বন্ধরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম-দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ২য় অধ্যায়ের ১ম পরিচ্ছেদ সকল বহুনির্বাচনি। বন্ধুরা আমরা তোমাদের সুবিধার্থে প্রতিটি নৈমিত্তিক এর সাথে উত্তর গুলো দিয়ে দিয়েছি। ৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ – ২য় অধ্যায় (পরি: ১)
অধ্যায়-২ (প্রথম পরিচ্ছেদ: ধ্বনিতত্ত্ব)
- বাংলায় মৌলিক স্বরধ্বনি- ৭টি
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ– পঞ্চাশটি
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের সংখ্যা- ৬টি
- “ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে বলা হয়- স্পর্শ বর্ণ
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ– কার
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ– ফলা
- বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা- ২৫টি
- পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ— সংবৃত হয়
- উচ্চারণস্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি– ৫ প্রকারের
- যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয়- মহাপ্রাণ ধ্বনি
০১. Symbol অর্থ কী?
ক. শব্দ
খ. বাক্য
গ. বর্ণ
ঘ. প্রতীক √
০২. ধ্বনিদ্যোতক লিখিত ৰূপকে কী বলে?
ক. অক্ষর
খ. বর্ণ √
গ. চিহ্ন
ঘ. বর্ণমালা
০৩. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ √
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. অক্ষর
খ. বর্ণ √
গ. বর্ণমালা
ঘ. চিহ্ন
০৫. স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি?
ক. সাতটি
খ. নয়টি
গ. দশটি
ঘ. এগারটি √
০৬. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে কোথাও না কোথাও বাধা পায়?
ক. কন্ঠ্যধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি √
ঘ. ইংরেজি ধ্বনি
০৭. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ
খ. বর্ণমালা
গ. ব্যঞ্জনধ্বনি √
ঘ. ইংরেজি ধ্বনি
০৮. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক. এগারোটি
ক.উনচল্লিশটি
গ. উনপঞ্চাশটি
ঘ.পঞ্চাশটি √
০৯. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি
খ. ১২টি
গ.১১টি √
ঘ. ১৩টি
১০. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি
খ. ১১টি
গ. ৪৯টি
ঘ.৩৯টি √
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
১১. বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
ক.এগারোটি
খ. পঁচিশটি
গ. পঞ্চাশটি √
ঘ. চল্লিশটি
১২. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে—
ক. ৩২, ৮, ১০ √
খ. ৩২, ৭, ১১
গ. ৩২, ৭, ৯
ঘ. ৩০, ৮, ১২
১৩. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি √
১৪. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৬টি √
গ. ৫টি
ঘ. ৪টি
১৫. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি
খ. দশটি
গ. এগারটি
ঘ. আটটি √
১৬. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক. ফলা
খ. রেখা
গ. কার √
ঘ. যুক্ত বর্ণ
১৭. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. আ
খ. অ √
গ. উ
ঘ. ঋ
১৮. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. ফলাই
খ. ফল
গ. ফলা √
ঘ. ফলের
১৯. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. ছয়টি √
খ. দশটি
গ. এগারটি
ঘ. আটটি
২০. কয়টি ব্যঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৭টি √
ঘ. ৯টি
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
২১. স্বরধ্বনির উচ্চারণ স্থান কয়টি?
ক. ৫টি
খ. ৮টি
গ.৬টি
ঘ. ৭টি √
২২. বাংলা বর্ণমালার উৎস কী?
ক. ব্রাহ্মীলিপি √
খ. তিব্বতিলিপি
গ. খরোষ্ঠীলিপি
ঘ. দেবনাগরীলিপি
২৩. ধ্বনি সৃষ্টি হয় কীসের সাহায্যে?
ক. সাউন্ড বক্সের সাহায্যে
খ. বাগযন্ত্রের দ্বারা √
গ. মুখবিবরের সাহায্যে
ঘ. ঠোঁটের সাহায্যে
২৪. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক. কণ্ঠ
খ. শ্বাসনালি
গ.ফুসফুস √
ঘ. স্বরতন্ত্রী
২৫. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা
খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা √
গ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
ঘ. দত্ত ও ওষ্ঠ
২৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ক. ফুসফুস ও ওষ্ঠ
খ. জিহ্বা ও ওষ্ঠ √
গ. দাঁতের পাটি ও আলজিভ
ঘ. নরম তালু ও জিহ্বা
২৭. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি কী কী?
ক. ঐ এবং ঔ √
খ. ঈ এবং উ
গ. এ এবং ঐ
ঘ. ও এবং উ
২৮. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ
খ. ই √
গ. ঐ
ঘ. সবকয়টি
২৯. কোন মৌলিক স্বরধ্বনির কোন লিখিত রূপ নেই?
ক. আ
খ. অ
গ. ই
ঘ. এ্যা √
৩০. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. এগারোটি
খ. পঁচিশটি √
গ.চল্লিশটি
ঘ.পঞ্চাশটি
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৩১. বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি?
ক. ৫০টি
খ. ৩২টি
গ. ২৫টি √
ঘ. ২টি
৩২. বর্ণমালায় কয়টি যৌগিক স্বরধ্বনি আছে?
ক. ২টি √
খ. ৭টি
গ. ৫টি
ঘ. ৩টি
৩৩. যুগ্ম স্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. এ এবং ঐ
খ. ও এবং ঔ
গ. ঐ এবং ঔ √
ঘ. ই এবং ঈ
৩৪. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক. ঐ √
খ. অ
গ. ঋ
ঘ. ঈ
৩৫. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
ক. সম্মুখ ধ্বনি
খ. স্বরধ্বনি
গ.পশ্চাৎ ধ্বনি
ঘ.কেন্দ্রীয় স্বরধ্বনি √
৩৬. কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
ক. আ ধ্বনির
খ. অ ধ্বনির √
গ.ই ধ্বনির
ঘ. উ ধ্বনির
৩৭. কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
ক. ‘অ’ ধ্বনি
খ. ‘ই’ ধ্বনি
গ.’আ’ ধ্বনি √
ঘ. ‘উ’ ধ্বনি
৩৮. নিম্নাবস্থিত (সম্মুখ স্বরধ্বনি কোনটি?
ক. অ
খ. ই
গ. আ √
ঘ. উ
৩৯. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ও √
খ. অ
গ. এ
ঘ. উ
৪০. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণমালা √
খ. বর্ণ
গ. ব্যঞ্জনবর্ণ
ঘ. স্বরবর্ণ
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৪১. পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়েছে কোনটিতে?
ক. বৈধতা
খ. কলম
গ. সবগুলোই √
ঘ. যত
৪২. পরবর্তী স্বর সংস্কৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিবৃত
ঘ. সংবৃত √
৪৩. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ সংবৃত হয়। এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ কোনটি?
ক. কলম
খ. প্রত্যয়
গ. অতি √
ঘ. গুরুতর
88. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?
ক. আদিতে √
খ. অন্তে
গ. মধ্যে
ঘ. আদি ও অন্তে
৪৫. ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
ক. সংবৃত ও বিবৃত √
খ. সংবৃত
গ. বিবৃত
ঘ. অর্ধ সংবৃত
৪৬. ‘এ’ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
ক. এখন
খ. তেলাপোকা
গ. যেথা
ঘ. কেহ √
৪৭. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অঘোষ ধ্বনি √
খ. শ্বাস ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
৪৮. বাংলা বর্ণমালায় ‘পরাশ্রয়ী’ বর্ণ কয়টি?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৩টি √
ঘ. ২টি
৪৯. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ?
ক. শাপলা
খ. শেফালি
গ. শিউলি √
ঘ. গোলাপ
৫০. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে?
ক. মেঘ
খ. পথে
গ. খেলা √
ঘ. তেনা
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৫১. যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয়-
ক.মৌলিক লিপি
খ. অস্ট্রিক লিপি
গ. ব্রাক্ষী লিপি √
ঘ. বঙ্গ লিপি
৫২. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কী বলে?
ক. উষ্ম ধ্বনি
খ. পার্শ্বিক ধ্বনি
গ. ঘোষ ধ্বনি √
ঘ. যৌগিক ধ্বনি
৫৩. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক. মৌলিক স্বর
খ. সাধিত স্বর
গ. যৌগিক স্বর √
ঘ. অল্প স্বর
৫৪. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক. আম্র, বৃহৎ, মিঞা
খ. আয়না, হরিণ, ঋণ
গ. রং, চাঁদ, দুঃখ √
ঘ. শিউলি, উচিত, বৃষ
৫৫. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়-
ক. হ্রস্ব হয়
খ. হ্রস্ব হয় না
গ. দীর্ঘ হয় √
ঘ. দীর্ঘ হয় না
৫৬. যুগ্ম স্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. ই এবং উ
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ √
ঘ. আ এবং ও
৫৭. তর, তম, তন প্রত্যয় যুক্ত বিশেষণ পদের অন্ত্য ‘অ’ কী হয়?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. অপ্রকৃত হয়
ঘ. সংবৃত হয় √
৫৮. কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্ত
খ. মুহূর্ত√
গ. মূহুর্ত
ঘ. মূহরর্ত
৫৯. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. ‘অ’ ধ্বনি √
ঘ. ‘আ’ ধ্বনি
৬০. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক, মহাপ্রাণ বর্ণ
খ. স্পর্শ বর্ণ √
গ. ওষ্ঠ্য বর্ণ
ঘ. ঘোষ বর্ণ
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৬১. কোনগুলো স্পর্শধ্বনি? ‘অ’ হতে ‘ঢ’ পর্যন্ত
ক. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
খ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত √
গ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
ঘ.‘অ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
৬২. ক, খ, গ, ঘ, ঙ-এর উচ্চারণ স্থান হলো—
ক. অগ্রতালু
খ. জিহ্বামূল √
গ. অগ্র দন্তমূল
ঘ. পশ্চাৎ দস্তমূল
৬৩. ক-বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান বেলাটি?
ক. পশ্চাৎ দন্তমূল
খ. অগ্রতালু
গ. অগ্র দত্তমূল
ঘ. জিহ্বামূল √
৬৪. কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. ক, খ, গ, ঘ, ঙ √
খ. চ, ছ, জ, ঝ, ঞ
গ. ট, ঠ, ড, ঢ, ণ
ঘ. ত, থ, দ, ধ, ন
৬৫. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমুলীয়?
ক. ত বৰ্ণ
খ. ট বর্গ √
গ. চ বর্গ
ঘ. ক বর্গ
৬৬. চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণের বৈশিষ্ট্য কী রকম থাকে?
ক. হারিয়ে যায়
খ. বজায় থাকে √
গ.জীবন্ত থাকে
ঘ. সহজ হয়
৬৭. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে? –
ক. খঞ্জ √
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংঙ্গা
৬৮. উচ্চারণ অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি
খ. দন্ত্যধ্বনি
গ. তালব্য ধ্বনি
ঘ. মূর্ধন্য-ধ্বনি √
৬৯. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
ক. ট বর্গ
খ.ত বৰ্গ √
গ.চ বর্গ
ঘ.ক বৰ্গ
৭০. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠ্যধ্বনি
খ. মূর্ধন্য ধ্বনি
গ. তালব্যধ্বনি
ঘ. ওষ্ঠ্যধ্বনি √
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৭১. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৫টি √
৭২. কোনগুলো আনুনাসিক বর্ণ?
ক. ক, খ, চ, ছ
খ.গ, ঘ, জ, ঝ
গ. ট, ঠ, থ, ফ’
ঘ. ঙ, ঞ, ণ, ন √
৭৩. কোন দুটি নাসিক্য বর্ণ?
ক. ক, খ
খ. ত, থ
গ. দ, ধ
ঘ. ন, ম √
৭৪. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত
খ. খ, ছ, ঠ, থ
গ. শ, ষ, স, হ √
ঘ. গ, ঘ, ঙ, চ
৭৫. য, র, ল, ব- এ চারটি বর্ণকে বলে-
ক. স্পর্শ বর্ণ
খ. উষ্ম বর্ণ
গ. অন্তঃস্থ বর্ণ √
ঘ. তালব্য বর্ণ
৭৬. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল ?
ক. ন, ল, স √
খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ়
ঘ. ম, ব, প
৭৭. কম্পনজাত ধ্বনি কোনটি?
ক. র √
খ. চ
গ. ছ
ঘ. ল
৭৮. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
ক. ষ এবং স
খ. শ এবং হ
গ. য এবং ব √
ঘ. ন এবং ম
৭৯. কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু’পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
ক. ন
খ. ম
গ. স
ঘ. ল √
৮০. শ, ষ, স, হ- এ চারটি বর্ণকে কী বলে?
ক. স্পর্শ বর্ণ
খ. উষ্ম বর্ণ √
গ. ওষ্ঠ্য বর্ণ
ঘ. দন্ত্য বর্ণ
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৮১. কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ?
ক. শ
খ. ষ √
গ. স
ঘ. হ
৮২. তাড়নজাত ধ্বনি কোনটি?
ক. চ, ছ
খ. ড, ঢ
গ. ড়, ঢ় √
ঘ. ৎ, ং
৮৩. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. শিশধ্বনি
খ. ঘোষধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত √
৮৪. কোনটি অঘোষ ‘হ’ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
ক. ক্ষ
খ. ঃ √
গ. ং
ঘ. ‘
৮৫. নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. ক, ঙ
খ. ক, খ
গ. চ, জ
ঘ. ঘ, ঝ √
৮৬. কোন ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যপূর্ণ ও মৃদু হয়?
ক. অঘোষ ধ্বনি √
খ. অল্পপ্রাণ ধ্বনি
গ. ঘোষ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৮৭. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি √
গ. উষ্ম ধ্বনি
ঘ. পার্শ্ব ধ্বনি
৮৮. বিসর্গ (ঃ) এর উচ্চারণ কেমন?
ক. ঘোষ
খ. অঘোষ √
গ. দীর্ঘ
ঘ. হ্রস
৮৯. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম
খ.ঃ, ং √
গ. শ, ষ, স
ঘ. জ, য, ৎ
৯০. পরাশ্রয়ী বর্ণ কোনটি?
ক. ং √
খ. ৎ
গ. ঙ
ঘ. য়
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
৯১. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
ক. ক, গ
খ. ক. খ
গ.খ. घ √
ঘ. গ, ঘ
৯২. অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি?
ক. খ
খ. ঝ
গ. ছ √
ঘ. ফ
৯৩. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো-
ক. অঘোষ ধ্বনি
খ. ঘোষধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি √
৯৪. কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ক, চ
খ. খ, ছ
গ. গ, জ
ঘ. ঘ, ঝ √
৯৫. কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ভ √
খ. ছ
গ. জ
ঘ. ড
৯৬. নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?ৎ
ক. ঙ, ঞ, ন
খ. শ, ষ, স
গ. র, ড়, ঢ়
ঘ. ং, ঃ
৯৭. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন-এর উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত
খ. বিবৃত
গ. দ্রুত
ঘ. দ্বিত্ব √
৯৮. কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না?
ক. চ বর্গীয়
খ. ট বর্গীয়
গ. ব্যঞ্জন ধ্বনি
ঘ. হলন্ত ধ্বনি √
৯৯. কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্ত
খ. মূহূর্ত
গ. মুহূর্ত √
ঘ. মূহুর্ত
১০০. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক. ঞ্জ = ঞ + জ
খ.জ্ঞ = জ + ঞ √
ঘ. জ্ঞ = ঞ+চ
গ. জ্ঞ = ঙ+গ
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
১০১. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ঙ+গ = ঙ্ঘ
খ. হ+ণ= হ্ন
গ. জ+ঙ = জ্ঞ
ঘ. ক্+ষ + ক্ষ √
১০২. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ষ + ণ = ষ্ণ √
খ. ক + ম = ক্ষ
গ. হ + ণ = হ্ন
ঘ. হ + ণ = হৃ
১০৩. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
ক. ত্ +ন
খ. ত্+ণ
গ. ত্+ম √
ঘ. ত্+ত
১০৪. ‘বিজ্ঞান’ শব্দে ” কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
ক. জ্+ঞ √
খ. ঞ+জ
গ. ষ+ণ
ঘ. ক+ষ
১০৫, অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন্+জ
খ. ণ্+জ
গ. ঞ্+জ √
ঘ. ঙ্+জ
১০৬. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ষ্+ণ √
খ. ষ + ঞ
গ. ষ+ন
ঘ. ষ+ঙ
১০৭. ‘ক্ষ’-এ যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. ম+ম
খ. ম+ন্ম
গ. হ্+ম √
ঘ. ম+হ
১০৮. ‘জ’-যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. জ+গ
খ. জ + ঞ √
গ. জ্+ণ
ঘ. জ্+জ
১০৯. শীতের সঞ্চয় চাই- ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ-
ক. চ ঞ
খ. ঞ, জ
গ. ঞ, চ √
ঘ. ঞ, ছ
১১০. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ
খ. পত্তন
গ. ইত্যাদি
ঘ. রাষ্ট্র √
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
১১১. ‘ব্রাহ্মণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ক + ষ
খ. ক্ + ম
গ. হ+ন
ঘ. হ্+ম √
১১২. বাংলায় হ্রস্ব স্বরধ্বনি কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. দুইটি √
ঘ. সাতটি
১১৩. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক. অ
খ.অ্যা
গ. ঈ √
ঘ. এ
১১৪. উচ্চারণের মূল উপকরণ কোন দুটি?
ক. কণ্ঠ ও তালু
খ. জিহ্বা ও ওষ্ঠ √
গ. কণ্ঠ ও জিহ্বা
ঘ. জিহ্বা ও দন্ত
১১৫. নিচের কোনটির উচ্চারণ কেন্দ্রীয়, ওষ্ঠাধর বিবৃত?
ক. এ
খ. ও
গ. আ √
ঘ. অ্যা
১১৬. উচ্চারণ অনুযায়ী উচ্চমধ্য পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. ই
খ. ঊ
গ. ও √
ঘ. উ
১১৭. উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্নমধ্য স্বরধ্বনি কোনটি?
ক. ই
খ. আ
গ. অ √
ঘ. উ
১১৮. বাংলা কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে?
ক. অ
খ. আ √
গ. উ
ঘ.এ
১১৯. কোনটি দ্বি-স্বরের উদাহরণ?
ক. কুয়া √
খ. কথা
গ. মোন
ঘ. অতি
১২০. অনেক সময় ই-ধ্বনির পরের ‘অ’ বিবৃত হয়— এর উদাহরণ কোনটি?
ক. গঠিত √
খ. নোলক
গ. কলম
ঘ. বৈধতা
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
১২১. নিচের কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
ক. খেমটা √
খ. জোর
গ. চরণ
ঘ. ঐক্য
১২২. ‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ‘এ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত √
খ. বিবৃত
গ. হ্রম্ন
ঘ. দীর্ঘ
১২৩. বাংলা একাক্ষর শব্দে ‘ও-কার’—
ক. হ্রস হয়
খ. দীর্ঘ হয় √
গ. বিবৃত হয়
ঘ. সংবৃত-বিবৃত হয়
১২৪. ফুসফুস তাড়িত বাতাস বাধা পেয়ে স্পষ্ট হয়— এরূপ ধ্বনির সংখ্যা কত?
ক. এগারো
খ. বত্রিশ
গ. ঊনচল্লিশ √
ঘ. বত্রিশ
১২৫. চ ছ জ ঝ-এগুলো উচ্চারণস্থান অনুযায়ী কোন ধরনের বর্ণ?
ক. কণ্ঠ্যবর্ণ
খ. তালব্য বর্ণ √
গ. জিহ্বামূলীয় বর্ণ
ঘ. মূর্ধন্য বর্ণ
১২৬. কোনগুলো তালব্য বর্ণ?
ক. য য় জ শ
খ. র ড় জ শ
গ.ছ ঝ চ ষ √
ঘ. হ চ জ ঢ়
১২৭. কোন ধ্বনিটি উচ্চারণের সময় উন্মুক্ত কণ্ঠের মধ্য দিয়ে জোরে বাতাস নির্গত হয়?
ক. ‘ক’
খ. ‘ঙ’
গ. ‘হ’ √
ঘ. ‘র’
১২৮. অঘোষ মহাপ্রাণ মূর্ধন্যধ্বনি কোনটি?
ক. ভ
খ. ঠ √
গ. ঢ
ঘ. জ
১২৯. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ কোনটি?
ক. ঢ় √
খ. য
গ. ল
ঘ. ব
১৩০. পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে সরসঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়— এ নিয়মের বাইরের উদাহরণ কোনটি?
ক. কথা
খ. কলম √
গ. বৈধতা
ঘ. যত
৯ম-১০ম বাংলা ২য় পত্র MCQ উত্তরসহ
১৩১. সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত ধ্বনি কোনটি?
ক. আ
খ. অ
গ. এ √
ঘ. ও
১৩২. বাংলা ভাষায় সংযুক্ত ব্যঞ্জনবর্ণ কতভাবে গঠিত হয়?
ক. এক
খ. দুই
গ. তিন √
ঘ. চার
১৩৩. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি√
খ. অঘোষ ধ্বনি
গ. অল্প প্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
১৩৪. অঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্যবর্ণ কোনটি?
ক. ত
খ. ব
গ. প √
ঘ. ভ
১৩৫. মূর্ধণ্যধ্বনির অন্তর্গত ধ্বনিগুচ্ছ –
ক. ব, ভ, ম
খ. ছ, জ, ঝ
গ. দ, ধ, ন
ঘ. ঠ, ড, ঢ √
১৩৬. চ, ছ- ধ্বনির উচ্চারণ স্থান কোথায়?
ক. কন্ঠ
খ. তালু √
গ. ওষ্ঠ
ঘ. মূর্ধা
১৩৭. জিহ্বার উচ্চতার দিক থেকে উচ্চমধ্য স্বরধ্বনি কোনগুলো?
ক. এ, ও √
খ. এ, অ
গ.আ, ও
ঘ. অ, ও
১৩৮. নিচের কোন শব্দটি উচ্চারণে জিহ্বার দুপাশ দিয়ে মুখব্বির থেকে বায়ু বের হয়ে আসে?
ক. রাহাত
খ. নেওয়া
গ. ফসল √
ঘ. পহেলা
১৩৯. স্পর্শ ও উষ্ম বর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়?
ক. অন্তঃস্থ বর্ণ √
খ. অঘোষ বর্ণ
গ. তাড়নজাত বর্ণ
ঘ. অনুনাসিক বর্ণ
১৪০. ‘আহ্বান’ – এর প্রকৃত উচ্চারণ কোনটি?
ক. আহ্বান
খ. আহবান
গ. আওভান √
ঘ. আবহান
এছাড়াও বাংলা দ্বিতীয় পত্র থেকে আরো কিছু বহুনির্বাচনী তোমাদের মধ্যে তুলে ধরা হলো তোমরা চাইলে এগুলো নির্দ্বিধায় করতে পারো। অবশ্যই এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পড়তে পারে।
-
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ – পরিচ্ছেদ ১ -
SSC বাংলা-২য় পত্র MCQ উত্তরসহ – পরিচ্ছেদ ১২ -
SSC বাংলা ২য় পত্র MCQ – পরিচ্ছেদ ৭ (PDF) -
SSC Bangla 2nd Paper MCQ Suggestion 2022 (PDF)