালিকানা পরিবর্তন করে যার নামে দিবেন তার ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে ক্লিক করুন “Add to Card” অপশনে।
►► আইফোন ১৪ কবে আসবে
►► বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন
Your Full Details
সিমের মালিকানা পরিবর্তন করার সিস্টেমগুলো এভাবেই হয়ে থাকে।
এখানে মোট আপনাকে তিনটি সেকশন কমপ্লিট করতে হবে অতঃপর আপনি বেসিক সেকশন কমপ্লিট করেছেন এখন আপনাকে প্রথম সেকশনটি ডিটেলস সম্পর্কিত তথ্য গুলো সম্পন্ন করতে হবে।
বর্তমানে যার নামে সিমটি রেজিস্ট্রেশন রয়েছে তারা ডিটেলস গুলো প্রথমে এখানে প্রেজেন্টেশন করতে হবে।
“Full Name” “Mobile Number এখানে আপনার ব্যবহৃত যে কোন একটা সিমের নাম্বার দিলেই হবে” “Email Optional এখানে ইমেইল দিতেও পারেন অথবা না দিলেও সমস্যা নেই যেহেতু এটা অপশনাল।”
Delivery Address
সিমেন্ট মালিকানা পরিবর্তন করার নিয়ম ইতিমধ্যে বেসিক শেষ হয়েছে এবারে আপনাকে প্রথম সেকশনটি সম্পন্ন করার জন্য ডেলিভারি অ্যাড্রেসগুলো সম্পন্ন করতে হবে।
এজন্য প্রথমে City Or District সিলেক্ট করতে হবে। পরবর্তী অপশনে কাঙ্খিত Post Code সিলেক্ট করে দিতে হবে।
এরপরে আপনার কাঙ্খিত ডেলিভারি এড্রেসটি Delivery Address এখানে লিখতে হবে।
অর্থাৎ বর্তমানে আপনি যেখানে অবস্থানরত আছেন শেখানের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে।
অতঃপর নিচে আপনাকে ডেলিভারি টাইম “Delivery Time” দেয়া হবে।
২-৩ সপ্তাহের মধ্যে আপনার এটি কার্যকারী হবে এটাই এখানে উল্লেখিত রয়েছে। সর্বশেষ আপনি “Continue to Review” অপশনে ক্লিক করুন।
►► ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
►► ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস
Online Payment Method
এখানে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে ৮০/-, এখন অনেকেরই প্রশ্ন হতে পারে শুরুতে আমরা বলেছি কোন টাকা লাগবে না কিন্তু এখন কেন ৮০ টাকা প্রযোজ্য। মূলত এই টাকাটি হচ্ছে ডেলিভারি চার্জ।
অতঃপর বিকাশের যে অনলাইন পেমেন্ট গেট ওয়ে রয়েছে সেটা চলে আসবে।
প্রথমে আপনাকে bKash Number দিতে হবে, অতঃপর Confirm বাটনে ক্লিক করতে হবে।
পরের ধাপে আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেটি দিয়ে Confirm বাটনে ক্লিক করতে হবে।
অতঃপর আপনার বিকাশের পিন কোড দিয়ে Confirm পাঠালে ক্লিক করে দিলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে।
পরবর্তী ধাপে দেখতে পারবেন অর্ডার সাকসেসফুল দেখাচ্ছে এবং আপনাকে একটি অর্ডার নাম্বারও দিয়ে দেওয়া হবে। এর মানে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে।
এরপরে ২-৩ কার্য দিবসের মধ্যে কোন একজন অপারেটর প্রতিনিধি আপনার বাসায় আসবেন,
এবং বাসায় আসার পরে তার সামনে পূর্বে আপনার সিমের মালিক আনাবে একটি এবং বর্তমান মালিকানা ব্যক্তি থাকবেন এবং দুজনার মাধ্যমে এটি মালিকানা পরিবর্তন সম্পন্ন করে দিবেন।
মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন
মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করতে যা করতে হবে তা আমরা এখানে উল্লেখ করেছি।
- মৃত ব্যাক্তির আইডি কার্ড লাগবে
- মৃত ব্যাক্তির পরিবারের “নো অবজেকশন সার্টিফিকেট” লাগবে
- মৃত ব্যাক্তির ডেথ সার্টিফিকেট লাগবে
- নতুন গ্রাহকের নাম, এনাআইডি কার্ড ঠিকানা এবং ছবি।
সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম
উপরে আমরা সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম কি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
তবে এটি কেবলমাত্র গ্রামীনফোনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
তবে অন্যান্য যে অপারেটর রয়েছেন তাদের অনলাইন সিস্টেম এখনও সম্পূর্ণ চালু হয়নি হয়তো,
তারাও খুব শীগ্রই গ্রামীণফোনের মত অনলাইন সিস্টেম চালু করে ফেলবেন।
তবে মেট্রোপলিটন শহরের মধ্যে যারা অবস্থান করছেন তারা কেবলমাত্র এই সার্ভিসটি পাবেন।
এবং মেট্রোপলিটন এর বাইরে যারা আছেন তারা কিন্তু অনলাইনের এই সার্ভিসটি পাচ্ছেন না। হয়তো পাবেন কিন্তু সময় লাগবে।
মূলত এটাই হল সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম।
এভাবে আপনি আপনার কাঙ্খিত Sim ownership change করে অন্য একজন মালিক এড করে নিতে পারবেন।
বিভিন্ন সময়ই আমাদের এটি প্রয়োজন হয়ে থাকে।
গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য লিসোনারি কে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে