১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ : ১. প্রশ্ন : বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল –
উত্তর : আকবর

২. প্রশ্ন : কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ?
উত্তর : হুমায়ুন

৩. প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের নাট্যকার কে?
উত্তর : মুনীর চৌধুরী

৪. প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর : প্রলয়োল্লাস

৫. প্রশ্ন : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

৬. প্রশ্ন : বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
উত্তর : গিরিশ চন্দ্র সেন

৭. প্রশ্ন : ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –
উত্তর : উপন্যাসের নাম

৮. প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা –
উত্তর : আবদুল গাফফার চৌধুরী

৯. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর : মুনীর চৌধুরী

১০. প্রশ্ন : .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
উত্তর : ৫০%

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১১. প্রশ্ন : চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
উত্তর : ২০%

১২. প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে নগুণ হবে ?
উত্তর : ২৫ টাকা

১৩. প্রশ্ন : (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
উত্তর : ১/ ৮

১৪. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
উত্তর : ১৬

১৫. প্রশ্ন : ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
উত্তর : ১০টি

১৬. প্রশ্ন : ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
উত্তর : ২৫

১৭. প্রশ্ন : কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
উত্তর : ১৪৪ টাকা

১৮. প্রশ্ন : নিচের কোন সংখ্যাটি মৌলিক
উত্তর : ৪৭

১৯. প্রশ্ন : ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
উত্তর : ৮০

২০. প্রশ্ন : ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_
উত্তর : কর্কটক্রান্তি রেখা

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

২১. প্রশ্ন : ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল
উত্তর : পর্তুগিজ

২২. প্রশ্ন : কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
উত্তর : লৌহ

২৩. প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ

২৪. প্রশ্ন : ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?
উত্তর : কলা

২৫. প্রশ্ন : সংকর ধাতু পিতলের উপাদান ?
উত্তর : তামা ও দস্তা

২৬. প্রশ্ন : প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
উত্তর : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

২৭. প্রশ্ন : নবায়নযোগ্য শক্তির উৎস –
উত্তর : সূর্যরশ্মি

২৮. প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
উত্তর : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে

২৯. প্রশ্ন : নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
উত্তর : বায়োগ্যাস

৩০. প্রশ্ন : পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
উত্তর : মধ্যাকর্ষণ বলের জন্য

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

৩১. প্রশ্ন : দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –
উত্তর : বিদ্যুৎ এর অপচয় কম হয়

৩২. প্রশ্ন : সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –
উত্তর : কার্বন দন্ড ও দস্তার কৌটা

৩৩. প্রশ্ন : যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –
উত্তর : নিয়ত বায়ু

৩৪. প্রশ্ন : বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –
উত্তর : তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

৩৫. প্রশ্ন : মাছ অক্সিজেন নেয় –
উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

৩৬. প্রশ্ন : যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –
উত্তর : লাল, আসমানী, সবুজ

৩৭. প্রশ্ন : ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
উত্তর : সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

৩৮. প্রশ্ন : ক্রিয়াপদের মূল অংশকে বলে—
উত্তর : ধাতু

৩৯. প্রশ্ন : গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
উত্তর : শবদাহ

৪০. Question : ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর –
উত্তর : রত্ম + আকর

৪১. প্রশ্ন : কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
উত্তর : পাকা পাকা আম

৪২. প্রশ্ন : কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
উত্তর : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

৪৩. প্রশ্ন : কোনটি তদ্ভব শব্দ ?
উত্তর : চাঁদ

৪৪. প্রশ্ন : শুদ্ধ বানান কোনটি ?
উত্তর : মুমূর্ষু

৪৫. প্রশ্ন : ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে –
উত্তর : পর্তুগিজ ভাষা হতে

৪৬. প্রশ্ন : কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?
উত্তর : মাথা খাটিয়ে কাজ করবে

৪৭. প্রশ্ন : শুদ্ধ বাক্য কোনটি ?
উত্তর : দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

৪৮. প্রশ্ন : ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
উত্তর : ১৬১০

৪৯. প্রশ্ন : বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের ?
উত্তর : উন্নত জাতের গম শস্য

৫০. প্রশ্ন : উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
উত্তর : স্যার এ এফ রহমান

৫১. প্রশ্ন : পূর্বাশা দ্বীপের অপর নাম –
উত্তর : দক্ষিণ তালপট্টি

৫২. প্রশ্ন : বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁয়ে

৫৩. প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তর : ইরাক

৫৪. প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
উত্তর : ১৭৯৩ সালে

৫৫. প্রশ্ন : ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –
উত্তর : মির্জা আহমেদ জান

৫৬. প্রশ্ন : বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে –
উত্তর : বিজয়পুরে

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

৫৭. প্রশ্ন : পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
উত্তর : সোমপুর বিহার

৫৮. প্রশ্ন : বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
উত্তর : মহাস্থানগড়ে

৫৯. প্রশ্ন : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র

৬০. প্রশ্ন : ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইরাক

৬১. প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
উত্তর : তুরস্ক

৬২. প্রশ্ন : দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –
উত্তর : ১৯৪৫ সালের এপ্রিল মাসে

৬৩. প্রশ্ন : কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম –
উত্তর : প্যাট্রিক লুমুম্বা

৬৪. প্রশ্ন : হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –
উত্তর : ১৯৪৫ সালের আগষ্ট মাসে

৬৫. প্রশ্ন : যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –
উত্তর : যুক্তরাষ্ট্র

৬৬. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল –
উত্তর : জাপান

৬৭. প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর : ট্রাইগভে লাই

৬৮. প্রশ্ন : IMF এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ওয়াশিংটন ডিসি

৬৯. প্রশ্ন : ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –
উত্তর : জেদ্দা

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

৭০. প্রশ্ন : ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –
উত্তর : হোয়াইট হল

৭১. প্রশ্ন : পিএলও(PLO)-এর সদর দপ্তর হল –
উত্তর : রামাল্লা

৭২. প্রশ্ন : সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –
উত্তর : ১৯৮৫

৭৩. প্রশ্ন : সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
উত্তর : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

৭৪. প্রশ্ন : বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১

৭৫. প্রশ্ন : a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
উত্তর : 4

৭৬. প্রশ্ন : যদি (x-5)(a+x) = x2-25 হয়, তবে a এর মান কত ?
উত্তর : ৫

৭৭. প্রশ্ন : a+b+c= 0 হলে a^3+b^3+c^3 এর মান কত ?
উত্তর : 3abc

৭৮. প্রশ্ন : ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –
উত্তর : সমকোণী

৭৯. প্রশ্ন : সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে –
উত্তর : √3/4 a^2

৮০. প্রশ্ন : কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
উত্তর : নিমরাজি

৮১. প্রশ্ন : ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
উত্তর : হামিদুজ্জামান খান

৮২. প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২

৮৩. প্রশ্ন : ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তর : সৈয়দ মুজতবা আলী

৮৪. প্রশ্ন : বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তর : অবরোধবাসিনী

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

৮৫. প্রশ্ন : বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
উত্তর : মুক্তি

৮৬. প্রশ্ন : বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী

৮৭. প্রশ্ন : ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
উত্তর : মাওলানা আকরাম খাঁ

৮৮. প্রশ্ন : ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –
উত্তর : আবুল মনসুর আহমদ

৮৯. প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক –
উত্তর : দৌলত কাজী

৯০. প্রশ্ন : রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
উত্তর : শরৎচন্দ্র

৯১. প্রশ্ন : ১ মিটার কত ইঞ্চির সমান
উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি

৯২. প্রশ্ন : চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
উত্তর : ৭২০ টাকা

৯৩. প্রশ্ন : ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
উত্তর : ২৫.৯৩ টাকা

৯৪. প্রশ্ন : একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ –
উত্তর : ৪ লিটার

৯৫. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
উত্তর : ১২৮ মিটার

৯৬. প্রশ্ন : আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : বেরিং

৯৭. প্রশ্ন : ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
উত্তর : ৯৯

৯৮. প্রশ্ন : ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
উত্তর : ৬৪

৯৯. প্রশ্ন : ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
উত্তর : ২২.৫°

১০০. প্রশ্ন : একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
উত্তর : ৩ জন

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১০১. প্রশ্ন : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উত্তর : বালি

১০২. প্রশ্ন : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
উত্তর : ১০ নিউটন

১০৩. প্রশ্ন : ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
উত্তর : ১৫ কি.মি

১০৪. প্রশ্ন : একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
উত্তর : ১৯২৫ ফুট

১০৫. প্রশ্ন : সমুদ্র স্রোতের অন্যতম কারণ –
উত্তর : বায়ু প্রবাহের প্রভাব

১০৬. প্রশ্ন : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
উত্তর : প্রিজমের কাজ করে

১০৭. প্রশ্ন : কাজ করার সামর্থ্যকে বলে –
উত্তর : শক্তি

১০৮. প্রশ্ন : ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
উত্তর : সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

১০৯. প্রশ্ন : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তর : ২৩ জোড়া

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১১০. প্রশ্ন : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
উত্তর : বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম
আরো পড়ুন: লাইফ ফোকাস পর্ব-১

১১১. প্রশ্ন : সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –
উত্তর : ইরি ৮

১১২. প্রশ্ন : বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
উত্তর : একই হয়

১১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Answer : মিথেন

১১৪. প্রশ্ন : সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
উত্তর : ষ্টোরেজ ব্যাটারি

১১৫. প্রশ্ন : মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
উত্তর : ওয়েভ গাইডের মধ্য দিয়ে

১১৬. প্রশ্ন : কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
উত্তর : এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

১১৭. প্রশ্ন : মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় –
উত্তর : পরমাণু

১১৮. প্রশ্ন : ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
উত্তর : সদাচার

১১৯. প্রশ্ন : সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তর : প্রত্যয়

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১২০. প্রশ্ন : ‘সূর্য’ – এর প্রতিশব্দ
উত্তর : আদিত্য

১২১. প্রশ্ন : সমাস ভাষাকে কী করে?
উত্তর : সংক্ষেপ করে

১২২. প্রশ্ন : বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে —
উত্তর : পদ

১২৩. প্রশ্ন : কোনটি শুদ্ধ বাক্য ?
উত্তর : একটা গোপনীয় কথা বলি

১২৪. প্রশ্ন : ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
উত্তর : ক্ষমার্হ

১২৫. প্রশ্ন : কোনটি শুদ্ধ ?
উত্তর : সৌজন্য

১২৬. প্রশ্ন : ‘অর্ধচন্দ্র’ এর অর্থ –
উত্তর : গলাধাক্কা দেওয়া

১২৭. প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
উত্তর : বরিশাল

১২৮. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর : ৫:৩

১২৯. প্রশ্ন : ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –
উত্তর : মির্জা আহমেদ জান

১৩০. প্রশ্ন : বি.কে. এস. পি হলো –
উত্তর : একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম

১৩১. প্রশ্ন : ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো –
উত্তর : অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা

১৩২. প্রশ্ন : কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
উত্তর : যশোর

১৩৩. প্রশ্ন : বাসস একটি –
উত্তর : একটি সংবাদ সংস্থার নাম

১৩৪. প্রশ্ন : বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
উত্তর : ভাওয়াল ও মধুপুরের বনভূমি

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১৩৫. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
উত্তর : মেঘনা

১৩৬. প্রশ্ন : হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় –
উত্তর : ১৯৮৬ সালে

১৩৭. প্রশ্ন : মিশুকের স্থপতি কে ?
উত্তর : হামিদুজ্জামান খান

১৩৮. প্রশ্ন : বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
উত্তর : রংপুর

১৩৯. প্রশ্ন : মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : করতোয়া

১৪০. প্রশ্ন : মা ও মণি হলো –
উত্তর : একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম

১৪১. প্রশ্ন : চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য –
উত্তর : দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে

১৪২. প্রশ্ন : বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
উত্তর : ২ কোটি ৪০ লক্ষ একর

১৪৩. প্রশ্ন : উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল

১৪৪. প্রশ্ন : এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
উত্তর : ইয়েমেন

১৪৫. প্রশ্ন : ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তর : বার্সোলনা

১৪৬. প্রশ্ন : মালদ্বীপের মুদ্রার নাম কী ?
উত্তর : রুপাইয়া

১৪৭. প্রশ্ন : জাপানের পার্লামেন্টের নাম –
উত্তর : ডায়েট

১৪৮. প্রশ্ন : ওডার-নীস নদী –
উত্তর : পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

১৪৯. প্রশ্ন : পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
উত্তর : প্যালেষ্টাইন

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১৫০. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
উত্তর : বিনা সুদে

১৫১. প্রশ্ন : সাউথ কমিশনের চেয়ারম্যান –
উত্তর : জুলিয়াস নায়ারে

১৫২. প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : ভিয়েনায়

১৫৩. প্রশ্ন : আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা –
উত্তর : Paul harris

১৫৪. প্রশ্ন : এফটা –[AFTA] বলতে বোঝায় –
উত্তর : একটি বাণিজ্যিক গোষ্ঠী

১৫৫. প্রশ্ন : ‘—— সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
উত্তর : ৮ ই

১৫৬. প্রশ্ন : জাতিসংঘ দিবস কোনটি?
উত্তর : ২৪ অক্টোবর

১৫৭. প্রশ্ন : নামিবিয়ার রাজধানী –
উত্তর : উইন্ডহুক

১৫৮. প্রশ্ন : ‘হারারে’- এর পুরাতন নাম –
উত্তর : সলসবেরী

১৫৯. প্রশ্ন : বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তর : ১৪ ডিসেম্বর

১৬০. প্রশ্ন : a – {a –(a+1)} = কত
উত্তর : a+1

১৬১. প্রশ্ন : যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
উত্তর : 54

১৬২. প্রশ্ন : (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
উত্তর : -3

১৬৩. প্রশ্ন : একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
উত্তর : n/√2-1

১৬৪. প্রশ্ন : কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
উত্তর : নিমরাজি

১৬৫. প্রশ্ন : What is the meaning of ‘White Elephant’?
উত্তর : A very costly or troublesome possession

১৬৬. Question : What kind of noun is girl ?
উত্তর : Common

১৬৭. প্রশ্ন : What kind noun is Cattle ?
উত্তর : Collective

১৬৮. প্রশ্ন : ‘Animal Farm’ was written by _.
উত্তর : George Orwell

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১৬৯. প্রশ্ন : Who is author of India wins freedom ?
উত্তর : Abul Kamal azad

১৭০. প্রশ্ন : I am not bad— tennis.
উত্তর : at

১৭১. প্রশ্ন : Choose the correct alternative to correct the sentence. He ………. to see us if he had been able to do .
উত্তর : would have come

১৭২. প্রশ্ন : Choose the appropriate alternative to complete the sentence. He had a _____ of fever.
উত্তর : severe attack

১৭২. প্রশ্ন : Choose the correct answer. How long did you wait ?
উত্তর : Till he came

১৭৩. প্রশ্ন : Choose the correct sentence –
উত্তর : The man who said that was a fool

১৭৪. প্রশ্ন : Choose the correct sentence –
উত্তর : Each of three boys got a prize

১৭৫. প্রশ্ন : Choose the correct sentence –
উত্তর : I asked javed if he had passed

১৭৬. প্রশ্ন : What is the synonym of competent ?
উত্তর : Capable

১৭৭. প্রশ্ন : What is antonym of jovial ?
উত্তর : Jealous

১৭৮. প্রশ্ন : What is antonym of Gentle ?
উত্তর : Rude

১৭৯. প্রশ্ন : He has been ill – Friday last.
উত্তর : since

১৮০. প্রশ্ন : ‘Out and out’ means :
উত্তর : Thoroughly

১৮১. প্রশ্ন : What is the verb of the word ‘ability’?
উত্তর : enable

১৮২. প্রশ্ন : May Allah help you. What kind of sentence is this ?
উত্তর : Optative

১৮৩. প্রশ্ন : A rolling stone gathers no moss. what rolling’ is ?
উত্তর : Adjective

১৮৪. প্রশ্ন : Which is the noun of the word beautiful ?
উত্তর : Beauty

১৯৫ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ

১৮৫. প্রশ্ন : Hold water means –
উত্তর : Bear examination

১৮৬. প্রশ্ন : “Justice delayed is justice denied” was stated by_
উত্তর : Gladstone

১৮৭. প্রশ্ন : Who is poet of the Victorian age ?
উত্তর : Robert Browning

১৮৮. প্রশ্ন : Who is the author of `For Whom the Bell Tolls’ ?
উত্তর : Ernest Hemingway

১৮৯. প্রশ্ন : `syntax’ means –
উত্তর : Sentence building

১৯০. প্রশ্ন : What is the synonym of `Incite’ ?
উত্তর : Instigate

১৯১. প্রশ্ন : What is the antonym `Honorary’ ?
উত্তর : Salaried

১৯২. প্রশ্ন : Fill in the blanks He has assured me_______safety?
উত্তর : of

১৯৩. প্রশ্ন : Choose the correct sentence –
উত্তর : He was hanged for murder

১৯৪. প্রশ্ন : Choose the correct sentence –
উত্তর: The rich are not always happy

১৯৫. প্রশ্ন : ইউরিয়া সারের কাঁচামাল
উত্তর : মিথেন গ্যাস

আরো পড়ুন: paragraph: A Street Hawker (বাংলা অর্থসহ)
আরো পড়ুন: ব্যর্থতা – সুমাইয়া শাহরীন

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment