স্বামীর মন জয় করার টিপস এবং আমল

বিয়ের পরে নতুন বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এখানেই শেষ নয় জীবন বরং এখান থেকেই শুরু হয় নিজেদের দাম্পত্য জীবন। আজকে শিখাব স্বামীর মন জয় করার টিপস সমূহ যা এপ্লাই করে আপনার দাম্পত্য জীবনকে আরও সুখী এবং সুন্দর করে তুলতে পারেন।

আপনার জীবন সঙ্গিনী স্বামীর ভালোলাগা খারাপ লাগা সবকিছু আপনাকে বুঝতে হবে শিখতে হবে আর কখন কোনটা ভালো লাগে সে সম্পর্কে। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার দায়িত্ব আপনার নিকট চলে আসে। সর্বদা চেষ্টা করবেন আপনার কাঙ্ক্ষিত হাসবেন্ড কোনগুলো পছন্দ করে এবং কোনগুলো অপছন্দ করে সেগুলো নোট করার জন্য এবং সেগুলো নোট করে আপনি এপ্লাই করুন।

বিয়ের আগে আপনার কাঙ্খিত স্বামীকে যেভাবে পছন্দ হয় অথবা ভালো লাগে অনুরূপ ভালোলাগা এবং ভালোবাসাটা বিয়ের পরে অনেকটা কমে আসে। কারণ হচ্ছে, বিয়ের পূর্বে মাঝে মাঝে দেখা করা অল্প কথা বলা ভালোবাসাটা বেশি প্রকাশ করা হয়ে থাকে কিন্তু বিয়ের পরে নিজেদের দাম্পত্য জীবন এছাড়া সাংসারিক জীবন সবকিছু মিলিয়ে অনেকটা টাফ এবং ক্রিটিকাল হয়ে পড়ে। এজন্য পূর্বের ভালোবাসাটা অনেকটা ছোট হয়ে আসে বিয়ের পরে।

নিরাপদ মনে করা

প্রত্যেক স্বামী মনে করেন তার নিজের কাছে তার স্ত্রী সর্বোচ্চ নিরাপদ রয়েছেন। তাই স্বামীর মন জয় করার জন্য আপনি তাকে এতটুকু নিশ্চিত করুন যে, আপনি তার কাছে নিরাপদ বোধ করেন। আর এই কাজটুকু জন্য আপনার স্বামী আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনাদের ভালোবাসাটাও দেখবেন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

প্রশংসা করা

স্বামীর মন জয় করার টিপস এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত। সবাই নিজের প্রশংসা শুনতে খুব বেশি পছন্দ করে। আবার সেটা যদি হয় নিজের প্রিয় মানুষের কাছ থেকে তাহলে তো কোন কথাই থাকে না। প্রত্যেক স্বামী তার স্ত্রীর মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকেন। তাই তাকে প্রশংসিত করার জন্য এমন একটি কথা বলুন যাতে তিনি প্রশংসিত হন এবং আপনাদের মধ্যে ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়। এতে তিনি আপনার প্রতি আরো আত্মবিশ্বাসী হবেন।


►► কম তেলে রান্নার সহজ উপায় জানুন
►► প্রেসার লো হলে করণীয়


ব্যবহারের স্বাচ্ছন্দ্যবোধ হওয়া

তার ব্যবহারে আপনি খুশি আছেন এটা যদি তাকে জানাতে পারেন তাহলে দেখবেন আপনার প্রতি তার আত্মবিশ্বাস বেড়ে যাওয়াসহ ভালোবাসা ফিরে যাচ্ছে। আপনি যদি তার ব্যবহারের প্রশংসা করেন তার কথাগুলো ভাল লাগে এমনটা প্রশংসা করেন সে ক্ষেত্রে তার রিপ্লাই টা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা শান্তিময়। আপনি তার ব্যবহারে সন্তুষ্টকে তারা এটা তাকে জানিয়ে দেন এতে তিনি আপনার প্রতি সহনশীল হবে।

পরিশ্রমের জয়গান

স্বামী এবং স্ত্রী দুজনকে মিলেই কঠোর পরিশ্রম করে একটি সংসার হ্যান্ডেল করতে হয়। অবশ্যই এখানে দুজনার অবদান রয়েছে। আপনার স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল হন, এবং তার কাজের প্রশংসা করুন। তাকে কর্মঠ এবং পরিশ্রমী বলুন। তার কাজ দেখে যে অন্যরা উৎসাহী হবে, সেকথাও বলুন। তাকে প্রশংসা করতে এমন শব্দ অথবা বাক্য ব্যবহার করুন যাতে তার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায়।

যথেষ্ট দায়িত্বশীল

আপনার স্বামীকে বলুন যে তিনি ছেলে এবং স্বামী হিসেবে খুবই ভালো একজন মানুষ। ছেলে হিসেবে তার মা বাবার কাছে খুবই ভালো তার মা-বাবাকে সব সময় দেখতে বলুন মা-বাবাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে বলুন এতে করে দেখবেন তিনি প্রতিনিয়ত আপনার ভর্তি ভালোবাসা ছড়াচ্ছেন। প্রত্যেকটা ছেলে মেয়ে চায় তার মা-বাবাকে নিজের স্ত্রী যথেষ্ট ভালোবাসো তাই তাকে সন্তুষ্ট রাখতে সর্বদা প্রশংসা করুন।

একজন সাধারণ নারী হয়েও তার বউ হতে পারে খুবই সৌভাগ্যবান মনে করছি এমনটি বলুন দেখবেন প্রতিনিয়ত ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায়। তবে এগুলো সময় বুঝে এপ্লাই করুন। সারাদিন কঠোর ক্লান্তি মাথায় রেখে এগুলো বলতে যাবেন না। সবার মধ্যে একটা রোমান্টিকতার ছোঁয়া থাকে তাই রোমান্টিকতার ছোঁয়া যখন জেগে উঠবে তখন এইগুলো এপ্লাই করতে পারেন।

পছন্দের খাবার তৈরি

স্বামীর মন জয় করার টিপস যদি জানতে হয় তাহলে এটি আপনার জন্য খুবই কার্যকরী হবে। পছন্দের খাবারের তালিকা জেনে রাখুন এবং আপনার স্বামী কোন খাবার গুলো বেশি পছন্দ করে বেশি ভালোবাসে সেগুলো তৈরি করুন। সারাদিন কঠোর পরিশ্রম করার পর তার পছন্দনীয় খাবারগুলো সামনে দেখার পরে নিমিষে ক্লান্তি দূর হয়ে যাবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজগোজ

পুরুষরা সব সময় নারীদের সুন্দর পোশাক ও সাজগোজে দেখতে পছন্দ করে। তাই সারা দিন যতই ব্যস্ত থাকুন, রাতে ঘুমানোর আগে নিজেকে গুছিয়ে নিন। দাম্পত্য জীবনে এটি এপ্লাই করলে আপনি আপনার স্বামীর মন জয় করতেই পারবেন, এটি বিশ্বাস রাখুন। স্বামীর মন জয় করার টিপস গুলোর মধ্যে এটি অন্যতম একটি কার্যকারী টিপস।

অনেক সময় দেখবেন বিভিন্ন সময় আপনার স্বামী হঠাৎ করে আপনার প্রশংসা করতে শুরু করে তখন আপনি সম্ভব হলে নিজেকে সাজগোজ দিয়ে যথেষ্ট করে রাখবেন এতে করে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি আরো সহনশীল এবং প্রিয় মানুষ হয়ে উঠেছে।

স্বামীকে বশ করার আমল ও দোয়া

  • ২ রাকাত নফল নামায বা সালাতুল হাজত পড়িবেন। (উদ্দেশ্য পূরনের নামাজ)
  • সালাতুল হাজতের প্রথম রাকাতে সূরা ফাতেহার পর সূরা কাফিরুন ১১ বার।
  • দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহার পর সূরা ইখলাছ ১১ বার।
  • সালাম ফিরানোর পরের দুরুদ শরীফ ৭ বার।
  • এরপর “ইয়া ওয়াদুদু” ৩১৩ বার।
  • আবারও দুরুদ শরীফ ৭ বার।
  • পরে মুনাজাত করিবেন।
  • মুনাজাতে মহান রাব্বুল আলামীনের কাছে চাওয়া তুলে ধরবেন।
  • “শেষ রাতে, সুবহে সাদিক, সূর্যোদয়ের সময় ও বৃষ্টির সময় দোয়া কবুল হয়।”

স্বামীর মন জয় করার টিপস

  • আপানর শাশুড়ির সাথে ভাল আচরণ করুন
  • যেমনটি আপনি চান আপানার স্বামী আপানার মায়ের সাথে করুক।
  • ইসলামে স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানুন।
  • অধিকার আদায়ের চেয়ে আপনার দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের ব্যপারে আগে সজাগ হন।
  • যখন সে ঘরে আসে, দরজায় এমন ভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষায় ছিলেন।
  • হাসিমুখে তাকে সালাম দিন।
  • আপনার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
  • তাকে এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নন (যেমন, চেহারা, বা বুদ্ধিমত্তা ইত্যাদি)।
  • তাকে বলুন, স্বামী হিসেবে তিনি শ্রেষ্ঠ।
  • তার পরিবার পরিজনের সাথে প্রায়ই যোগাযোগ করুন।
  • তাকে সহজ কোন গৃহস্থালি কাজ দিন, কাজটি করে ফেললে তাকে ধন্যবাদ জানান।
  • এতে সে আরও উৎসাহিত হবে।

যেগুলো পরিহার করবেন

  • ছোট ছোট বিষয়ে রেগে যাবেন না।
  • তার সাথে হাসি মশকরা করুন, যাতে আপনাদের দুই জনের মনই প্রফুল্ল হয়।
  • তাকে বলুন, আপনি স্ত্রী হিসাবে সেরা।
  • এমন বিষয়ে নিজের উল্লেখ করুন যেটা আপনি জানেন আসলেই প্রশংসার যোগ্য।
  • কিন্তু অহংকার করে নয়, বিনয় এবং আত্মবিশ্বাসের সাথে।

►► কিভাবে স্ত্রীর মন জয় করা যায়
►► গায়ে হলুদে কি কি প্রয়োজন?


আমাদের শেষ কথা

আমরা এতক্ষন আলোচনা করলাম স্বামীর মন জয় করার টিপস সমূহ নিয়ে। আশা করি এই টিপসগুলো এপ্লাই করে আপনি আপনার দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবনে সুখী হতে পারবেন। একটা মানুষ সুখে থাকার পরে অন্য কিছুই দাবি করে না তাই সুখে থাকাটাই সবার জন্য খুব বেশি প্রয়োজন। এ মাধ্যমগুলো আজই এপ্লাই করুন এবং আল্লাহর ইচ্ছা হলে আপনি আপনার স্বামীর কাছে একজন সুন্দর এবং প্রিয় মানুষ হয়ে উঠবেন।

স্বামীর কাছে প্রিয় মানুষ হয়ে ওঠার টিপস গুলো কেমন ছিল তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে দিতে পারেন। স্বামীর মন জয় করার টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও স্ত্রী মন জয় করার টিপসহ জানতে চাইলে এখানে ক্লিক করুন।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment