৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ : ১. মাটির ভৌত অবস্থার উন্নতি ঘটায় কোনটি?
(ক) পানি (খ) জৈব পদার্থ ✔
(গ) খনিজ পদার্থ (ঘ) বায়ু

২. ডাল কোন ধরনের মাটিতে ভালো হয়?
(ক) বেলে (খ) অম্লীয়
(গ) এঁটেল (ঘ) ক্ষারীয় চুনযুক্ত ✔

৩. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অম্লমান কত?
(ক) ৪.৫-৫.৫ (খ) ৫.৫-৬.৫ ✔
(গ) ৬.৫-৭ (ঘ) ৭-৭.৫

৪. বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?
(ক) যশোর (খ) নোয়াখালী
(গ) ফেনী (ঘ) দিনাজপুর ✔

৫. খরিপ-২ মৌসুমের সময়কাল কখন?
(ক) চৈত্র হতে জ্যৈষ্ঠ (খ) আষাঢ় হতে ভাদ্র ✔
(গ) আশ্বিন হতে ফাল্গুন (ঘ) জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

৬. কোনটি রবি মৌসুমের ফসল?
(ক) চিনাবাদাম ✔ (খ) ভুট্টা
(গ) পাট (ঘ) রোপা আমন

৭. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?
(ক) গম (খ) ভুট্টা (গ) ধান ✔ (ঘ) পাট

৮. ধান গাছের জন্য উপযোগী-
র. কাদা মাটি রর. কাদা দোঁআশ মাটি
ররর. বেলে মাটি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৯. ধান চাষের জন্য খুব ভালো মাটি হলো-
র. এঁটেল মাটি রর. বেলে দোঁআশ মাটি
ররর. এঁটেল দোঁআশ মাটি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

১০. আঁশ জাতীয় খাদ্য হলো-
র. সাইলেজ রর. কাঁচা ঘাস
ররর. গমের ভুসি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

১১. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে বেশির ভাগ জমিই হলো-
র. উচু রর. বেশি উচু ররর. মাঝারি উচু
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

১২. ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন-
র সুষম মাত্রায় সার প্রয়োগ রর. প্রয়োজনীয় সেচ দেওয়া
ররর. রোগ ও পোকা দমন করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

১৩. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বৈশিষ্ট্য-
র. উচ্চ ভুমি বিশিষ্ট
রর. জৈব পদার্থের মাত্রা নিুমানের
ররর. অম্লমানের মাত্রা ৫.৫-৬.৫
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

১৪. কৃষি পণ্যের মান বাড়াতে দরকার-
র. মান অনুযায়ী গ্রেডিং করা রর. উৎপাদিত শস্য সংরক্ষন
ররর. শস্যের দেখভাল ঠিকমতো করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

১৫. রোপা আমনের চারা কত দিন পর মূল জমিতে রোপনের উপযুক্ত হয়?
(ক) ১৫-২০ (খ) ২০-২৫
(গ) ২৫-৩০ ✔ (ঘ) ৩০-৩৫

১৬. পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ দিতে হয়?
(ক) ২-৩ (খ) ৩-৪  (গ) ৪-৫ (ঘ) ৫-৬

১৭. জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি?
(ক) ভূমি কর্ষণ ✔ (খ) নালা তৈরি
(গ) সার প্রয়োগ (ঘ) বেড তৈরি

১৮. কোন ফসলের মাধ্যমে সবুজ সার তৈরি হয়?
(ক) ভুট্টা (খ) সরিষা (গ) যব (ঘ) ধৈঞ্চা ✔

১৯. কোন ফসল চাষের জন্য জমি গভীর ভাবে চাষ করতে হয়?
(ক) মুলা (খ) মরিচ (গ) গম (ঘ) আলু ✔

২০. খনার বচন অনুযায়ী ধান চাষে কতটি চাষ দিতে হয়?
(ক) ২ (খ) ৪ ✔ (গ) ৮ (ঘ) ১৫

২১. পানি সেচের উদ্দেশ্য-
র. মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
রর. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করা
ররর. শস্যের ফলন বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

২২. ফসল উৎপাদন কিসের উপর নির্ভরশীল?
র. মাটির বৈশিষ্ট্য রর. ফসলের জাত
ররর. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

২৩. রিল ভুমিক্ষয় ভূমি ক্ষয়ের কত তম ধাপ?
(ক) ১ম (খ) ২য় ✔ (গ) ৩য় (ঘ) ৪র্থ
২৪. কোন ধরনের মাটিতে ভূমিক্ষয় কম হয়?
(ক) দোআঁশ (খ) বেলে দোআঁশ ✔
(গ) এঁটেল (ঘ) এঁটেল দোআঁশ

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

২৫. ভূমি ক্ষয়ের প্রধান কারণ কোনটি?
(ক) জলোচ্ছ্বাস (খ) পাহাড়ি ঢল
(গ) বৃষ্টিপাত ✔ (ঘ) জুম চাষ

২৬. প্রাকৃতিক ভূমি ক্ষয়ের কারণ গুলো হলো-
র. বৃষ্টিপাত রর. ভূমি কর্ষণ ররর. বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

২৭. নদী ভাঙনের প্রকটতা দেখা যায় –
র. চাঁদপুরে রর. সিরাজগঞ্জে
ররর. কুষ্টিয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

২৮. বীজ শুকানোর পদ্ধতি কয় প্রকার?
(ক) ২ ✔ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

২৯. ইঁদুর, ছত্রাক, পাখি ও আর্দ্রতার কারণে শতকরা কত ভাগ ফসল নষ্ট হয়?
(ক) ৫ (খ) ১০ ✔ (গ) ১৫ (ঘ) ২০

৩০. গ্রাম বাংলায় বীজ সংরক্ষনের কোন পদ্ধতিটি বহুল পরিচিত?
(ক) গোয়াল সংরক্ষন (খ) ডোলে সংরক্ষন
(গ) পলিথিন ব্যাগে সংরক্ষন (ঘ) মটকায় সংরক্ষণ ✔

৩১. উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কত ভাগে ভাগ করা হয়?
(ক) ২ ✔ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

৩২. উদ্ভিদভোজি মাছ –
র. বোয়াল রর. গ্রাসকার্প ররর. সরপুঁটি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

৩৩. টিউবারের মাধ্যমে কোনটির বংশ বিস্তার করা হয়?
(ক) আনারস (খ) কলা
(গ) আলু✔ (ঘ) আদা

৩৪. কোন মাটিকে আদর্শ মাটি বলা হয়?
(ক) দোআঁশ ✔ (খ) বেলে দোআঁশ
(গ) এঁটেল (ঘ) পলি

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৩৫. কোন ধরনের মাটি টমেটো চাষের অনুপযোগী?
(ক) দোআঁশ (খ) বেলে দোআঁশ
(গ) বেলে ✔ (ঘ) এঁটেল দোআঁশ

৩৬. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের?
(ক) বেলে (খ) বেলে দোঁআশ
(গ) দোআঁশ ✔ (ঘ) কর্দম

৩৭. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির ধরন কী রকম?
(ক) দোআঁশ ✔ (খ) বেলে
(গ) এঁটেল (ঘ) এঁটেল দোআঁশ

৩৮. ফসল উৎপাদনের মৌসুম কতটি?
(ক) পাঁচটি (খ) দুটি ✔ (গ) তিনটি (ঘ) চারটি

৩৯. প্রাথমিক বীজতলায় জমির মাপ কত বর্গমিটার হয়?
(ক) ১০✖৭ ✔ (খ) ১০✖৫
(গ) ১০✖১৪ (ঘ) ১০✖১৮

৪০. বোরো ধানের ক্ষেত্রে আগে কী করতে হয়?
(ক) চারা উৎপাদন ✔ (খ) মূল জমি প্রস্তুতি
(গ) বীজ সংগ্রহ (ঘ) জমিতে সার প্রয়োগ

৪১. দেশি মাপের দেড় বিঘা জমির জন্য কত বর্গমিটার বীজতলা প্রয়োজন?
(ক) ১০৫ ✔ (খ) ১৫০ (গ) ১২০ (ঘ) ৯০

৪২. বীজতলার একখন্ড থেকে অপর খন্ডের মাঝে কত সে.মি. ফাঁকা থাকবে?
(ক) ২০ (খ) ৩০ ✔ (গ) ৩৫ (ঘ) ৪০

৪৩. আলুর জমিতে এক নালা থেকে আর একটি নালার দূরত্ব কত সে.মি. হয়?
(ক) ৩০ (খ) ৩৫ (গ) ৫০ (ঘ) ৬০ ✔

৪৪. কোনো জমিতে সকল খাদ্য উপাদান সমানভাবে উপস্থিত থাকলে তাকে কী বলা হয়?
(ক) মাটির উর্বরতা (খ) উর্বর মাটি ✔
(গ) অনুর্বর ভূমি (ঘ) সমতল ভূমি

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৪৫. ভূমি কর্ষণের উদ্দেশ্য কতটি?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ ✔ (ঘ) ৮

৪৬. মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা যায় কীসের মাধ্যমে?
(ক) ভূমি কর্ষণ ✔ (খ) সার প্রয়োগ
(গ) নালা তৈরি (ঘ) বেড তৈরি

৪৭. মাটি সাধারণত কত ভাগ খনিজ পদার্থ নিয়ে গঠিত?
(ক) ৩৫ (খ) ৪৫ ✔ (গ) ৫৫ (ঘ) ৬৫

৪৮. শস্য উৎপাদনের জন্য অন্যতম নিয়ন্ত্রক কোনটি?
(ক) মাটির অনুর্বরতা (খ) মাটির উর্বরতা ✔
(গ) মাটিতে সকল খাদ্য উপাদান কম থাকা
(ঘ) মাটিতে সার প্রয়োগ

৪৯. জমি প্রস্তুতকরণ নির্ভর করে-
র. মাটির প্রকারভেদের উপর
রর. মাটির জৈব পদার্থ ও রসের ওপর
ররর. ফসলের প্রকারের ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৫০. মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে-
র. মাটির কণা দানাদার ও সংযুক্ত হয়
রর. সহজে অঙ্কুরোদগম হয়
ররর. বীজের অবস্থান ভালো থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৫১. মাটিস্থ জীবাণুসমূহ:
র. জৈব পদার্থ পচনে সাহায্য করে
রর. গাছকে পুষ্টি প্রদান করে
ররর. উঁচু-নিচু জমিতে সমতল করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৫২. জমি কিভাবে চাষ করতে হবে তা নির্ভর করে-
র. ফসলের জাতের ওপর রর. মাটির প্রকারের ওপর
ররর. স্থানীয় আবহাওয়ার ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

৫৩. মাটির উর্বরতার প্রধান নিয়ন্ত্রক হলো-
র. খনিজ পদার্থ রর. জৈব পদার্থ
ররর. ভূমির বন্ধুরতা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৫৪. ভূমিক্ষয় প্রধানত কত প্রকার?
(ক) ২ ✔ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

৫৫. মানুষ কর্তৃক ভূমিক্ষয়ের কারণ কোনটি?
(ক) বৃষ্টিপাত (খ) সমুদ্রস্রোত
(গ) পানি নিষ্কাশন ✔ (ঘ) বায়ুপ্রবাহ

৫৬. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ ✔ (ঘ) ৫

৫৭. কোন মাসে বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়?
(ক) আষাঢ়-শ্রাবণ (খ) বৈশাখ-জ্যৈষ্ঠ
(গ) চৈত্র-বৈশাখ ✔ (ঘ) আশ্বিন-কার্তিক

৫৮. কোন ফসল চাষের মাধ্যমে মাটির ক্ষয়রোধ করা যায়?
(ক) চিনাবাদাম ✔ (খ) গম
(গ) সরিষা (ঘ) ভুট্টা

৫৯. পাহাড়ি ভূমিক্ষয় রোধের উপায় কোনটি?
(ক) পাহাড়ের ঢালে রাবার চাষ করা
(খ) পাহাড়ের ঢালে আড়াআড়ি চাষ করা ✔
(গ) কম শিকড় বিশিস্ট ফসল চাষ করা
(ঘ) জমি ঘন ঘন চাষ করা

৬০. ভূমিক্ষয়ের ফলে-
র. মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়
রর. ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে
ররর. মাটির উর্বরতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৬১. জুম চাষ করা হয়-
র. সিলেটে রর. রাঙামাটিতে
ররর. বান্দরবনে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

৬২. পাহাড়ি জমিতে ভূমিক্ষয় হয়-
র. আড়াআড়ি চাষ করলে রর. ঢাল বরাবর চাষ করলে
ররর. ধাপ সৃষ্টি না করে চাষ করলে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

৬৩. ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন আর্দ্রতা শতকরা কত থাকে?
(ক) ১৫-২০ (খ) ১৮-৪০ ✔
(গ) ২০-৪০ (ঘ) ৩০-৪০

৬৪. বীজের আর্দ্রতাকে শতকরা কত ভাগ এর নিচে নামিয়ে আনা আবশ্যক?
(ক) ৮ (খ) ১০ (গ) ১২ ✔ (ঘ) ১৪

৬৫. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়?
(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০ ✔

৬৬. বীজের আর্দ্রতা শতকরা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?
(ক) ২০-২৫ (খ) ২৫-৩০
(গ) ২৫-৬০ (ঘ) ৩৫-৬০ ✔

৬৭. বীজ কোথায় শুকানো হয়?
(ক) রোদে ✔ (খ) পানিতে
(গ) বালিতে (ঘ) কাদাতে

৬৮. ধান রাখার আগে ধানের গোলার ভেতর ও বাইরে কোন মিশ্রণের প্রলেপ দেওয়া হয়?
(ক) চুন ও মাটি (খ) বালি ও মাটি
(গ) মাটি ও আলকাতরা (ঘ) গোবর ও মাটি ✔

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৬৯. বীজ বিপণনের সময় ক্রেতাদের কয়টি তথ্য প্রদান করতে হবে?
(ক) ১৫ (খ) ১৪ (গ) ১৬ (ঘ) ১২ ✔

৭০. ‘মটকা’ কী দিয়ে নির্মিত?
(ক) মাটি ✔ (খ) বাঁশ (গ) কাঠ (ঘ) কাচ

৭১. মটকার আকৃতি কেমন?
(ক) গোলাকার ✔ (খ) আয়তাকার
(গ) ত্রিকোণাকার (ঘ) ষড়ভুজাকৃতির

৭২. বীজ সংরক্ষণের উদ্দেশ্য হলো-
র. বীজের গুণগতমান রক্ষা করা
রর. বীজের জীবণীশক্তি দীর্ঘদিন বজায় রাখা
ররর. বীজের আর্দ্রতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

মকবুল সাহেব এবার বি আর-২৮ ধান চাষ করেছেন। তিনি এর কিছু অংশ বীজ হিসেবে সংরক্ষণ করার জন্য শুকাতে চান।
৭৩. মকবুলকে বীজের আর্দ্রতা শতকরা কত ভাগে নিয়ে আসতে হবে?
(ক) ১২ ✔ (খ) ১৮ (গ) ২০ (ঘ) ৪০

৭৪. বীজ হিসেবে ব্যবহারের পূর্বে তাকে-
র. সঠিক আর্দ্রতায় বীজ শুকাতে হবে
রর. মান ঠিক আছে কিনা দেখতে হবে
ররর. বীজের জীবণীশক্তি পরীক্ষা করে দেখতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

৭৫. মাছ চাষকে লাভজনক করতে মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কোনটি দেয়া হয়?
(ক) চালের গুঁড়া ✔ (খ) গোবর সার
(গ) হরমোন (ঘ) ইউরিয়া

৭৬. আধুনিক পদ্ধতিতে মাছ চাষে যা খরচ হয় তার প্রায় শতকরা কত ভাগ খরচ হয় খাদ্য ক্রয় করতে?
(ক) ৩০ (খ) ৪০ (গ) ৫০ (ঘ) ৬০ ✔

৭৭. মাছের খাদ্যে আর্দ্রতার পরিমাণ শতকরা কত ভাগ হলে ছত্রাক জন্মাতে পারে?
(ক) ১০ ✔ (খ) ২০ (গ) ৩০ (ঘ) ৪০

৭৮. বাতাসে আপেক্ষিক আর্দ্রতা শতকরা কত এর বেশি থাকলে খাদ্যে ছত্রাক জন্মাতে পারে?
(ক) ৬০ (খ) ৬৫ ✔ (গ) ৭০ (ঘ) ৭৫

৭৯. সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মাছের খাদ্যের কোন পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়?
(ক) শর্করা (খ) আমিষ
(গ) ভিটামিন ✔ (ঘ) খনিজ লবণ

৮০. রেন্সিডিটি অর্থ কী?
(ক) খনিজ জারণ ক্রিয়া (খ) আমিষ জারণ ক্রিয়া
(গ) শর্করা জারণ ক্রিয়া (ঘ) চর্বি জারণ ক্রিয়া ✔

৮১. খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে কী বলে?
(ক) খাদ্য প্রক্রিয়াজাতকরণ (খ) খাদ্য গুদামজাতকরণ
(গ) খাদ্য উৎপাদন (ঘ) খাদ্য সংরক্ষণ ✔

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৮২. মাছের খাদ্য কত মাসের বেশি গুদামে সংরক্ষণ করা যায় না?
(ক) ৩ ✔ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬

৮৩. গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দেওয়া হয়?
(ক) ২-৩ (খ) ৩-৪ ✔ (গ) ৪-৪ (ঘ) ৫-৬

৮৪. গবাদিপশুর সম্পূরক খাদ্য হিসেবে আমাদের দেশে সচরাচর ব্যবহার করা হয়
র. গমের ভুসি রর. ফিশমিল ররর. ক্ষুদিপানা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

৮৫. খৈল কী জাতীয় খাদ্য?
(ক) দানাদার ✔ (খ) ফিড অ্যাডিটিভস
(গ) আঁশযুক্ত (ঘ) খনিজ

৮৬. কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?
(ক) চিটাগুড় (খ) ক্ষুদিপানা
(গ) তিলের খৈল (ঘ) ফিশমিল ✔

৮৭. FCR অর্থ কী?
(ক) Food Conservation Ratio
(খ) Food Conversion Ratio ✔
(গ) Food Capacity Ratio
(ঘ) Food Cooling Ratio

৮৮. কখন পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করতে হবে?
(ক) পানি ঘোলা হলে (খ) সবুজ হলে
(গ) কম সবুজ হলে (ঘ) অত্যধিক সবুজ হলে ✔

৮৯. একটি গরুকে দৈনিক কত গ্রাম ব্লক জিহ্বা দিযে চেটে খেতে দিতে হবে?
(ক) ২০০ (খ) ৩০০ ✔ (গ) ৪০০ (ঘ) ৫০০

৯০. অ্যালজিতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে?
(ক) এ (খ) বি (গ) সি ✔ (ঘ) ডি

৯১. আমিষ জাতীয় খাদ্য সম্পূরক হিসেবে কোনটি বাজারে পাওয়া যায়?
(ক) প্রোটিন কনসেনট্রেড ✔ (খ) এসসিপি
(গ) ভিটামিন (ঘ) খনিজ প্রিমিক্স

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৯২. কাফ স্টার্টার কি?
(ক) মুরগির খাদ্য (খ) পাখির খাদ্য
(গ) বাছুরের খাদ্য ✔ (ঘ) হাঁসের খাদ্য

৯৩. কাফ স্টার্টারের যব ও ভুট্টার অনুপাত কত?
(ক) ১ : ৩ (খ) ২ : ৫
(গ) ২ : ১ (ঘ) ১ : ১ ✔

৯৪. প্রাণিজাত সম্পূরক খাদ্য হলো-
র. ফিশমিল রর. খুদিপানা
ররর. গবাদিপশুর রক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৯৫. সরপুঁটি মাছকে সম্পূরক খাদ্য হিসেবে দেয়া হয়Ñ
র. আটা রর. কুটিপানা ররর. ক্ষুদিপানা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

কবির মিয়া তার পুকুরে মিশ্র চাষের মাধ্যমে মাছ উৎপাদন করে। কিন্তু তেমন লাভজনক না হওয়ায় মৎস্য কর্মকর্তা তার পুকুরে অধিক উৎপাদনের জন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করতে বললেন।

৯৬. কবির মিয়া তার পুকুরে গ্রাসকার্প ও সরপুঁটি মাছের জন্য কোন প্রকারের সম্পূরক খাদ্য প্রয়োগ করবে?
(ক) ক্ষুদিপানা ✔ (খ) সরিষার খৈল
(গ) চালের কুঁড়া (ঘ) ফিশমিল

৯৭. মৎস্য কর্মকর্তার সম্পূরক খাদ্য প্রয়োগের ওপর জোড় দেওয়ার কারণÑ
র. পুষ্টি চাহিদা পূরণের জন্য
রর. প্রাকৃতিক খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য
ররর. বেশি উৎপাদন পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৯৮. ধান গাছ কী ধরনের মাটি পছন্দ করে?
(ক) কর্দম ✔ (খ) বেলে
(গ) কঙ্কর (ঘ) সব ধরনের

৯৯. বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা সৃষ্টি?
(ক) হোয়াংহো (খ) শীতলক্ষ্যা
(গ) যমুনা (ঘ) ব্রহ্মপুত্র ✔

আরো পড়ুন: ১৯০ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ
আরো পড়ুন: লাইফ ফোকাস পর্ব-৩

১০০. কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সে.মি. গভীর স্তরকে মাটি বলে?

(ক) ১০-১২ সে.মি. (খ) ১৫-১৮ সে.মি. ✔
(গ) ১৯-২০ সে.মি. (ঘ) ২১-২২ সে.মি.

৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ

১০১. গম চাষের জন্য মাটির অম্লত্বÑক্ষারত্বের মাত্রা কত হতে হবে?
(ক) ৪.০-৫.০ (খ) ৫.০-৬.০
(গ) ৬.০-৭.০ ✔ (ঘ) ৭.০-৮.০

১০২. ডাল চাষের জন্য কোন আবহাওয়া ভালো?
(ক) গরম আবহাওয়া (খ) ভেজা আবহাওয়া
(গ) অল্প বৃষ্টিপাত ✔ (ঘ) বেশি বৃষ্টিপাত

১০৩. উপকূলীয় অঞ্চলের অন্তর্গত কৃষি পরিবেশ অঞ্চলÑ
(ক) ১৩ ✔ (খ) ১৯ (গ) ২৫ (ঘ) ৩০

১০৪. বাংলাদেশের মাটি যেসব নদীর পলি দিয়ে সৃষ্টি-
র. গঙ্গা রর. যমুনা ররর. মেঘনা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

আরো পড়ুন: ৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ

১০৫. দোআঁশ মাটি অঞ্চলের বৃষ্টিনির্ভর রবি ফসল-
র. গম রর. বোরো ররর. চিনাবাদাম
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

১০৬. কাদামাটি অঞ্চলের বৈশিষ্ট্য-
র. জমি মাঝারি উঁচু রর. মাটি কর্দমবিশিষ্ট
ররর. জৈব পদার্থ মাঝারি মাত্রার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

রহিম সাহেবের জমি মাঝারি উঁচু পলি দোআঁশ ধরনের। তার জমিতে জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা খুবই সামান্য। তার অঞ্চলের জমির অম্লত্ব মান গড়ে ৫-৫.৭।

১০৭. রহিম সাহেবের জমি কোন মৃত্তিকাভিত্তিক অঞ্চলের অন্তর্গত?
(ক) বরেন্দ্র ও মধুপুর (খ) কাদামাটি অঞ্চল
(গ) পাহাড়ি ও পাদভূমি ✔ (ঘ) দোআঁশ মাটি অঞ্চল

১০৮. তিনি তার জমিতে রবি মৌসুমে বৃষ্টিনির্ভর ফসল হিসেবে চাষ করতে পারেনÑ
র. আখ রর. পাট ররর. সরিষা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

১০৯. রোপা আমন চাষের জন্য মূল জমিতে কতবার চাষ দিতে হয়?
(ক) ২-৩ বার (খ) ৩-৪ বার
(গ) ৪-৫ বার ✔ (ঘ) ৮-১০ বার

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

আলী মিয়া তার চার বিঘা জমিতে রোপা আমন চাষের জন্য বীজতলা প্রস্তুত করতে চান।

১১০. তিনি যে ধরনের বীজতলা প্রস্তুত করতে পারেন-
র. কর্দম রর. শুকনা
ররর. বীজতলার প্রয়োজন নেই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

১১১. তার বীজতলার আকার হবেÑ
(ক) ২০০ ব.মি. (খ) ২৪০ ব.মি. ✔
(গ) ২৫০ ব.মি. (ঘ) ২৭০ ব.মি.

১১২. ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ-
(ক) কৃষিকাজ (খ) বায়ু প্রবাহ ✔
(গ) বসত বাড়ি নির্মাণ (ঘ) জুম চাষ

১১৩. নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর?
(ক) বায়ু (খ) বৃষ্টি
(গ) গরুÑছাগল চারণ (ঘ) জুম চাষ ✔

১১৪. আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
(ক) বায়ু প্রবাহ (খ) বৃষ্টিপাত ✔
(গ) হাল চাষ (ঘ) বসত বাড়ি বানানো

১১৫. কোন অঞ্চলে নালা ভূমিক্ষয় বেশি পরিলক্ষিত হয়?
(ক) উত্তরাঞ্চলে (খ) সমতল ভূমিতে
(গ) নিচু জমিতে (ঘ) পার্বত্য অঞ্চলে ✔

১১৬. কোন ধরনের মাটিতে ক্ষয় বেশি হয়?
(ক) দোআঁশ (খ) পলি মাটি
(গ) কর্দম (ঘ) বেলে ✔

১১৭. কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়?
(ক) রিল ভূমিক্ষয় (খ) নালা ভূমিক্ষয়
(গ) নদী কূলের ভূমিক্ষয় ✔ (ঘ) আস্তরণ ভূমিক্ষয়

১১৮. নালা ভূমিক্ষয়-
র. অতি দ্রুত সংঘটিত হয়
রর. পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়
ররর. রিল ভূমিক্ষয়ের পরবর্তী ধাপ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর ✔
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

ভূমিক্ষয় মাটির উর্বরতা হ্রাসের অন্যতম কারণ। আমাদের দেশে যে ধরনের ভূমিক্ষয় হয় তার মধ্যে নদী ও সাগরকূলের ভূমিক্ষয় রোধ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে বিশেষ ব্যবস্থায় পাহাড়ি ভূমিক্ষয় সহজেই রোধ করা যায়।

১১৯. পাহাড়ি ভূমিক্ষয় রোধের উপায় কোনটি?
(ক) পাহাড়ের ঢালে রাবার চাষ করে
(খ) পাহাড়ের ঢালে আড়াআড়ি চাষ করে ✔
(গ) কম শিকড় বিশিষ্ট ফসল চাষ করে
(ঘ) জমি ঘন ঘন চাষ করে

১২০. কর্ণফুলী নদী পাড়ের জমিতে কোন ধরনের ভূমিক্ষয় বেশি হওয়ার সম্ভাবনা থাকে?
(ক) রিল ভূমিক্ষয় (খ) সাগরকূলের ভূমিক্ষয়
(গ) নদীকূলের ভূমিক্ষয় ✔ (ঘ) নালা ভূমিক্ষয়
১২১. বীজ কী দিয়ে শুকানো হয়?
(ক) ৪০-৬০% (খ) ৩৫-৬০% ✔
(গ) ২৫-৪০% (ঘ) ৪৫-৬০%

