ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২৩ Vivo Mobile Price

Vivo Mobile Price ২০২৩ সালে বিভোর বেশ কিছু মোবাইল লঞ্চ হয়েছে। আমরা চেষ্টা করব আপনার বাজেটের মধ্যে বেশ কিছু মোবাইল অফার করার জন্য যা আপনি আপনার বাজেটের মধ্যেই কিনতে পারেন। ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ নিয়ে আজকে আমাদের আলোচনা।

সর্বোপরি আজকে আমরা ভিভো কোম্পানির পাঁচটি মোবাইল সম্পর্কে আলোচনা করব যা সর্বোচ্চ বাজেট থাকবে ২০,০০০/-আর এই বাজেটের মধ্যে আমরা পাঁচটি মোবাইল নিয়ে আলোচনা করব এবং আপনারা চাইলে এই বাজেটের মধ্যে ভিভো মোবাইল চয়েস করতে পারেন। আমরা বলব এই মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক সবগুলো।

আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের ভালো দিক এবং মন্দ দিক থাকে। অনুরূপভাবে টেকনোলজির উপরেও সব দিকটা ভালো আসে না ভালো খারাপ উভয় দিকটা লক্ষণীয় থাকে তবে আমরা আজকে যে ডিভাইস গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেগুলোর মধ্যে খারাপ দিকটা কম থাকবে ভালো দিকটা বেশি থাকবে।

(১) Vivo Y01 Short Specifications

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

আপনার বাজেট যদি হয় ১০-১১,০০০/- টাকা তাহলে আপনার জন্য বেস্ট ফোন হচ্ছে Vivo Y01 মডেলটি। এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস মাত্র ১০,৯৯০/- এবং এই দামে ভিভো ভালো কিছু অফার করেছে যা আপনি চোখ বুজে চয়েস করতে পারেন। এছাড়া আমরা সব সময় জানি বিবোর ফিনিশিং মার্ট ডিজাইন সবকিছু প্রিমিয়াম থাকে তাই আমাদের চয়েস অনুযায়ী এটি ভালো হবে।

কম দামের ভিতরে এই মোবাইলটি রাখা হয়েছে এবং এটি হিউজ পরিমাণ সেল হয়েছে তাই আপনার বাজেট সীমিত হয়ে থাকলে Vivo Y01 মোবাইলটি প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন। চলুন নিচের দিকে কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেয়া যাক।

মোবাইলে আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ইউএসবি v2.0 ব্যবহার করা হয়েছে মোবাইলে এবং OTG সাপোর্টেড। মেটারিয়াল: ফন্ট পার্ট সম্পূর্ণ গ্লাস এবং বডি প্লাস্টিকের দ্বারা তৈরি করা। ডিসপ্লের সাইজ: ৬.৫১ ইঞ্চি, এবং ডিসপ্লে রেজুলেশন এইচডি + ৭২০×১৬০০ পিক্সেল। ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

১০ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট এবং ব্যাটারি 5000 mAh। অ্যান্ড্রয়েড ১১ ব্যবহার করা হয়েছে সেই সাথে ২ জিবি রেম রয়েছে এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনের লাউড স্পিকার যথেষ্ট ছিল।

(২) Vivo Y21T Short Specifications

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

মোবাইল ওয়ার্ল্ডের আরেকটি মোবাইল হচ্ছে Vivo Y21T ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস এর অন্যতম একটি স্পেসিফিকেশন যুক্ত ফোন হচ্ছে এটি। অবশ্য এটাকে গেমিং ফোন হিসেবে বলা চলে। এই ফোনটি আমার নিজের প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার হয়েছিল। ডুয়েল ন্যানো সিম কার্ড যুক্ত ফোনটি খুবই ভালো ব্যাকআপ দিতে পারতো আমাকে।

এছাড়াও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি এবং ডিসপ্লে রেজুলেশন এইচডি + ৭২০×১৬০০ পিক্সেল সেই সাথে টেকনোলজি আইপিএস এলসিডি টাচস্ক্রিন। ব্যাক ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫০+২+২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। যা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি ১০০০ পিক্সেল দিয়ে।

ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে ৮ মেগা পিক্সেল। যার ভিডিও রেজুলেশন ফুল এইচডি ১০০০ পিক্সেল। ক্যামেরার ছবি কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি প্রাইস হিসেবে যথেষ্ট ছিল। 5000 mAh ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট। সেই সাথে এটাতে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে এবং 4gb রেম যুক্ত এই ফোনটিতে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ এই মোবাইলটি ইউজ পরিমানে বিকৃত একটি ডিভাইস আপনি প্রাইমারি ডিভাইস হিসেবে এটিও চয়েজ করতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে ১৯,৯৯০/- তাহলে। এই ফোনের দুটি ভেরিয়েন্ট রয়েছে। এই ফোনটি প্রথম রিলিজ হয়েছে ১/১০/২০২২ ইং তারিখে।

আরো পড়ুন:

(৩) Vivo Y15s Short Specifications

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

মোবাইল ওয়ার্ল্ডে এটিও খুবই সাড়া ফেলেছে। ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ সালে এই মোবাইলটির ভালো একটা প্রচলন রয়েছে এটি অনেক জনের কাছেই দেখা যেত এবং মোবাইলটি রিলিজ হয়েছিল ৯/১১/২০২১ ইং তারিখে। অলমোস্ট মোবাইলটি লঞ্চ হওয়ার থেকে দুই বছর পেরিয়ে গিয়েছে।

এই মোবাইলে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহৃত হচ্ছে সাথে ওটিজি সাপোর্টেড এবং প্লাস্টিক বডি হলেও ফ্রন্ট পার্ট পুরো গ্লাস দিয়ে তৈরি। ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি এবং ডিসপ্লে রেজুলেশন এইচডি + ৭২০× ১৬০০ পিক্সেল। ব্যাক ক্যামেরায় ব্যবহার হয়েছে দুটি ক্যামেরা মডিউল ১৩+২ মেগাপিক্সেল যা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ১০০০ মেগাপিক্স।

ফ্রন্ট ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ১০০০ মেগাপিক্সেল। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট মোবাইলে 5000 mAh ব্যাটারি ব্যবহৃত হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১১ ব্যবহার করা হয়েছে এবং ‍্যাম ৩ জিবি সেই সাথে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ হিসেবে মোবাইলটি ব্যবহৃত হচ্ছে। মোবাইলটির বর্তমান বাজার মূল্য মাত্র ১২,৯৯০/-

(৪) Vivo Y21 Short Specifications

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

যাদের বাজেট ১৬-১৭,০০০/- তাদের জন্য ভিভো কোম্পানির এই মোবাইলটি রিকোয়ারমেন্ট থাকবে। এই মোবাইল কি আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এটিতে টুকটাক গেম খেলা যেতেই পারে। ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ এটা খুবই প্রফেশনাল এবং ভালো মোবাইল হিসেবে পরিচিতি লাভ করেছে।

এটি রিলিজ হয়েছিল ২০/ আগস্ট / ২০২১ ইং তারিখে। মোবাইলটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড যুক্ত এবং ইউএসবি টাইপ সি-পোর্ট সাথে ও টি জি সাপোর্টেড। একইভাবে ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি এবং ডিসপ্লে রেজুলেশন এইচডি প্লাস ৭২০×১৬০০ পিক্সেল। ব্যাক ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে দুটি ক্যামেরা মডিউল ১৩+২ যা দিয়ে আপনি ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন।

ফ্রন্ট ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই মোবাইলে নন রিমুভাল 5000 mAh ব্যাটারি ব্যবহৃত হচ্ছে এবং সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। অপারেটিং সিস্টেম হিসেবে Android 11 ব্যবহৃত হচ্ছে এবং ram 4gb সেই সাথে যুক্ত রয়েছে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। আলাদা করে মাইক্রোস সলোট রয়েছে এবং সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এর বাজার মূল্য বর্তমানে ১৬,৯৯০/-

(৫) Vivo Y20G Short Specifications

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ অল ডে এটি খুবই ভালো একটি স্মার্টফোন যার বর্তমান বাজার মূল্য ১৭,৯৯০/- এই প্রাইসের মধ্যে ভিভো আপনাকে খুব ভালো কিছু অফার করছে। যদিও এই ফোনটি রিলিজ হয়েছে এই ২১ সালের জানুয়ারি মাসে। তবে এই ফোনের ডুয়েল ন্যানো সিম কার্ড যুক্ত সহ এটাতে বেশ কিছু ফিচারস এক্সট্রা রয়েছে।

প্লাস্টিক দ্বারা বডি তৈরি হলেও ফন্ট পার্ট পুরো গ্লাস দিয়ে তৈরি। সেই সাথে ডিসপ্লের সাইজ ৬.৫১ ইনসি এবং ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি ৭২০×১৬০০ পিক্সেল এবং টেকনোলজি হিসেবে ব্যবহৃত হয়েছে আইপিএস এলসিডি টাচস্ক্রিন। এই মোবাইলে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে তিনটি ক্যামেরা ১৩+২+২ মেগাপিক্সেল যা দিয়ে ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন।

একই সাথে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহৃত হয়েছে আট মেগা পিক্সেলের একটি দারুন ক্যামেরা এবং এটা দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। নন রিমুবল ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়েছে 5000 mAh Battery এবং ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টেড টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১১ ফিচারস ব্যবহার করা হয়েছে এবং রেম রয়েছে 6 GBgb যা খুবই যথেষ্ট এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮ জিবি পাচ্ছেন। একই সাথে আবার মেমোরি কার্ড স্লট রয়েছে অর্থাৎ আপনি এক্সট্রা মেমোরি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন:

নির্দেশনা

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ নিয়ে আমরা ইতিমধ্যে পাঁচটি মোবাইল সম্পর্কে শর্ট স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা মোবাইল কেনার পূর্বে স্পেসিফিকেশন গুলো একটু পড়ে নিবেন এতে করে আপনারা মোবাইলটি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাবেন।

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস লিখে গুগলে সার্চ করলে অসংখ্য রেজাল্ট পাবেন তবে সেগুলো অবশ্যই জাস্টিফাই করে নিবেন এবং এই রেজাল্টগুলো নিয়মিত আপডেট হতে পারে যেমন মোবাইলের দাম প্রতিনিয়ত আপডেট হওয়া সম্ভব তাই আপনি চাইলে বিবো কোম্পানির ওয়েবসাইট থেকে সরাসরি বিষয়টি দেখতে পারেন।

এছাড়াও এই মোবাইলগুলো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি দ্রুত কমেন্ট বক্সে করে ফেলুন আমরা সম্ভব দ্রুত আপনার প্রশ্নের উত্তরটি আপনার সাথে শেয়ার করব।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

আর্টিকেল রিলেটেড ট্যাগ

  • ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস 2022
  • Vivo Y21 price in Bangladesh
  • ভিভো Y20 বাংলাদেশ প্রাইস
  • Vivo Mobile price in Bangladesh 5000 to 10000
  • vivo mobile price 10,000 to 15,000
  • vivo 4/64 price in bangladesh 2022
  • ভিভো Y90 বাংলাদেশ মার্কেট প্রাইস
  • 7,000 taka mobile price in bangladesh
  • vivo mobile price 10000 to 15000 in bangladesh
  • oppo mobile price 10000 to 15000
  • samsung mobile price 10,000 to 15,000
  • vivo mobile price in 15000
  • xiaomi mobile price 10,000 to 15,000 in bangladesh
  • best phone under 15000 in bangladesh 2022
  • 10000 price mobile in bangladesh
  • 15000 price mobile in bangladesh
  • vivo y21 price in bangladesh 2022 official 4/64
  • vivo y21 price in bangladesh 2022
  • vivo y21 price in bangladesh 8/128
  • vivo y20 price in bangladesh
  • vivo y30 price in bangladesh
  • vivo v21 price in bangladesh
  • vivo y21 pro
  • vivo y21 5g price in bangladesh
  • ভিভো y20 মূল্য 2022
  • ভিভো Y21 বাংলাদেশ প্রাইস
  • ভিভো বাংলাদেশ প্রাইস 2022
  • ভিভো Y20 বাংলাদেশ প্রাইস 2022
  • vivo y20 price in bangladesh 2022 official 4/64
  • ভিভো y20 দাম কত
  • ভিভো 4 64 দাম কত
  • বাংলাদেশে vivo y20 এর দাম 6-128
  • vivo price in bangladesh 2022
  • oppo price in bangladesh
  • realme price in bangladesh
  • vivo y21 price in bangladesh
  • all mobile price in bangladesh 2022
  • vivo 4/64 price in bangladesh 2022
  • vivo y11 price in bangladesh
  • samsung mobile price in bangladesh
  • samsung mobile price in bangladesh 2022
  • vivo mobile price in bangladesh
  • oppo mobile price in bangladesh
  • realme mobile price in bangladesh
  • samsung mobile price in bangladesh 5000 to 10000
  • all mobile price in bangladesh 2022
  • vivo 4/64 price in bangladesh 2022
  • all mobile price in bangladesh 2022
  • vivo y21 price in bangladesh
  • vivo mobile price in bangladesh
  • vivo y33s price in bangladesh
  • xiaomi mobile price in bangladesh

Leave a Comment