সফটওয়্যার ছাড়া সেকেন্ডেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভকরার জন্য আমরা অনেকেই এডোবি ফটোশপের বিভিন্ন টুল ব্যবহার করে থাকি। আবার অনেকেই নিজের ব্যবহৃত স্মার্টফোনে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি যেগুলো থেকে বার করে কিংবা একটি ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়।

কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনার এই কাজগুলো তাহলে বুঝতে পারবেন যে আপনার এই অ্যাপের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেগুলো কমপ্লিটলি রিমুভ করতে পারছে না। আপনার ছবিটাকে সুন্দর কোয়ালিটি দিতে পারছে না।

ফটোশপে আপনি যদি খুব বেশি এক্সপার্ট হন তাহলে হয়তো আপনি কমপ্লিট করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় মানুষ এটি করতে পারে না।

স্মার্ট ফোনে ব্যবহারকৃত অ্যাপ গুলোর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফলে চুলের মাঝে যে স্পেস থাকে সেটা কিন্তু রিমুভ করতে পারে না

আবার বিভিন্ন সময়ে চুল হারিয়ে ফেলে, চুলের সব দিক থেকে সমান ভাবে কেটে ফেলে।

যদিও এটা যারা স্টুডিওতে ছবি তুলেছেন তারা লক্ষ্য করে থাকবেন যে সহজেই এডোবি ফটোশপের টুল দিয়ে মাথার চারদিক থেকে কেটে ফেলে সমানভাবে।

কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ টুল এর সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনি আগে কখনো দেখেননি।

এই টুলটি কোন থার্ড পার্টি ওয়েবসাইট এর নয়

আপনি ওয়েবসাইটটির সাথে পূর্ব পরিচয় থাকলেও এই টুলটি সাথে পূর্বে মনে হয় না পরিচয় ছিল আপনার।

মজার ব্যাপার হচ্ছে, কোন ধরনের অভিজ্ঞতা ছাড়া আপনি এই টুলের মাধ্যমে একদম একুরেটলি সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনারা।

এই টুলটি তৈরি করেছে এডোবি (Adobe), এটি হচ্ছে ফটোশপের যে কোম্পানি রয়েছে তাদেরই কোম্পানির নাম এবং এটি তারাই তৈরি করেছেন।

এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.adobe.com

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করুন অথবা গুগলের সার্চ করুন ‘Adobe Creative Cloud Express‘ তাহলেই লক্ষ্য করবেন একদমই সবার উপরে একটা সাইটের লিঙ্ক হয়েছে সেটাতে ক্লিক করলে একদম উপরে দেওয়া আছে ছবিটি রয়েছে সেটার মত একটা ফিচার চলে আসবে।

(www.adobe.com/express/feature/image/remove-background) উপরে পিকচার টির মধ্যে লক্ষ করলে দেখা যাবে লেখা রয়েছে ‘Upload Your Photo’ আপনাকে আপলোড ইওর ফটো নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এরপরে কমপ্লিটলি নতুন আরো একটি পেজ ওপেন হবে।

নতুন যে পেজটি ওপেন হবে সেখানে লেখা রয়েছে browse on your device‘ অর্থাৎ আপনি আপনার ড্রাইভ থেকে ফটোগুলো এখানে ড্রাগ করে নিয়ে আসতে পারবেন সহজেই।

অথবা আপনি এই লেখাটার উপরে ক্লিক করলে আপনার লোকাল ড্রাইভে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার ফটো সিলেক্ট করে দিতে হবে।

অর্থাৎ আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন।

আপনার ডিভাইস থেকে ড্রাগ করে ছবিটি নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে সরাসরি ছবি টি সিলেক্ট করে দিতে পারেন

তাহলে আপনার ছবিটি অটোমেটিক রিমুভ প্রসেস শুরু হয়ে যাবে।

আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার ছবিটির উপরে একটা লোডার আইকন এবং নিচের দিকে লেখা রয়েছে ‘Removing the background...) অর্থাৎ আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেস চলমান।

আপনাদের জানিয়ে রাখছি, এই টুলটি সম্পূর্ণ ফটোশপেরA.I আছে ২০২১ ভার্সনটি রয়েছে এটাতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয়েছে সেটাই কিন্তু এই দুইয়ের মধ্যে ব্যবহৃত হচ্ছে।

এই কারণে আপনারা ডানপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা রয়েছে

Remove BackgroundPowered by Adobe Photoshop‘, ফটোশপের একজন এক্সপার্ট কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো ঠিক সেরকম ভাবেই আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে।

►► আরো দেখো: সফটওয়্যার ছাড়া সেকেন্ডেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন
►► আরো দেখো: প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা এবং ইনকাম করা!

আপনি যে ছবিটি সিলেক্ট করে দিয়েছেন হয়তো সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে রিমুভ হয়ে গিয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন ছবিটির ব্যাকগ্রাউন্ড একদম সুন্দর ভাবে রিমুভ হয়েছে।

উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার মাথার চুলের একটি অংশ এক্সট্রা কাটিং হয়নি।

ফটোশপের একদম অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট যারা আছেন তাদের কাজের মত একটা কাজ হয়ে গেছে।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

ফাইল টি ডাউনলোড করতে ডানপাশে লক্ষ্য করুন ‘Download‘ বাটন রয়েছে সেখানে ক্লিক করুন,

এরপরে নতুন একটি পপ-আপ ওপেন হবে এবং সেখানে তারা বলবে যে আমাদের এখানে একাউন্ট করুন।

অতঃপর আপনাকে ‘Sing up‘ নামে যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে অ্যাকাউন্ট করার জন্য পর্যাপ্ত সময় কিংবা ব্যয়বহুলও কিছুই করতে হবে না।

আপনার ইমেইল এড্রেস দিতে হবে, নাম দিতে হবে, পাসওয়ার্ড, জন্ম তারিখ এবং কান্ট্রি দিয়ে ক্রিট একাউন্ট এ ক্লিক করতে হবে।

তাহলেই আপনার ফ্রিতে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

আর যদি আপনার পূর্বে একাউন্ট থাকে সে ক্ষেত্রে ‘Singin‘ ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন।

একাউন্টে লগইন করার পরে অটোমেটিক আপনার ফাইলটি ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে এবং এটা কয়েক সেকেন্ডে ডাউনলোড হবে।

যেহেতু এটি এডোবি টুল তাই খুবই পাওয়ারফুল এবং কোন ধরনের ভয়-ভীতি কিছু নেই এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট।

ডাউনলোড লেখার বামপাশে খেয়াল করলে দেখা যাবে কাস্টমাইজ ‘Customised‘ একটা অপশন রয়েছে, এটা লগইন করার পরেই আসবে।

আপনারা যদি এই অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ছবিটাকে আরো একটু কাস্টমাইজেশন করতে পারবেন এই টুলের মাধ্যমে।

যেমন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোন ছবি এড করতে চান সেটা করা যাবে

অথবা আপনার ছবির সাথে কোন টেক্সট যদি অ্যাড করতে চান না সেটাও করতে পারবেন,

চাইলে আপনি বিভিন্ন আইকন টেমপ্লেট এই এগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে একদম ফ্রিতে।

আমি মনে করি এর পরের বার থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না।

কারণ ফটোশপের এই টুলটি ব্যবহার করে খুব ইজিলি খুব সুন্দর ভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন।

আপনাদের সুবিধার্থে আবারো লিংকটি এখানে দেয়া হলো। লিংকটি পেতে এখানে ক্লিক করুন

 

যুক্তহোন আমাদের ইউটিউব চ্যানেলে, এখানে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

 

Leave a Comment