অনপেজ এসইও (On Page SEO) সঠিক পদ্ধতিতে 100%

আমরা অনেকেই ওয়েবসাইট তৈরি করি কিন্তু সঠিক ভাবে এই ওয়েবসাইটের পরিচর্চা না করাতে এটি থেকে আমরা পর্যাপ্ত ইনকাম করতে পারি না। অনপেজ এসইও (On Page SEO) এখন এই অনপেজ এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন” (Search Engine Optimization)। মূলত এই অনপেজ এসইও এর মাধ্যমে আপনি আপনার আর্টিকেল এবং ওয়েবসাইটকে গুগলের প্রথম পেইজে রাখতে সক্ষম হবেন।

গভীরভাবে চিন্তা করে দেখুন, আদৌ আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে অনপেজ এসইও করতে পেরেছেন?

[ads1]

সাইট রেংকিং(Ranking) এর ক্ষেত্রে অনপেজ এসইও (On Page SEO) এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন পেজ এসইও সঠিকভাবে না করার ফলে অধিকাংশ সময় আমরা আমাদের সাইটের রেংকিং (Ranking) হারিয়ে ফেলি।

আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাতে যাচ্ছি ওয়ান পেজ এসইও (On Page SEO) এর মারাত্মক ভুলগুলো।

কিভাবে আপনি এর সঠিক সমাধান পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা।

অন পেজ এসইও (On Page SEO) এর বিস্তারিত-

টাইটেল:

[ads1]

আমরা বেশিরভাগ সময় টাইটেল সঠিক ভাবে লিখতে পারি না, যার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিটর হারাতে বসি।

প্রত্যেকটা বাংলা এবং ইংরেজি অথবা যেকোন ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সবগুলো ল্যাঙ্গুয়েজের আর্টিকেলের মেইন টাইটেল ৫০-৬০ ক্যারেক্টারের হতে হবে।

এবং আপনার টাইটেল এর মধ্যে আপনার যে মেইন কিওয়ার্ড (keyword) সেটি থাকতে হবে।

আপনার চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ ইউনিট এবং আকর্ষনীয় একটা টাইটেল ব্যবহার করা,

যাতে করে ভিজিটর আপনার টাইটেল দেখে ইন্সপায়ার হয়ে আপনার আর্টিকেল টি পড়ার জন্য ক্লিক করে।

[ads1]

সঠিক ইউআরএল URL ব্যবহার না করা:

অনপেজ এসইও (On Page SEO) এর ক্ষেত্রে সঠিক ইউআরএল (URL) ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে (Uniform Resource Locator)।

ইউআরএল (URL) হচ্ছে আপনার যে পেইজ অথবা আর্টিকেল ভিজিট করা হয় এবং গুগলের ইউআরএল বক্স এ যেটা দেখানো হয়।

সঠিকভাবে পেইজ ইউআরএল (URL) ব্যবহার করতে হবে।

ইউআরএল (URL) সব সময় ছোট হতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আপনার ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ড যেন অ্যাড থাকে। (বিঃদ্রঃ ইউআরএল (URL) এ সংখ্যা ব্যবহার না করাই উত্তম।)

[ads1]

►► আরো দেখো: অনলাইনে কিভাবে আয় করা যায় নতুন পদ্ধতি ২০২২
►► আরো দেখো: ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবো?

মেটা ডিস্ক্রিপশন (Meta Description):

আপনি যদি গুগলে কিছু সার্চ করে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম টাইটেল এবং মেটা ডিস্ক্রিপশন দেখেই কেবলমাত্র একটা আর্টিকেল এর উপর ক্লিক করেন।

অধিকাংশ সময় মেটা ডিস্ক্রিপশন এর মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়ে থাকে তার উপর ভিত্তি করে গুগল সার্চে দেখানো হয়ে থাকে।

তাই সঠিকভাবে মেটা ডিস্ক্রিপশন (Meta Description) লিখতে হবে।

মেটা ডিস্ক্রিপশন (Meta Description) ১৫০-১৬০ ক্যারেক্টারের হয়ে থাকে।

তাই সব দিকে খেয়াল রেখে মেটা ডিস্ক্রিপশন (Meta Description) অবশ্যই দিবেন, এবং এটির মধ্যে মেইন কিওয়ার্ড বাধ্যতামূলক রাখতেই হবে।

[ads1]

আল্ট্রা টেক্সটের ব্যবহার (ALT Text)

কনটেন্ট এর মধ্যে ছবি ব্যবহার করা যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ছবিতে আল্ট্রা টেক্স (ALT Text) ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আপনার সাইটের ভিজিটর বহুগুণ বাড়িয়ে দেয় আপনার ছবির আল্ট্রা টেক্স। (ALT Text) ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মেইন কিওয়ার্ড টি ব্যবহার করা হয়।

প্রয়োজনমতো আপনার আর্টিকেল এর মধ্যে এবং ফিচার ইমেজ ব্যবহারের জন্য আল্ট্রা টেক্স বাধ্যতামূলক।

[ads1]

হেডিং ট্যাগ (Heading Tag) ব্যবহার

আপনার ওয়েবসাইটে অনপেজ এসইও করার ক্ষেত্রে অবশ্যই হেডিং ট্যাগ (Heading Tag) ব্যবহার করতে হবে।

সঠিকভাবে অনপেজ এসইও করার ক্ষেত্রে হেডিং ট্যাগ (Heading Tag) আপনাকে অনেক বেশি সহায়তা করে থাকে।

মূলত প্রত্যেকটা পেইজের হেডিং ট্যাগ (Heading Tag) হয়ে থাকে H1, এবং আমাদের আর্টিকেল এর মধ্যে হেডিং ট্যাগ হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে H1-H6 পর্যন্ত।

সুতরাং আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার পেইজ এবং আর্টিকেল এর মধ্যে হেডিং ট্যাগ (Heading Tag) ব্যবহার করবেন। (আর্টিকেল এর মধ্যে হেডিং ট্যাগ হিসেবে “H2/H3” ব্যবহার করা উত্তম।)

ইন্টারনাল লিংক

[ads1]

আপনার ওয়েবসাইটে যে কনটেন্ট লিখেছেন সেই রিলেটেড আরও যদি কনটেন্ট থাকে সেগুলো আপনার এই আর্টিকেলের মধ্যে ইন্টারনাল লিংক হিসেবে অ্যাড করে দিতে পারেন।

ইন্টারনাল লিংক (Internal Link) এড করার ফলে অনপেজ এসইও এবং আপনার অন্যান্য আর্টিকেলগুলো খুব সহজেই রেংকিং করবে।

এতে আপনার এই কনটেন্ট এর পাশাপাশি লিঙ্ক করা কনটেন্টগুলো Rank করতে সহায়তা করবে। তাই সব সময় ইন্টারনাল লিংক এর ব্যবহার মাথায় রাখবেন।

এক্সটার্নাল লিংক

এক্সটার্নাল লিংক (external link) হচ্ছে আপনার আর্টিকেল এর মাধ্যমে অন্য ওয়েবসাইটের জন্য একটি আর্টিকেল।

পেইজ অথবা ওয়েবসাইটকে প্রমোট করা। অনপেজ এসইও (On Page SEO) করার ক্ষেত্রে এক্সটার্নাল লিংক এর গুরুত্ব অনেক।

অধিকাংশ সময় এক্সটার্নাল লিংক ব্যবহার না করার ফলে অনপেজ এসইও (On Page SEO) সম্পূর্ণ হয় না।

[ads1]

তাই এক্সটার্নাল লিংক ব্যবহারে অভ্যস্ত হবেন। (বিঃদ্রঃ সব সময় রেংকিং এবং ভালো সাইটগুলোর লিংক গুলো এক্সটার্নাল লিংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন।

এতে করে আপনার সাইট Ranking করার ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে।)

মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন

আপনার ওয়েবসাইট যেকোনো সিএমএস CMS এর হতে পারে, তবে সেটাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে।

আমরা জানি অধিকাংশ ইউজার কেবলমাত্র মোবাইল ফোন দিয়ে আর্টিকেল পড়ে থাকেন তাই সব সময় আপনার ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করে ডিজাইন করবেন।

[ads1]

কেননা গুগলের মতে ৫৮% সার্চ আসে মোবাইল থেকে, সুতরাং আপনার ওয়েবসাইটটি অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি (Mobile Friendly) হতে হবে।

(আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন কিনা তা এই লিংক থেকে চেক করতে পারেন)

পেজ লোডিং স্পীড

আপনার সাইটের পেইজ স্পিড ধীর গতির হলে ধরে নিতে পারেন আপনার সাইট রেংকিং (Ranking) থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে।

আপনার ওয়েবসাইট ৩ সেকেন্ডের মধ্যে লোড না হলে ১০ জনের মধ্যে ৭ জন ভিজিটর হারানোর সম্ভাবনা রয়েছে।

গুগলের মতে ৫৩% ইউজার মোবাইলে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়, যদি পেজটি লোড হতে সেকেন্ডের বেশি সময় লাগে।

[ads1]

বিভিন্ন সময় আপনার পেজ লোডিং স্পীড আপনার ব্যবহৃত সার্ভার এর উপর ডিপেন্ড করে থাকে। তাই আপনার সার্ভার যদি নিম্নমানের হয়ে থাকে সেটি আপগ্রেড করুন। অথবা সাইটের মধ্যে নাল থিম ব্যবহার কিংবা বিভিন্ন প্লাগিন ব্যবহার করার ফলে সাইট ধীর গতির হতে পারে। তাই সর্বোচ্চ কম প্লাগিন ব্যবহার করার চেষ্টা করুন। (আপনার ওয়েবসাইটের লোডিং স্পীড কত তা জানতে এখানে ক্লিক করুন।)

►► আরো দেখো: টাকা উপার্জন করার অ্যাপ ২০২২ (১০০% নিশ্চিত)
►► আরো দেখো: ফেসবুক গ্রুপ থেকে ৫ উপায়ে ইনকাম করুন

শেষ কথা

[ads1]

ওয়ান পেজ এসইও (On Page SEO) সম্পর্কিত যে সকল তথ্য গুলো আমার জানা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

এতে যদি কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এছাড়া আমি এখানে যে বিষয়গুলো শেয়ার করেছি প্রতিনিয়ত আমি সেই বিষয়গুলো অবলম্বন করেই আবার আর্টিকেলগুলো প্রকাশ করছি।

অনপেজ এসইও যদি সঠিকভাবে না জানেন সেক্ষেত্রে আপনি ইউটিউব এ অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে অনপেজ এসইও সম্পূর্ণ করে নিতে পারেন।

এছাড়াও অনপেজ এসইও করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে সেখানে আপনি (Yoast SEO) প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

এই প্লাগিন এর সহায়তায় আপনি আপনার আর্টিকেল অথবা আপনার পেইজকে অন পেজ এবং অফ পেজ এসইও করতে পারবেন।

[ads1]

আমাদের আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রোফাইলে শেয়ার করুন। আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেইজে ফলো করুন।

Leave a Comment