যুক্তিতেই মুক্তি – সায়লা শবনম রিচি

যুক্তিতেই মুক্তি : যুক্তি অথবা দর্শনগত ভিন্নতা হতেই তর্কের শুরু। পৃথিবীজুড়ে যৌক্তিক অথবা দার্শনিক চিন্তার পার্থক্য ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে জাতিগত পর্যায়ে বিরাজমান। যেকোন বিষয় নিয়ে তর্ক চলবেই। তবে জয় অথবা পরাজয় নির্ধারন হবে তর্কের যৌক্তিক শক্তির উপর।  যুক্তিতেই মুক্তি বিতর্ক মুলত একটি বাচিক শিল্প যার সুচনা ঠিক কবে হয়েছিল তা বলা কঠিন।

  • আমরা সবসময়ই তর্কের মূল সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।
  • তর্কের মূল সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য দরকার বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ও প্রকাশভঙ্গি।
  • তবে বলা হয় খ্রিষ্টপূর্ব ৪৮৯ অব্দে প্রাচিন গ্রিসের নগররাষ্ট্র গুলো থেকে বিতর্কের প্রাতিষ্ঠানিকতা শুরু হয়।
  • অপরদিকে বাংলাদেশে বিতর্কের সূচনা খুব বেশী পুরনো নয়।
  • বর্তমানে আমাদের দেশে বিতর্ক একটি নতুন রুপ লাভ করেছে। বাংলা সংস্কৃতিতে বিতর্ক একটি নতুন সংযোজিত বিষয়।

আরো : সন্তান হারানো মায়ের আর্তনাদ – নুর আতিকুন নেছা
আরো : মধুসখার আলাপন – নুর আতিকুন নেছা

যুক্তিতেই মুক্তি

১৯৮৯ সালের ২৫’শ মে, কেন্দ্রীয় বিতর্ক আন্দোলন নামে বিতার্কিকদের একটি সংগঠন প্রথম বারের মতো বিতর্কের আয়োজন করে। মুলত মানুষ প্রতিনিয়তই তর্ক করে থাকে তার আসে পাশের মানুষদের সাথে বিভিন্ন পরিপ্রেক্ষিতে।

  • যখন সেই তর্ক হবে যুক্তির মাধ্যমে, সেটিকে বিতর্ক বলা হয়।
  • যুক্তি হল কথাকে শ্রুতিগম্য করার একটি অন্যতম উপায়। আর তাই যুক্তিকে বিতর্কের প্রান বলা হয়।
  • যখন যুক্তি দিয়ে কাউকে কিছু বোঝানো হয় তখন সেটি আরো সহজ, সুন্দর আর বোধগোম্য হয়ে ওঠে।

বর্তমান সমাজে দেখা যায় অভিভাবকগন তাদের সন্তানের পুঁথিগতবিদ্যার ব্যাপারে অতিরিক্ত সচেতন হতে গিয়ে তাকে কিভাবে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা ভুলে যায়। যার ফলে দেখা যায় পুঁথিগতবিদ্যায় কোনো মেধাবী শিক্ষার্থী পারদর্শী হলেও সেটিকে কারো সামনে তুলে ধরার ক্ষমতা না থাকায় সে মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে ওঠে। আর এটি তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এভাবে অনেক ক্ষেত্রে সঠিকভাবে গ্রহনযোগ্য কথা না বলতে পারায় অনেকেই মৌখিক ক্ষেত্রগুলোয় ব্যর্থ হয়।

আরো : একটা কবিতা ছাপা হবে – তাহেরা সুলতানা জেমি
আরো : নুর আতিকুন নেছা – তবুও ভালোবাসি

তাই সবার উচিত এই বাচিক শিল্প চর্চা করা। বিতর্ক করার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে একজন আত্ববিশ্বাসি, আত্মপ্রত্যয়ি, সফল ও গ্রহনযোগ্য মানুষ। বর্তমানে বিতর্ক চর্চার অনেক সংগঠন রয়েছে যার মাধ্যমে যে কেউ এখন বিতর্ক চর্চা করতে পারে। আমরা আশা রাখি যে আমাদের প্রজন্ম শুধুমাত্র পুঁথিগতবিদ্যায় পারদর্শী না হয়ে নিজেকে বিতর্ক চর্চার মাধ্যমে গ্রহনযোগ্য করে তুলবে। সুশিল কথার প্রান যুক্তি আর যুক্তি থেকে আসে বিতর্ক।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment