হ্যাশট্যাগ এর সঠিক ব্যবহার? #Hashtag ব্যবহারের ক্ষতি!

[ads1]

আমাদের নতুন আরো একটি আর্টিকেল এ আপনাকে স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলটি তৈরি হয়েছে #Hashtag হ্যাসটেক কি? এটা ব্যবহার কেন করবেন!

এবং কোথায় কিভাবে #Hashtagব্যবহার করবেন সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে। এখানে অনেকেই হয়তো মনে করছেন যে আমি তো হ্যাশট্যাগ এর ব্যবহার সম্পর্কে অবগত, কিংবা #হ্যাশ_ট্যাগ ব্যবহারের সুবিধা সম্পর্কে আমরা সবাই অবগত, তাহলে এই বিষয়ে কেন আর্টিকেল আমরা লিখেছি।

কিন্তু বিশ্বাস করেন হ্যাশট্যাগ কি কিংবা এটা কিভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে অনেকেই জানে না যার ফলে এটির ব্যবহার আপনাদের সঠিক ভাবে হচ্ছে না।

হ্যাশট্যাগ (ইংরেজি: Hashtag) একটি শব্দ অথবা অ-ব্যবধানযুক্ত শব্দগুচ্ছের সামনে যুক্ত হ্যাশ চিহ্ন (“#”)। এটি মেটাডাটা ট্যাগের একটি ফর্ম।

ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগের সাইট যেমন: টুইটার, গুগল প্লাস, ইন্সটাগ্রাম ইত্যাদিতে কোনো শব্দের পূর্বে স্পেস না দিয়ে ‘#’ (হ্যাশ) প্রতীকটি যুক্ত করলে লেখাটি নীল বর্ণ ধারণ করে এবং একটি আলাদা ওয়েবলিংকে পরিণত হয়। (সুত্র: উইকিপিডিয়া)

►► আরো দেখো: ওয়েব ডিজাইনারদের গুরুত্ব পূর্ন ৭টি ওয়েবসাইট
►► আরো দেখো: PSD থেকে HTML বাংলা PDF টিপস

//shulugoo.net/4/6176583

আর এই হ্যাশট্যাগের ব্যবহার না জানার ফলে আমরা ফেসবুকে প্রচুর পরিমাণে পোস্টের মধ্যে #Hashtag ব্যবহার করে থাকি।

যেমন: #Onlyboy #Emotional #share_post #lessomery আরো ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে থাকি আমরা।

কিন্তু বাঙালিরা আসলে সঠিক ভাবে এই #Hashtag এর ব্যবহার জানে না।

বাঙালিরা অর্থাৎ যারা এই #হ্যাশ_ট্যাগ এর ব্যবহার না জানে তারা কেবলমাত্র টেক্সটকে হাইলাইট করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে।

আমরা জানি ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কোন কিছু লেখার ফলে সেগুলো কালো রঙে উপাধিতে হয়ে থাকে।

সেখানে কোন একটা লাইন কিংবা কোন একটা ওয়ার্ডকে হাইলাইট করার ক্ষেত্রে অথবা ব্লু কালার করার ক্ষেত্রে এই হ্যাশট্যাগ মানুষ ব্যবহার করে থাকে।

//shulugoo.net/4/6176583

আবার লম্বা কোন লাইন হলে ফেসপ্যাক এর মধ্যে আন্ডারস্কোর (_) ব্যবহার করে থাকে। কিন্তু এটা #হ্যাশ_ট্যাগ এর সঠিক ব্যবহার না।

[ads2]

হ্যাশট্যাগ #Hashtag  কখন শুরু হয়?

#Hashtag প্রথম ব্যবহার হয় সোসাল প্লাটফর্ম টুইটারে ২০০৭-আগস্ট-১৩ তারিখে, টুইটারে এক ব্যক্তি হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করে সেই বিষয়টা আবিষ্কার করে।

যদিও এই #হ্যাশ_ট্যাগ এর পিছনে একটা লম্বা স্টোরি আছে, বিষয়টি সংক্ষেপে বলার ক্ষেত্রে আমরা আপনাকে বলব!

‘ধরুন কোনো একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থেকে আপনি এলেন এবং আপনার সেই প্রোগ্রামে যারা জয়েন করেছে তাদেরকে টার্গেট করে কিভাবে লিখব?

এখানে হ্যাশট্যাগ এর ব্যবহার সম্পূর্ণ একটা গ্রুপ তৈরীর মত সিস্টেম করা। যেখানে আমি টার্গেট করা মানুষদের পোস্ট করতে পারব।’

হ্যাশট্যাগ শুধুমাত্র কালার হয়না এটা সম্পূর্ণ একটা লিংক তৈরী হয়ে যায় যেখানে আপনি ক্লিক করার পারমিশন পর্যন্ত রাখেন।

এবং এই হ্যাশট্যাগের লিংকে ক্লিক করার ফলে এই একই #হ্যাশ_ট্যাগ কে কে ব্যবহার করেছে সেগুলো আপনি সহজে দেখতে পারবেন।

এটা কিন্তু কোন সার্চ কি-ওয়ার্ড নয়, এটা কেবলমাত্র ‘ট্যাগ’। যেটা ব্যবহারের ফলে সিমিলার যতটা রয়েছে সেগুলো কি আপনি পেয়ে যাবেন।

[ads1]

►► See also: Bangladesh Police will take 4000 constables
►► See also: Recruitment Circular 2022 in Pran Group

হ্যাশট্যাগ এর সঠিক ব্যবহার?

যদিও টুইটার প্লাটফর্মে এটি বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন টুইটারে মুভমেন্টের জন্য এখন #হ্যাশ_ট্যাগ ব্যবহৃত হয়।

হ্যাশট্যাগ এখন অনেক ট্রেন্ডিং থাকে টুইটারে, দেখবেন যে #হ্যাশ_ট্যাগ গুলো বেশি বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো সবার উপরে দেখা যায় অর্থাৎ পপুলার হ্যাশট্যাগ হিসেবে সেগুলো উপরে চলে আসে। হ্যাশট্যাগ মূলত এটাই।

এবং এটার ব্যবহার এই টুকুই। সবগুলো সাবজেক্ট কে একসাথে পাওয়ার জন্য এটি ব্যবহার করা।

যেমন আপনার কোম্পানির নামে কোথায় কোথায় পোস্ট হয়েছে কেকে আপনার কোম্পানির নামে হ্যাশট্যাগ ব্যবহার করেছে সেগুলো আপনি একসাথে দেখতে পারেন।

যারা এতদিন পর্যন্ত পোস্ট হাইলাইট করার জন্য কিংবা ব্লু কালার পোস্টের মধ্যে ব্যবহার করার জন্য #হ্যাশ_ট্যাগ ব্যবহার করতেন আশা করি তারা #হ্যাশ_ট্যাগ সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন।

#হ্যাশ_ট্যাগ কি কাজে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আশাকরি আপনি ইতিমধ্যে অবগত।

সব সময় চেষ্টা করবেন হ্যাশট্যাগ প্রয়োজন ছাড়া ব্যবহার না করার।

যেখানে দরকার, যেখানে প্রয়োজন, যেখানে এটি ব্যবহার করলে অন্য অন্য মানুষ আপনার পোস্ট খুঁজে পাবে কিংবা আপনি ভালো একটা বেনিফিট পাবেন সেখানে এটি ব্যবহার করুন।

[ads1]

Leave a Comment