১২২. গ্রামবাংলায় বীজ সংরক্ষণের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি?
(ক) মটকায়  (খ) পলিব্যাগে
(গ) গোলায় (ঘ) বাক্সে
১২৩. বীজ বিপণন বলতে বোঝায়Ñ
র. বীজ সংগ্রহ রর. বীজ প্যাকেট করা
ররর. বিজ্ঞপ্তি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর 

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

আবুল সাহেব এবার বি আরÑ২৮ ধান চাষ করেছেন। তিনি এর কিছু অংশ বীজ হিসেবে সংরক্ষণ করার জন্য শুকোত চান।
১২৪. তাকে কত আর্দ্রতায় নিয়ে আসতে হবে?
(ক) ১৮% (খ) ৪০% (গ) ২০% (ঘ) ১২% ✔
১২৫. বীজ হিসেবে ব্যবহারে পূর্বে তাকে-
র. সঠিক আর্দ্রতায় বীজ শুকাতে হবে
রর. মান ঠিক আছে কি না দেখতে হবে
ররর. মান ভালো না হলে বীজ হিসেবে ব্যবহার করা ঠিক নয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর ✔
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

১২৬. মাছের খাদ্যে কত সে. তাপমাত্রায় খুব ভালো পোকামাকড় জন্মাতে পারে?
(ক) ১০০-১৬০ সে. (খ) ১৮০-২৪০ সে.
(গ) ২৬০-৩৭০ সে. ✔ (ঘ) ২৮০-৩৯০ সে.

১২৭. শিম গোত্রীয় ঘাস কোনটি?
(ক) ভুট্টা (খ) নেপিয়ার
(গ) মাসকলাই ✔ (ঘ) গিনি

১২৮. খড় সংরক্ষণের পদ্ধতি কোনটি?
(ক) গাদা করে রাখা ✔ (খ) সাইলেজ তৈরি করা
(গ) গুদাম ঘরে রাখা (ঘ) হে তৈরি করা

১২৯. শিম গোত্রীয় ঘাস-
র. সবুজ খেসারি রর. পারা ঘাস ররর. মাসকলাই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

সোহেল তার মাছের খামারের জন্য এক মাসের খাদ্য হিসেবে গমের ভুসি, তিলের খৈল ও চালের কুড়া কিনে আনল।
১৩০. সোহেলের খাদ্যগুলোর ধরন কেমন?
(ক) শুষ্ক ✔ (খ) আর্দ্র (গ) ভেজা (ঘ) পশুজাত

১৩১. খাদ্যগুলো সংরক্ষণে ব্যবহার করা যাবে
র. পলিথিন রর. চটের বস্তা ররর. মুখ বন্ধ পাত্র
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔

নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:

নিচের ঘাসগুলোর নাম লক্ষ কর- ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস।
১৩২. উক্ত ঘাসগুলো সংরক্ষণের সর্বোত্তম পদ্ধতি কোনটি?
(ক) সাইলেজ ✔ (খ) হে
(গ) খড় (ঘ) গাদা

১৩৩. ঘাসগুলোর কাটতে হয়-
র. ফুল আসার সময় রর. ফুল আসার পর
ররর. রসালো অবস্থায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর ✔ (ঘ) র, রর ও ররর

১৩৪. গোÑখাদ্য হিসেবে কোন ধরনের এ্যালজি ব্যবহার করা হয়?
(ক) ক্লোরেলা ✔ (খ) স্পাইরোগাইরা
(গ) নাভিকুলা (ঘ) ফাইটোপ্ল্যাঙ্কটন

১৩৫. উদ্ভিদভোজী মাছ হলো-
র. রুই রর. গ্লাসকার্প ররর. সরপুঁটি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর ✔
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

১৩৬. যেসব খাদ্যের বিকল্প হিসেবে এ্যালজি ব্যবহার করা যায়Ñ
র. খৈল রর. শুঁটকি মাছের গুঁড়া
ররর. ফিসমিল
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment