৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ১নং সৃজনশীল: রাহাতের গায়ে মশায় কামড় দেয়া মাত্র সে এটিকে হাতচাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনেফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণিগত অবস্থান বুঝার চেষ্টা করল।
ক. ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
খ. মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা কর।
গ. রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণিগত অবস্থান ব্যাখ্যা কর।
ঘ. প্রাণীটির শ্রেণিগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন? বিশ্লেষণ কর।

উত্তর-ক: ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।

উত্তর-খ: মানবদেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটোকর্ড থাকে। এটি সারাজীবন অথবা ভ্রুণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর থাকে। এটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখন্ডায়িত অঙ্গ। এটি মানবদেহে শুধু ভ্রƒণীয় অবস্থায় থাকে। মানবদেহে এটিই পরবর্তীতে মেরুদন্ডে পরিণত হয়।

উত্তর-গ: রাহাত যে প্রাণীটি পর্যবেক্ষণ করেছিল, তা হলো মশা। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মশাটির উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষন করে নিুোক্ত বিষয় দেখতে পেল-
এর দেহ কতকগুলো খন্ডে বিভক্ত।

দেহের সাথে সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে।
মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা রয়েছে।
দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
উড়ার সুবিধার জন্য এর দেহে দুই জোড়া ডানা রয়েছে।
রক্ত শোষণের জন্য মাথায় একজোড়া শুঙ্গ আছে।

এসব বৈশিষ্ট্য আর্থ্রােপোডা পর্বের পতঙ্গ শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্যের অনুরূপ। অতএব, রাহাতের পর্যবেক্ষণকৃত মশাটি আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণির প্রাণী।

৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আরো : ভূগোল ও পরিবেশ MCQ উত্তরসহ (১ম অধ্যায়)
আরো : পৌরনীতি ও নাগরিকতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)

উত্তর-ঘ: উদ্দীপকের প্রাণীটির শ্রেণিগত অবস্থান জানা রাহাতের জন্য বিশেষ প্রয়োজন। কেননা এই প্রাণীটির সঙ্গে বাস্তব জীবনে অনেক প্রাণীর বাহ্যিক মিল রয়েছে। রাহাতের পর্যবেক্ষণ করা প্রাণীটি ইনসেকটা শ্রেণির অন্তর্ভুক্ত। রাহাত প্রাণীটির শ্রেণিগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণির উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। রাহাত ভাবতে পারে এটি শুধু ক্ষতিকারক প্রাণী। কারণ এটি রাহাতকে কামড় দিয়েছিল। কিন্তু এর শ্রেণিগত বৈশিষ্ট্য জানলে বুঝা যাবে এটি কী শুধু ক্ষতিকারক না উপকারীও। তা না হলে রাহাতের মনে শুধু নেতিবাচক ধারণার জন্ম দিবে। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্ট যে, প্রাণীটির শ্রেণি সম্পর্কে নেতিবাচক ধারণার যেন সৃষ্টি না হয় সে জন্যই রাহাতের প্রাণীটির শ্রেণিগত অবস্থান সম্পর্কে জানা প্রয়োজন।

২নং সৃজনশীল:

জিহান জীববিজ্ঞানের ল্যাবরেটরিতে ঢুকে প্রথম কাচের জারে যে প্রাণীটি দেখল তা সাধারণভাবে মাছ হিসেবে পরিচিত হলেও মূলত মাছ নয়, প্রাণিজগতের বৃহত্তম পর্বভুক্ত একটি পতঙ্গ। সে ২য় ও ৩য় জারে যথাক্রমে জোঁক ও শামুক দেখল।
ক.শ্রেণিবিন্যাস কাকে বলে?
খ.উভচর প্রাণী বলতে কী বুঝায়?
গ.জিহানের প্রথম জারে দেখা প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা কর।
ঘ.জিহানের দেখা ২য় ও ৩য় জারের প্রাণীগুলো ভিন্ন পর্বভুক্তÑ যুক্তি দাও।

উত্তর-ক: জীবদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে বিন্যস্ত করার পদ্ধতিই হলো শ্রেণিবিন্যাস।

৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর-খ: মেরুদন্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় পানিতে বাস করে মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে। যেমনÑ ব্যাঙ একটি উভচর প্রাণী। এরা জীবনের প্রথম পর্যায় পানিতে সম্পন্ন করলেও পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বাস করে।

উত্তর-গ: জিহানের দেখা প্রথম জারের প্রাণীটি হলো চিংড়ি। চিংড়ি মাছ হিসেবে পরিচিত হলেও মূলত এটি মাছ নয়। এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কারণ এতে নিুোক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।
দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
এদের দেহে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে।

৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উপরোক্ত বৈশিষ্ট্যগুলো আর্থ্রোপোডা পর্বের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় চিংড়ি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত।
উত্তর-ঘ: জিহানের দেখা ২য় ও ৩য় জাতের প্রাণী দুটি হলো জোঁক ও শামুক। যদিও এরা উভয়ই পানিতে বাস করে তবুও এরা ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত। কারণ-

জোঁকে নিক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান-
এদের দেহ নলাকার ও খন্ডায়িত
এদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

শামুকে নিক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান-
দেহ নরম ও শক্ত খোলস দ্বারা আবৃত।
পেশিবহুল পা দিয়ে চলাচল করে।
ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়।


আরো : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (১ম অধ্যায়)
আরো : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (২য় অধ্যায়)


৩নং সৃজনশীল:

সুজন প্রত্যন্ত অঞ্চলে এক গ্রামে বাস করে। তার বাড়ির পাশে রয়েছে ময়লাÑআবর্জনা পূর্ণ একটি নর্দমা। কিছুদিন যাবত তার গায়ে জ্বর, মাথাব্যথা এছাড়া সে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
ক. মশা কোন পর্বের প্রাণী?
খ. সুজনের কী রোগ হয়েছে এবং কেন এ রোগ হয়েছে?
গ. উদ্দীপকের বাহক প্রাণীটি যে পর্বের তার বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. এ পর্বের প্রাণীর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে কী ধরনের ব্যবস্থা নিতে হবেÑ বর্ণনা কর।

উত্তর-ক: মশা আর্থ্রোপোডা পর্বের প্রাণী।

উত্তর-খ: উদ্দীপকে উল্লেখিত সুজনের শারীরিক অসুস্থতার লক্ষণগুলো বিশ্লেষণ করে জানা যায় সুজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। সুজন প্রত্যন্ত অঞ্চলে বাস করে এবং তার বাড়ির পাশে ময়লাÑআবর্জনা পূর্ণ নর্দমা রয়েছে। এ সকল নর্দমা এডিস মশা জন্মানোর উত্তম জায়গা। এডিস মশার কারণেই সে এ রোগে আক্রান্ত হয়েছে।

৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর-গ: উদ্দীপকের প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এ পর্বের বৈশিষ্ট্যগুলো নিুরূপ-
দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
নরম দেহ কাইটিন সমৃদ্ধ ও শক্ত আবরণী দ্বারা আবৃত।
এদের দেহে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান।

উত্তর-ঘ: এ পর্বের অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে নিুলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন-
বাড়ির আশপাশ, নালানর্দমা সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে।
ফুলের টব, টায়ার, পুরাতন কৌটা, নারিকেলের খোসা ইত্যাদিতে পানি জমে সেখানে মশা জন্মাতে পারে ফলে সেগুলো পরিষ্কার রাখতে হবে।
রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
দীর্ঘদিন জ্বর ও মাথাব্যাথা হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে সুপরামর্শ গ্রহণ করতে হবে।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment