বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করেছ। এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত পাঠ্যসূচি (শর্ট সিলেবাস) অনুসরণে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সংযোজন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট সূত্র/ নির্দেশনা সংবলিত প্রশ্ন-উত্তর গুলোর উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এতে এসএসসি পরীক্ষায় সহজেই বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)।

অধ্যায় – ১ (ইতিহাস পরিচিতি)

১। যেসব উপাদান থেকে আমরা সময় ও স্থানের বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেই উপাদান কী নামে পরিচিত?
ক) প্রত্নতত্ত্ব নিদর্শন ✔
খ) সভ্যতার নিদর্শন
গ) ঐতিহাসিক নিদর্শন
ঘ) ভাস্কর্য নিদর্শন

২। “ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে।” উক্তিটি কার?
ক) হেরোডোটাস
খ) ই. এইচ কার
গ) ড. জনসন ✔
ঘ) র‍্যাপসন

৩। আধুনিক ইতিহাসের জনক কে?
ক) লিওপোল্ড ফন র‍্যাংকে ✔
খ) ড. জনসন
গ) ই. এইচ. কার
ঘ) হেরোডোটাস

৪। ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ✔
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৫। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?
ক) হেরোডোটাস
খ) লিওপোল্ড ফন র‍্যাংকে
গ) থুকিডাইডিস ✔
ঘ) টয়েনবি

৬। “প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।” – উক্তিটি কার?
ক) হেরোডোটাস
খ) থুকিডাইডিস
গ) লিওপোল্ড ফন র‍্যাংকে ✔
ঘ) জনসন

৭। “সমাজের জীবনই ইতিহাস।”- উক্তিটি কার?
ক) জনসন
খ) হেরোডোটাস
গ) লিওপোল্ড
ঘ) টয়েনবি ✔

৮। ইতিহাসের উপাদান কয়টি?
ক) ২টি ✔
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

৯। ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ক) ইমারত ✔
খ) সাহিত্য
গ) নথিপত্র
ঘ) জীবনী

১০। কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক) সরকারি নথি
ক) গল্পকাহিনি
গ) শিলালিপি ✔
ঘ) চিঠিপত্র

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

১১। ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলেছেন—
ক। র‍্যাপসন
খ) ড. জনসন ✔
গ) হেরোডোটাস
ঘ) ইবনে বতুতা

১২। ইতিহাস কোন ধরনের?
ক) প্রবাহমান ✔
খ) অপরিবর্তনীয়
গ) ঘটমান
ঘ) স্থির

১৩। কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন?
ক) কলহন
খ) থুকিডাইডিস
গ) হেরোডোটাস ✔
ঘ) জনসন

১৪। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণকে কী বলে?
ক) গল্পকাহিনি
খ) কিংবদন্তি
গ) সাহিত্য
ঘ) ইতিহাস ✔

১৫। “যা কিছু ঘটে তাই ইতিহাস’- উক্তিটি কার?
ক) ড. জনসনের ✔
খ) হেরোডোটাসের
গ) র‍্যাপসনের
ঘ) ই এইচ কারের

১৬. হেরোডোটাসের জন্মস্থান কোথায়?
ক) আমেরিকায়
খ) ইংল্যান্ডে
গ) গ্রিসে ✔
ঘ) রোমে

১৭. হেরোডোটাস কখন ‘হিস্টরিয়া’ শব্দটি প্রথম ব্যবহার করেন?
ক) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ✔
খ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
গ) খ্রিস্টপূর্ব ৭ম শতকে
ঘ) খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে

১৮. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা?
ক) ফা-হিয়েন
খ) মিনহাজ
গ) সম্রাট বাবর
ঘ) কৌটিল্যের

১৯. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
ক) লিওপোল্ড ফন র‍্যাংকে ✔
খ) ই. এইচ. কার
গ) টয়েনবি
ঘ) হেরোডাটাস

২০। ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
ক) পুরানো কথা
খ) কল্পকাহিনি
গ) আগের দিনের কাহিনি
ঘ) ঐতিহ্য ✔

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

২১। ইতিহাসের জনক কে?
ক) টয়েনবি
খ) লিওপোল্ড ফন র‍্যাংকে
গ) র‍্যাপসন
ঘ) হেরোডোটাস ✔

২২। “ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা।”— উক্তিটি কার?
ক) হেরোডোটাল
খ) টয়েনবি
গ) লিওপোল্ড ফন র‌্যাংকে ✔
ঘ) র‍্যাপসন

২৩. লিওপোল্ড ফন র‍্যাংকের মতে ইতিহাস কী?
ক)নগ্ন সত্য
খ) গোপন সত্য
গ) সঠিক ও সত্য ✔
ঘ) ধ্রুব সত্য

২৪। সন্ধ্যাকর নন্দীর গ্রন্থের নাম কী?
ক) মেঘদূত
খ) রাজতরঙ্গিনী
গ) রামচরিত ✔
ঘ) আইন-ই-আকবরী

২৫। কলহনের গ্রন্থের নাম কী?
ক) অর্থশাস্ত্র
খ) আইন-ই-আকবরী
গ) রাজতরঙ্গিনী ✔
ঘ) বেদ

২৬। মিনহাজ-উস-সিরাজের গ্রন্থের নাম কী?
ক) আইন-ই-আকবরী
খ) অর্থশাস্ত্র
গ) তবকাত-ই-নাসিরী ✔
ঘ) রাজতরঙ্গিনী

২৭। উলারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক) কুমিল্লা
খ) নরসিংদী ✔
গ) বগুড়া
ঘ) নওগাঁ

২৮। ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
ক) স্মৃতিস্তম্ভ ✔
খ) সাহিত্য
গ) নথিপত্র
ঘ) দলিলপত্র

২৯. ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়; কারণ ইতিহাস-
ক) জ্ঞানের বিস্তৃতি ঘটায়
খ) সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
গ) উদাহরণ হিসেবে উপস্থিত থাকে
ঘ) সবগুলো ✔

৩০। ঐতিহাসিক উপাদান গুরুত্বপূর্ণ কেন?
ক) ইতিহাস রচনার জন্য
খ) অতীত সমাজ সম্পর্কে জানার জন্য
গ) বর্তমান সমাজ সম্পর্কে জানার জন্য নিচের কোনটি সঠিক?
ঘ) ক ও খ উভয়ই ✔

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৩১। ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত হলো-
ক) সরকারি নথিপত্র
খ) চিঠিপত্র
গ) রূপকথা
ঘ) উপরের সবগুলোই ✔

৩২। ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের যে বিষয় লিপিবদ্ধ করেছেন—
ক) প্রাপ্ত তথ্য
খ) গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
গ) গ্রিসের বিজয় গাঁথা
ঘ) উপরের সবগুলোই ✔

৩৩। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে –
ক) সাহিত্য
খ) বৈদেশিক বিবরণ
গ) দলিলপত্র
ঘ) উপরের সবগুলোই ✔

৩৪। ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য-
ক) মৌলিক উপাদান
খ) লিখিত উপাদান
গ) অলিখিত উপাদান
ঘ) খ ও গ উভয়ই ✔

৩৫। স্থাপত্য-ভাস্কর্য ও স্মৃতিসৌধের নিদর্শন হচ্ছে-
ক) প্রাচীন সমাধি স্মৃতিস্তম্ভ
খ) নিচের কোনটি সঠিক
গ) দেবদেবীর মূর্তি
ঘ) উপরের সবগুলোই ✔

উদ্দীপকটি পড়ে ৩৬নং প্রশ্নের উত্তর দাও :

  • ইতিহাস পাঠের মাধ্যমে মানবসমাজের যাবতীয় কর্মকাণ্ড জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জানা যায়।

৩৬। . ইতিহাস পাঠের ফলে-
ক) সচেতনতা বৃদ্ধি করে ✔
খ) আবেগী পরিস্থিতির সৃষ্টি করে
গ) সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে
ঘ) ইতিহাস রচনায় সহায়তা করে

  • উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও : পরীক্ষায় ভালো ফলাফলের পুরস্কারস্বরূপ দাদিমা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি প্রাচীন স্বর্ণমুদ্রা রিতুকে উপহার দিয়ে এটি যত্ন সহকারে সংরক্ষণ করতে বলেন ।

৩৭. রিভুর প্রাপ্ত উপহারটি ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক) লিখিত
খ)অলিখিত
গ) প্রত্নতাত্ত্বিক
ঘ) ক ও গ উভয়ই ✔

৩৮। এর মাধ্যমে রিতু জানতে পারবে—
ক) মুদ্রাটি কোন যুগের
খ) তখনকার আর্থসামাজিক অবস্থা
গ) মানুষের জীবনযাত্রা কেমন ছিল
ঘ) উপরের সবগুলোই ✔

  • উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও : রিমা ঈদের ছুটিতে মা-বাবার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে পায়।

৩৯। রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো-
ক) প্রত্নতাত্ত্বিক
খ) লিখিত
গ) অলিখিত
ঘ) ক ও গ উভয়ই ✔

৪০। রিমা ময়নামতি জাদুঘর পরিদর্শন করে জানতে পারবে, প্রাচীন বাংলার-
ক) সামাজিক ইতিহাস
খ) অর্থনৈতিক ইতিহাস
গ) সাংস্কৃতিক ইতিহাস
ঘ) উপরের সবগুলোই ✔

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৪১। ভিকো কে ছিলেন?
ক) দার্শনিক
খ) অর্থনীতিবিদ
গ) রাজনীতিবিদ
ঘ) ঐতিহাসিক ✔

৪২। ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
ক) মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা ✔
খ) গল্পকাহিনি ও রূপকথা
গ) রাজা-বাদশাহের কাহিনি
ঘ) যুদ্ধ বিগ্রহের কাহিনি

৪৩। পঠন পাঠন, আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে ক ভাগে ভাগ করা যায়?
ক) ২ ✔
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৪৪। মানুষ ইতহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
ক) ধারণা
খ) প্রেরণা
গ) উপমা
ঘ) শিক্ষা ✔

৪৫। ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে ✔
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

৪৬। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দু’ভাগে
খ) তিন ভাগে ✔
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

৪৭। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন?
ক) ব্যাপক ✔
খ) ক্ষুদ্র
গ) বিস্তীর্ণ
ঘ) সীমিত

৪৮। ভিকো (Vice) কোন যুগের ঐতিহাসিক?
ক) সনাতন যুগের
খ) মধ্যযুগের
গ) প্রচীন যুগের
ঘ) আধুনিক যুগের ✔

৪৯। ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
ক) মানুষ ✔
খ) সংস্কৃতি
গ) কল্পকাহিনি
ঘ) রম্যকাহিনি

৫০। সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণকে কী বলা হয়?
ক) বিজ্ঞান
খ) দর্শন
গ) ইতহাস ✔
ঘ) দর্শন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৫১। অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাস রচনা নিচের কোনটির প্রভাব?
ক) মার্কসবাদ প্রচার ✔
খ) আধুনিক মতবাদ প্রচার
গ) গণতন্ত্রবাদ প্রচার
ঘ) ইহুদিবাদ প্রচার

৫২। মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী?
ক) বিজ্ঞান
খ) ভূগোল
গ) ইতিহাস ✔
ঘ) সাহিত্য

৫৩। অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
ক) ইতিহাস ✔
খ) সাহিত্য
গ) উপন্যাস
ঘ) পত্রিকা

৫৪। জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
ক) ইতিহাস পাঠ ✔
খ) অর্থনীতি পাঠ
গ) পৌরনীতি পাঠ
ঘ) সাহিত্য পাঠ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৫৫। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
ক) জ্ঞান
খ) শিক্ষা ✔
গ) উপমা
ঘ) ধারণা

৫৬। বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
ক) বিজ্ঞানের শিক্ষা
খ) ইতিহাসের শিক্ষা ✔
গ) ধর্মের শিক্ষা
ঘ) সাধারণ নৈতিক শিক্ষা

৫৭। জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?
ক) সাহিত্য
খ) কবিতা
গ) উপন্যাস
ঘ) ইতিহাস ✔

৫৮। ইতিহাসের পরিধি নির্ভর করে মানুষের-
ক) চিন্তাভাবনার বিস্তিৃতির ওপর
খ) পরকল্পনা কার‌্যক্রমের ওপর
গ) জীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর
ঘ) ক ও খ উভয়ই ✔

৫৯। কোনটি ইতিহাসের আলোচ্য উপাদান?
ক) মানবসমাজের বিবর্তন ✔
খ) সভ্যতার উত্থান, বিকাশ, পতন
গ) পরিবেশ, সমাজ ও সংস্কৃতি
ঘ) উপরের সবগুলোই

৬০। বিষয়বস্তুগত ইতিহাস হচ্ছে-
ক) রাজনৈতিক ইতিহাস
খ) সামাজিক ইতিহাস
গ) অর্থনৈতিক ইতিহাস
ঘ) উপরের সবগুলোই ✔

৬১। ইতিহাস পাঠের বিকল্প নেই-
ক) জাতীয়তাবোধ সৃষ্টিতে
খ) জাতীয় সংহতি সুদৃঢ়করণে
গ) বৈজ্ঞানিক গবেষণায়
ঘ) ক ও খ উভয়ই ✔

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment