হরিশ চন্দ্র মিত্র এর জীবনী:
হরিশ চন্দ্র মিত্র
জন্ম: ঢাকা,
মৃত্যু: এপ্রিল ৪, ১৮৭২,
পেশা: কবি, সাংবাদিক,
ভাষা: বাংলা,
সময়কাল: উনিশ শতক,
হরিশ চন্দ্র মিত্র ( জন্ম ১৮৩৭ থেকে ১৮৩৮ – মৃত্যু ৪ এপ্রিল ১৮৭২ ) উনিশ শতকের দ্বিতীয়ার্ধের একজন সাংবাদিক, লেখক এবং কবি। তিনি ঢাকা থেকে ১ম বাংলা পত্রিকা কবিতা কৌ-মুদি প্রকাশ করে ছিলো। ১৮৬২ সালে বিধবা বিবাহ বিষয়ক উপর তার একটি নাটক হচ্ছে ম্যাও ধরবে কে ? এবং ১৮৬৩ সালে বিধবা বিবাহ বিষয়ক তার অপর গ্রন্থের নাম দেওয়া হচ্ছে বিধবা বঙ্গাঙ্গনা।
আড়ো পড়ুন: হাসন রাজা এর জীবনী:
আড়ো পড়ুন: হাসান ফকরী এর জীবনী:
হরিশ চন্দ্র মিত্র এর জীবনী অবদান:
হরিশ চন্দ্র মিত্র ঢাকায় সমাজ সংস্কারের লক্ষ্যে, বিধবা বিবাহ প্রবর্তনের পক্ষে এবং বহু-বিবাহ, প-ণপ্রথা ও যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে ছিলো। তিনি তার লেখায়, নাটকে, কবিতায় সামাজিক অগ্র-গতির দিক-চিহ্ন নির্দেশ করে রেখে গেছেন। তার কবিতা কৌমুদির মোট ১২টি সংস্করণ প্রকাশিত হয়ে ছিলো। এর মধ্যে ৩টি সং-স্করণের মুদ্রণ সংখ্যা জানা গেছে ৯,০০০, কপি। বাকি ৯টি সংস্করণের মুদ্রণ সংখ্যা গড়ে আনুমানিক ২,০০০, করে ধরলে ১৮,০০০, কপি হয়। অর্থাৎ ১২টি সংস্করণে প্রকাশিত হয়ে ছিলো ২৭,০০০, কপি। তার লেখা একটি কবিতার বিখ্যাত ৮টি লাইন হচ্ছে:-
‘মহামূল্য পরিচ্ছদ রতন ভূষণ
নরের মহত্ত্ব নারে করিতে বর্ধন।
জ্ঞান-পরিচ্ছদ আর ধর্ম-অলঙ্কার,
করে মানুষের মহত্ত্ব বিস্তার।,
- বীরবাক্যাবলী,
- জয়দ্রথবধ বৃত্তান্ত,
- কীচকবধ কাব্য,
- আগমনী,
- হাস্যরসতরঙ্গিণী,
- ম্যাও ধরবে কে,
- ঘর থাকতে বাবুই ভেজে,
- কৌতুক শতক,
- সরল পাঠ,
- আদর্শ শ্রেণী,
- বীরবাক্যাবলী,
- জয়দ্রথবধ বৃত্তান্ত,
- কীচকবধ কাব্য,
- আগমনী,
- হতভাগ্য শিক্ষক,
- নির্বাসিতা সীতা,
- বঙ্গবালা,বিধবা বঙ্গাঙগনা প্রভৃতি।