SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করেছ। এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত পাঠ্যসূচি (শর্ট সিলেবাস) অনুসরণে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সংযোজন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট সূত্র/ নির্দেশনা সংবলিত প্রশ্ন-উত্তর গুলোর উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এতে এসএসসি পরীক্ষায় সহজেই বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। আজকে আমরা আলোচনা করব SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ল” অপশনগুলো সঠিক উত্তর।

অধ্যায়- ১ (অর্থনীতি পরিচয়) উত্তরসহ

১. কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থে অর্থনীতি বিষয়ে কিছু আলোচনা করা হতো?
ক. গ্রিক
খ. রোমান
গ. ক্যালডীয়
ল. হিব্রু

২. বাণিজ্যবাদের সময়কাল কত খ্রিষ্টপূর্ব পর্যন্ত?
ক. ১৫৮০-১৭৭০
খ. ১৫৯৫-১৭৮৫
ল. ১৫৯০-১৭৮০
ঘ. ১৫৯৫-১৭৮০

৩. অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বইটি কত সালে রচনা করেন?
ক. ১৬৭৬
ল. ১৭৭৬
গ. ১৮৭৬
ঘ. ১৯৭৬

৪. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. প্লেটো
খ. মার্শাল
ল. কৌটিল্য
ঘ. অ্যাডাম স্মিথ

৫. Oikonomia শব্দটি কোন ভাষা হতে এসেছে?
ক. ফ্রেঞ্চ
ল. গ্রিক
গ. ইংরেজি
ঘ. হিব্রু

৬. Oikonomia শব্দের অর্থ কী?
ক. অর্থ ব্যবস্থাপনা
খ. সরকারি ব্যবস্থাপনা
ল. গৃহস্থলির ব্যবস্থাপনা
ঘ. অফিস ব্যবস্থাপনা

৭. ভূমিবাদীদের মতে নিচের কোনটি উৎপাদনশীল খাত?
ক. শিল্প
ল. কৃষি
গ. বাণিজ্য
ঘ. সেবা

৮. অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক. অভাব
খ. চাহিদা
ল. সম্পদ
ঘ. যোগান

৯. গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. সক্রেটিস
ল. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. অ্যাডাম স্মিথ

১০. কোন অর্থনীতিবিদের বই আজকের অর্তনীতির মূল ভিত্তি?
ক. প্লেটো
খ. এরিস্টটল
ল. অ্যাডাম স্মিথ
ঘ. ম্যালথাস

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

১১. গ্রিক সভ্যতার স্বীকৃত বিষয় ছিল কোনটি?
ক. শ্রম বিভাজন
ল. দাস প্রথা
গ. জমিদার প্রথা
ঘ, সুদ প্রথা

১২. কোনটি নগররাষ্ট্রভিত্তিক সভ্যতা ছিল?
ক. সুমেরীয়
ল. গ্রিক
গ. রোমান
ঘ, মেসোপটেমীয়া

১৩. আদিম সমাজে উৎপাদনের মূল উপকরণ কী ছিল?
ক. অর্থ
খ. ভূমি
গ. সংগঠন
ল. কায়িক শ্রম

১৪. প্রাচীন ভারতে কোন সময়ে কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচিত হয়?
ল. ৪র্থ খ্রিষ্টপূর্ব
খ. ৫ম খ্রিষ্টপূর্ব
গ. ৬ষ্ট খ্রিষ্টপূর্ব
ঘ. ৭ম খ্রিষ্টপূর্ব

১৫. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের নাগরিক?
ক. ফ্রান্স
খ. আমেরিকা
ল. ইংল্যান্ড
ঘ. গ্রিস

১৬. আদিমকালে মানুষের মৌলিক চাহিদা ছিল
ক. খাদ্য
খ. বিনোদন
গ. বাসস্থান
ল. ক ওগ উভয়ই

১৭. অভাব পূরণের উপকরণ বা সম্পদ-
ক. অল্প
খ. পর্যাপ্ত
ল. সীমিত
ঘ. অসীম

১৮. মানুষের জীবনে নিচের কোনটির শেষ নেই?
ক. অর্থ
খ. সম্পত্তি
গ. যোগান
ল. অভাব

১৯. নিচের কোনটি না থাকলে অর্থনীতির প্রয়োজন ছিল না?
ল. পছন্দ করার প্রয়োজন না হলে
খ. অপর্যাপ্ত সম্পদ থাকলে
গ. অধিক চাহিদা থাকলে
ঘ. অপর্যাপ্ত চাহিদা থাকলে

২০. নীচের কোনটি সীমিত?
ক. চাহিদা
খ. অভাব
ল. সম্পদ
ঘ. সবকয়টি

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

২১. মানুষ সাধারণত কোন জিনিসটির অভাব অনুধাবন করতে পারে না?
ক. অর্থ
খ. পোশাক
গ. ঘর
ল. বাতাস

২২. মানুষ কীভাবে তার প্রয়োজনীয় অভাব পূরণ করে?
ল. নির্বাচনের মাধ্যমে
খ. ভোগের মাধ্যমে
গ. চোরাচালানের মাধ্যমে
ঘ. কোনোটিই নয়

২৩. অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে তুমি যেটি সমর্থন করবে-
ক. দুষ্প্রাপ্যতা
খ. অসীম অভাব
গ. চাহিদা
ল. ক ও খ উভয়ই

২৪. কোন অর্থনীতিবিদের অর্থনীতির সংজ্ঞায় মানবকল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক. অ্যাডাম স্মিথ
ল. আলফ্রেড মার্শাল
গ. ডেভিড রিকার্ডো
ঘ. এল রবিন্স

২৫. “অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে”- সংজ্ঞাটি প্রদান করেন-
ক. এল. রবিন্স
ল. অধ্যাপক মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. এরিস্টটল

২৬. অধ্যাপক মার্শাল কিসের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন-
ক. সম্পদ
খ. চাহিদা
ল. মানব কল্যাণ
ঘ. উৎপাদন

২৭. স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা নিচের কোনটিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে?
ক. পুঁজি
ল. সম্পদ
গ. বাজার
ঘ. শ্রমিক

২৮. স্মিথ-এর মতে নিচের কোনটিকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে?
ক. শ্রমিক
ল. সম্পদ
গ. বাসস্থান
ঘ. বাজার

২৯.কোন অর্থনীতিবিদ সম্পদের চেয়ে মানবকল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
ক. অ্যাডাম স্মিথ
ল. মার্শাল
গ. রবিন্স
ঘ. ম্যালথাস

৩০. মার্শাল – এর মতে অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
ল. মানুষের কল্যাণ সাধন
গ. ভোগবিলাস
ঘ. অর্থ আহরণ

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৩১. বর্তমানে অর্থনীতির মূল সমস্যা কোনটি?
ল. স্বল্পতার সমস্যা
খ. সম্পদের প্রাচুর্যতা
গ. শ্রমিকের আধিক্য
ঘ. বাজারের সমস্যা

৩২. অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন-
ক. অ্যাডাম স্মিথ
খ. ডেভিড রিকার্ডো
গ. জন স্টুয়ার্ট মিল
ল. উপরের সবগুলোই

৩৩. দ্রব্যসামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ায় অবস্থাকে কী বলে?
ক. উদ্বৃত্ত
ল. মুদ্রাস্ফীতি
গ. মুদ্রা সংকোচন
ঘ. দ্রব্যমূল্য

৩৪. বাজার ব্যবস্থা চলে “অদৃশ্য হাতের ইশারায়” এর ব্যতিক্রম ঘটলে-
ক. উৎপাদন বাড়াতে হয়
ল. সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হয়
গ. ভর্তুকির ব্যবস্থা
ঘ. ব্যবসায়ীদের প্রণোদনার ব্যবস্থা করাতে হয়

৩৫. মুদ্রাস্ফীতি বাড়লে-
ক. বেকারত্ব বৃদ্ধি পায়
খ. ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়
ল. বেকারত্ব কমে যায়
ঘ. দ্রব্যমূল্য কমে যায়

৩৬. কোন অর্থনীতিবিদ অর্থনীতির দশটি নীতির ধারণা দেন?
ক. অ্যাডাম স্মিথ
খ. এল. রবিন্স
ল. গ্রেগরি ম্যানকিউ
ঘ. ডেভিড রিকার্ডো

৩৭. নিচের কোনটি মানুষের অর্থনৈতিক কার্যাবলির প্রেরণা হিসেবে কাজ করে?
ল. অভাব পূরণ
খ. সঞ্চয়
গ. বিনিয়োগ
ঘ. বিনোদন

৩৮. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরুপ সম্পর্ক থাকে?
ক. সমমুখী
খ. ঊর্দ্বমুখী
ল. বিপরীতমুখী
ঘ. সম্পর্কহীন

৩৯. বাণিজ্যের পূর্বশর্ত কী?
ক. একপক্ষ লাভবান হয়
ল. দু’পক্ষই লাভবান হবে
গ. পণ্যের দাম কম হবে
ঘ. পণ্যের মান গুণগত হবে

৪০. কোনো একটি কাজ করলে অন্য একটি কাজ ছেড়ে দেওয়ার ধারণাকে কী বলে?
ক. সময় ব্যয়
ল. সুযোগ ব্যয়
গ. অস্থায়ী ব্যয়
ঘ. কার্যত ব্যয়

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৪১. ফোর্ড গাড়ি কোম্পানিটি কোন দেশের?
ক. বাংলাদেশের
খ. পাকিস্তানের
গ. ভারতের
ল. আমেরিকার

৪২. টয়োটা গাড়ি কোম্পানিটি কোন দেশের?
ক. কোরিয়া
ল. জাপান
গ. চীন
ঘ. সিঙ্গাপুর

৪৩. কখন বাণিজ্য ঘটে?
ক. যখন এক পক্ষ লাভবান হয়
ল. যখন দু পক্ষই লাভবান হয়
গ. যখন পণ্য নিম্নমানের হয়
ঘ. কোনটিই নয়

৪৪. ক্রেতা-বিক্রেতার স্বার্থ বিঘ্নিত হয় কখন?
ক. দাম বেশি হলে
ল. অশুভ শক্তি বাজারে হস্তক্ষেপ করলে
গ. দাম কম হলে
ঘ. ক্রেতা বেশি হলে

৪৫. মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?
ল. অর্থের মূল্য কমে
খ. অর্থের মূল্য বাড়ে
গ. জীবনযাত্রার মান বাড়ে
ঘ. দ্রব্যমূল্য কমে

৪৬. মূল্যস্ফীতি কমলে কী ঘটে?
ল. বেকারত্ব বাড়
খ. বেকারত্ব কমে
গ. দাম বাড়ে
ঘ. কোনটিই নয়

৪৭. কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত মুদ্রা ছাপানো অর্থনীতিতে কী নামে পরিচিত?
ক. মুদ্রা সংকোচন
ল. মুদ্রাস্ফীতি
গ. সুযোগ ব্যয়
ঘ. ট্রেড-অফ

৪৮. সাধারণত অর্থনীতিতে কত ধরণের প্রতিনিধি থাকে?
ক. তিন ধরণের
ল. দুই ধরণের
গ. চার ধরণের
ঘ. সাত ধরণের

৪৯. ফার্মসমূহ আয় করে কোথা থেকে?
ক. উপকরণ বাজার
ল. দ্রব্য ও সেবার বাজার
গ. মজুরি
ঘ. ভূমি

৫০. ফার্মসমূহ কোথায় ব্যয় করে?
ক. দ্রব্য ও সেবা ক্রয়
খ. দ্রব্য ক্রয়
গ. সেবা ক্রয়
ল. উপকরণ ক্রয়

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৫১. পরিবারসমূহের ব্যয় কোনটি?
ক. ভূমি ক্রয়
খ. শ্রম ক্রয়
গ. মূলধন ক্রয়
ল. দ্রব্য ও সেবা ক্রয়

৫২. উৎপাদনের উপকরণ যা পরিবার থেকে আসে-
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ল. উপরের সবগুলোই

৫৩. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা থাকে না?
ক. ধনতান্ত্রিক
ল. সমাজতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামি

৫৪. কোন অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনের উপাদানগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন?
ক. ধনতান্ত্রিক
ল. সমাজতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামি

৫৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. সরকারি নিয়ন্ত্রণ
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
ল. ব্যক্তিগত মালিকানা
ঘ. সুদমুক্ত আমানত

৫৬. কোনটি নির্দেশমূলক অর্থনীতির বৈশিষ্ট্য?
ক. সম্পদের ব্যক্তিমালিকানা
খ. ভোক্তার সার্বভৌমত্ব
ল. সম্পদের রাষ্ট্রের মালিকানা
ঘ. উৎপাদকের সার্বভৌমত্ব

৫৭. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. সর্বোচ্চ মুনাফা অর্জন
ল. ভোক্তার স্বাধীনতার অভাব
গ. অবাধ প্রতিযোগিতা
ঘ. আয় বৈষম্য বিদ্যমান

৫৮. মিশ্র অর্থব্যবস্থায় মৌলিক ও ভারী শিল্প পরিচালনা করা হয় কীভাবে?
ল. সরকারি উদ্যোগে
খ. ব্যক্তিগত উদ্যোগে
গ. কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে
ঘ. বিদেশি উদ্যোগে

৫৯. ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
খ. ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি
ল. স্বয়ংক্রিয় দামব্যবস্থা
ঘ. অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি

৬০. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে?
ক. ধনতান্ত্রিক
ল. মিশ্র
গ. মুক্তবাজার
ঘ. ইসলামি

SSC অর্থনীতি MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

৬১. মিশ্র অর্থব্যবস্থা নিচের কোন দেশে প্রচলিত আছে?
ক. কিউবা
ল. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ, উত্তর কোরিয়া

৬২. সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা কেমন?
ক. অসীম
খ. মোটামুটি
ল. সীমাবদ্ধতা
ঘ. মুক্ত

৬৩. ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কী বলা হয়?
ক. সরকারি পরিকল্পনা
খ. জনশক্তি
ল. দামব্যবস্থা
ঘ. সামাজিক কল্যাণ

৬৪. কোন ধরনের অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে?
ক. মিশ্র
খ. অর্থনৈতিক
ল. সমাজতান্ত্রিক
ঘ. ধনতান্ত্রিক

৬৫. নিচের কোন দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে?
ক. জাপান
খ. আমেরিকা
গ. চীন
ল. বাংলাদেশ

৬৬. মিশ্র অর্থব্যবস্থায় দেশের মৌলিক ও ভারী শিল্পকে পরিচালনা করে?
ক. জনগণ
ল. সরকার
গ. সরকারি কোম্পানি
ঘ. বিদেশি সংস্থা

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment