জন্মভূমি – জায়েদ ইরফান

জন্মভূমি – জায়েদ ইরফান ভালোবাসি প্রাণ প্রিয় জন্মভূমি ফরিদপুরকে। জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মমত্ববোধ ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে পারস্পরিক সম্পর্ক পূরণে।

আর যেহেতু একমাত্র জন্মধারিণী মা এবং নিজের জন্মভূমিই পারে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে, সেহেতু উপলব্ধি জ্ঞানই আমাদেরকে শিখিয়েছে মাতৃভূমি বা জন্মভূমিকে ভালোবাসতে।

আর এই কারণেই সবার মতো আমিও বলবো আমি আমার জন্মভূমি প্রিয় জেলা #ফরিদপুর কে খুব ভালোবাসি।

জীবনের টানে জীবন মিলেছে জীবন কেটেছে বেশ , শূন্য দিয়ে শুরু যে জীবনের শূন্যতেই এসে তা শেষ।


আরো পড়ুন: কোভিড-১৯ এবং এর বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব
আরো পড়ুন: অতিরিক্ত পিল খেলে ক্ষতি হতে আগত সন্তানের!


জন্মভূমি – জায়েদ ইরফান

বাকি যদি কিছু থেকে থাকে অবশেষ জীবনের আশা কখনও হবে না নিঃশেষ ব্যাকুল হলে মন সেই আভিলাষে মিলবে মুক্তি শুধু প্রভুরই বিশ্বাসে।

ধাঁধায়। আমার স্বপ্ন যাত্রা চলছে চলবে- অবারিত শস্য ভূমির মাঝে শান্ত স্নিগ্ধ প্রভাতে ফাঁকা পথের সুদূর ঊর্ধ্বগমনে , ধীরে ধীরে বিনম্র পদক্ষেপে, কম্পিত হৃদ- স্পন্দন ,ভালবাসার আলিঙ্গনে শিহরিত দেহে , সশব্দ অস্রুভেজা চোখে আমার পথচলা । দিগন্তে ভেসে থাকা কিছু ছবির রংধনু আর আমার পথ চলা।

নাম: জায়েদ ইরফান
শ্রেনি: একাদশ
শিক্ষাপ্রতিষ্ঠান: বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

Leave a Comment