নবম দশম জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন থেকে যাচাইকৃত ১০ টি প্রশ্ন নিচের দিকে তুলে ধরা হয়েছে। জীবপ্রযুক্তি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কমন পড়ার চান্স রয়েছে, তাই এই প্রশ্নগুলো তুমি নোট করে অথবা সংগ্রহ করে রাখতে পারো।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে, নিয়মিত তোমাদের ক্লাসের সব ধরনের সঠিক এবং কমন প্রশ্নগুলো আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। জীববিজ্ঞান বইয়ের সকল MCQ অধ্যায়গুলো ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে MCQ গুলো সংগ্রহ করতে পারো।

লক্ষ্য করলে দেখবে যে নিচে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর PDF ফাইল এর মধ্যে সংরক্ষিত রয়েছে। PDF ফাইল ডাউনলোড করে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে সবগুলো প্রশ্নের উত্তর।

জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

১. জিন প্রকৌশলী ড. হায়দারের বাগানের লেবু গাছগুলোতে প্রচুর লেবুর ফলন হলেও গাছগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে মারা যায়। তিনি লক্ষ করলেন তার বাড়ির পাশের জঙ্গলে একজাতের লেবু গাছ রয়েছে।যাতে খুব একটা লেবু না হলেও গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। এ দুটি লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগ প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করলেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এর চারা উৎপাদন না করে। ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় এর চারা তৈরি করলেন।

ক. জীবপ্রযুক্তি কী?
খ. GMO বলতে কী বোঝায়?
গ. ড. হায়দারের লেবু গাছের জাত উন্নয়নের কৌশল ব্যাখ্যা করো।
ঘ. ড. হায়দারের বিশেষ প্রক্রিয়ায় চারা তৈরি করার কারণ বিশ্লেষণ করো।

২. Biotechnology বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত খুলে দিয়েছে। মানব ও পরিবেশের কল্যাণে টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কার্যকরী ভূমিকা পালন করেছে।

ক. এক্সপ্লান্ট কী?
খ. প্লাজমিড এর কার্যকারিতা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রযুক্তির ধাপসমূহ ব্যাখ্যা করো।
ঘ. শস্য উন্নয়নে, চিকিৎসাক্ষেত্রে দ্বিতীয় প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করো।

৩. মনির বেকার যুবক ছিল। সে নিকটস্থ কৃষি উন্নয়ন কেন্দ্রে কীভাবে উদ্ভিদ টিস্যুর গুণগত উন্নয়ন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। ফলে এখন স্বচ্ছল স্বনির্ভর যুবক।

ক. GMO পূর্ণরূপ লেখো।
খ. Cyst ও CysM ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন?
গ. মনিরের প্রশিক্ষণ প্রক্রিয়াটির ধাপগুলো ব্যাখ্যা করো।
ঘ. আমাদের দেশের উন্নয়নে উক্ত প্রক্রিয়াটি খুবই কার্যকর যুক্তিসহ বিশ্লেষণ করো।

৪. শাফিন আহম্মেদ একজন জিন প্রকৌশলী। তিনি অল্প সময়ে। একটি পদ্ধতির মাধ্যমে জুই সাস্পেনসান থেকে সুগন্ধি আতর তৈরি। করেন যা পরবর্তীতে বাণিজ্যিকভাবে উৎপাদন করে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হন।

ক. লাইগেজ এনজাইম কী?
খ. জীবপ্রযুক্তি বলতে কী বোঝ?
গ. শাফিন আহম্মেদের প্রয়োগকৃত পদ্ধতির ধাপসমূহের বর্ণনা। দাও।
ঘ. বাংলাদেশের কৃষি উন্নয়নে উক্ত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো।

জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৫. সাকিব সাহেবের টমেটোর বাগানে এ বছর ভালো জাতের প্রচুর টমেটো ধরে কিন্তু এগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। গত বছর তিনি যে টমেটোর জাত লাগিয়েছিলেন তাতে ফলন কম হলেও কোন রোগ দেখা দেয়নি। তিনি তার ভাই ড. মনিরকে সমস্যাটি জানালেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনির তার পরীক্ষাগারে, জিন প্রযুক্তির মাধ্যমে দুই জাতের টমেটোর সমন্বয়ে রোগহীন উচ্চ ফলনশীল। টমেটোর জাত তৈরি করতে চাইলেন।

ক. অটোক্লেভ কী?
খ. মাতৃউদ্ভিদ কীভাবে নির্বাচন করা হয়?
গ. ড. মনির কাঙ্ক্ষিত পদ্ধতিতে রোগহীন উন্নত জাতের টমেটো গাছ পাওয়ার কৌশল ব্যাখ্যা করো।
ঘ. ফসলের গুণগত মান উন্নয়নে উক্ত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো।

৬. A → উদ্ভিদের কোন বিচ্ছিন্ন অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো ।

B → একটি জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী DNA খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর।
ক. ক্যালাস কী?
খ. রিকম্বিনেন্ট DNA বলতে কী বোঝ?
গ. ‘A’ প্রযুক্তিটির ধাপসমূহ চিত্রসহ বর্ণনা করো।
ঘ. ‘B’ প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো।

৭.

ক. প্লাজমিড কাকে বলে?
খ. রিকম্বিনেট DNA প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োজ হয় কেন?
গ. ‘M’ এর অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. চিকিৎসাক্ষেত্রে ‘X’ পদ্ধতির অবদান মূল্যায়ন করো।

৮. আমজাদ সাহেবের লেবু বাগানের গাছগুলো রোগাক্রান্ত হওয়ায় ফলন কম দেয়। তাই তিনি গবেষণাগারে লেবুগাছের কুঁড়ি থেকে এক প্রকার উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধী চারা উৎপাদন করলেন।

জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

ক. GMO কী?
খ. ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের উদ্ভিদটির উন্নয়নে আমজাদ সাহেবের গৃহীত কৌশল ব্যাখ্যা করো।
ঘ. বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ লাভজনক বিশ্লেষণ করো।

৯.

ক. ভিন্নতা কী?
খ. প্রাণীরা আত্মরক্ষায় অনুকৃতির আশ্রয় নেয় কেন? ব্যাখ্যা করো।
গ. বংশগতির তথ্য স্থানান্তরের উদ্দীপকের ‘X’ অংশের ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ. ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিরসনে ‘Y’ পদ্ধতির ব্যবহার অনস্বীকার্য— মতামত দাও।

১০. A → টিস্যু কালচার।
B → জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

ক. জীবপ্রযুক্তি কী?
খ. টিস্যু কালচারের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো।
ঘ. চিকিৎসাক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় B প্রযুক্তিটি আশীর্বাদস্বরূপ— মূল্যায়ন করো।

প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা জীববিজ্ঞান ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরের লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment