এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম MRP Passport Check 2023

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। এখন আর পাসপোর্ট চেক করার জন্য আপনাকে কোন অফিস আদালতের ঝামেলা পোহাতে হবে না। এখন আপনি ঘরে বসেই আপনার মোবাইল ডিভাইস থেকেই এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন অনলাইনে।

পাসপোর্ট চেক কিভাবে করবেন অনলাইনে, পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যায় এখন অনলাইনেই। শুনতে অবাক হলেও এটা সত্য যে আপনি ঘরে বসে কয়েক মুহুর্তের মধ্যে আপনার হাতে থাকা পাসপোর্টটির বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবেন। আপনার যদি নতুন একটা পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর পাসপোর্ট চেক করাটা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে।

অনেক অনেক সময় পাসপোর্ট আসতে লম্বা সময় লেগে যেতে পারে। আবার কখনো ২১ দিনের মধ্যে আসে। এজন্যই আজকে এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্বন্ধে আপনাকে জানাবো। তাহলে চলুন আমরা এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্বন্ধে বিস্তারিত জেনে নেই।

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম

প্রথমে আপনার হাতে থাকা ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে টাইপ করতে হবে passport.gov.bd/onlinestatus.aspx এই লিংকটি। অতঃপর এন্টার চাপলে আপনার সামনে নিচে অবস্থানকৃত একটি ইমেজ এর মত নতুন একটি ইমেজ শো করানো হবে।

এবারে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে আপনার “Enrollment ID এবং Date Of Birthday” সঠিকভাবে স্থাপন করতে হবে। অতঃপর নিচের দিকে একটি ক্যাপচার হয়েছে যেটা সঠিকভাবে পূরণ করে “Search” বাটনে ক্লিক করতে হবে। এরপরে পরবর্তী পদক্ষেপ গুলো আপনাকে সুন্দর ভাবে ফলো করতে হবে।

এখানে যে সকল আবেদনকারীরা হাইকমিশন থেকে একটি তালিকাভুক্ত আইডি পেয়েছেন কেবলমাত্র তারাই তাদের এমআরপি পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। যদি আপনি এটি আরো ম্যানুয়াল করতে চান সেক্ষেত্রে হাইকমিশনের সাথে যোগাযোগ করতে পারেন। মূলত এভাবেই এমআরপি পাসপোর্ট চেক করা হয়।

এমআরপি পাসপোর্ট কি?

ইতিমধ্যে আমাদের আরো একটি আর্টিকেল রয়েছে যেখানে ই-পাসপোর্ট সংক্রান্ত সকল বিষয়বস্তু শেয়ার করা হয়েছে। ই পাসপোর্ট করতে কত টাকা লাগে সে সম্বন্ধে বিস্তারিত শেয়ার করা হয়েছে। বিস্তারিত দেখতে চাইলে এখানে ক্লিক করুন

আগে যে সকল পাসপোর্টগুলো ইস্যু করা হতো সেগুলোকে বলা হতো “M.R.P” এম.আর.পি পাসপোর্ট। এই MRP এর পূর্ণরূপ হল Machine Readable Passport (মেশিন রিডেবল পাসপোর্ট)। সম্প্রতি বাংলাদেশ সরকার এটি জারি করেছেন। আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্যে নাগরিকের জন্য এমআরপি পাসপোর্ট সরকারিভাবে ঘোষিত হয়ে থাকে।

এমআরপি পাসপোর্ট সরকার কর্তৃক জারি করা একটি বাংলাদেশী ভ্রমণ নথি। যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য এই এমআরপি পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তাই যাদের উদ্দেশ্য বিভিন্ন দেশে ভ্রমণ অথবা বিভিন্ন দেশের যাওয়া তারা এমআরপি পাসপোর্ট এর মাধ্যমে এটি সম্পূর্ণ করতে পারেন।

পাসপোর্ট দিয়ে আফ্রিকার মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
  • বেনিন
  • কেপ ভার্দ
  • কমোরো দ্বীপপুঞ্জ
  • জিবুতি, গাম্বিয়া
  • গিনি বিসাউ
  • কেনিয়া
  • লেসোথো
  • মাদাগাস্কার
  • মৌরিতানিয়া
  • মোজাম্বিক
  • রয়ান্ডা
  • সিসেলস
  • সোমালিয়া
  • টোগো
  • উগান্ডা
শুধু পাসপোর্ট দিয়ে ক্যারিবীয় অঞ্চলের মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
  • বাহামা
  • বার্বাডোজ
  • ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস
  • ডোমিনিকা
  • গ্রেনাডা
  • হাইতি
  • জামাইকা
  • মন্টসেরাত
  • সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  • সেন্ট ভিনসেন্ট
  • ত্রিনিদাদ
  • টোব্যাগো।
শুধু পাসপোর্ট দিয়ে ওশেনিয়া অঞ্চলের মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
  • কুক আইল্যান্ডস
  • ফিজি
  • মাইক্রোনেশিয়া
  • নিউই
  • সামোয়া
  • টুভালু
  • ভানুয়াতু

(সূত্র: scholarsme)

এমআরপি পাসপোর্ট সতর্কতা

গুরুত্বপূর্ণ একটি কথা হল, এমআরপি পাসপোর্ট অবশ্যই বহনকারীর দখলে থাকা বাধ্যতামূলক। আপনার পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আপনাকে অবশ্যই নিকটতম বাংলাদেশ মিশন এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করতে হবে।

সতর্কতা অবলম্বনের জন্য আপনার কাঙ্খিত পাসপোর্ট ভালোভাবে সুরক্ষিত রাখুন যেন কোনভাবে হারিয়ে না যায়। এটি হারিয়ে যাওয়ার ফলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সংরাপন্ন হতে হবে। নিজের দেশের বাইরে এ ধরনের সমস্যাগুলো আপনার জন্য অনেকটা ভয়ানকও হতে পারে।

এছাড়াও পাসপোর্ট অফিস এবং বিভিন্ন সরকারি অফিস আদালতে দালালদের চক্র হতে বিরত থাকুন কখনো দালালদের শরণাপন্ন হবেন না। বর্তমান সময় ডিজিটাল যুগে দালাল ছাড়াই আপনি যে কোন কাজ সহজে করতে পারেন অনলাইন অথবা অফলাইনেও। যেকোনো কাজের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে সেই মোতাবেক কাজ করে আপনি আপনার কাজটি সম্পন্ন করতে পারেন।

এমআরপি পাসপোর্ট চেক সংক্রান্ত আর কোন তথ্য জানা থাকলে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করেছি এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য। এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত আরো কোন তথ্য জানা থাকলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment