A Book Fair Paragraph বাংলা অর্থসহ (PDF)

A Book Fair Paragraph : A book fair is an exhibition of books. A variety of books are display for sale at book fairs. Book fair is a popular fair in our country. Book fair is consider as a festival for book lovers. Many types of books including poetry, plays, novels, short story books are display here. Main purpose of book fairs is not sell but to display. The book fair is organize on the occasion of International Mother Language Day, Victory Day and Independence Day.

Readers of all ages and tastes flock here. They buy books according to their choice. Books are sell here at very low prices. All the shops in the fair are full of books. Children flock to children’s bookstores. Book fairs are usually held in open spaces. The whole place is very beautifully decorat. The book fair became a meeting place for common people. Sometimes writers visit fairs to encourage everyone. They talk and interact with the readers. Pickpockets are often seen at book fairs. Due to some unscrupulous people, the beautiful atmosphere of the fair is ruin.

Book fair is held every year in our country. Ekushe Book Fair, Dhaka Book Fair etc. are important book fairs of our country. Everyone including the government should come forward to create a suitable environment for book fairs. Just as a good book can change a life, a book fair can bring change in our society.

Topic Sentence :

  • A book fair is very popular to us
  • Here books are buy and sell
  • Different types of readers gathers here
  • It becomes a meeting place
  • It creates literary tastes among us.

►► Water Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Natural Calamities Paragraph বাংলা অর্থসহ (PDF)

A Book Fair Paragraph বাংলা অর্থসহ

বইমেলা হলো বইয়ের প্রদর্শনী। বইমেলায় বিক্রির জন্য বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয়। বইমেলা আমাদের দেশের একটি জনপ্রিয় মেলা। বইমেলা বইপ্রেমীদের উৎসব হিসেবে বিবেচিত। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্পের বইসহ অনেক ধরনের বই এখানে প্রদর্শিত হয়। বইমেলার মূল উদ্দেশ্য বিক্রি নয়, প্রদর্শন করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়।

সব বয়সের এবং রুচির পাঠক এখানে ভিড় করে। তারা তাদের পছন্দ অনুযায়ী বই কিনছেন। এখানে খুব কম দামে বই বিক্রি হয়। মেলার সব দোকানই বইয়ে ভরে গেছে। শিশুদের বইয়ের দোকানে ভিড় জমায়। বইমেলা সাধারণত খোলা জায়গায় হয়। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বইমেলা হয়ে ওঠে সাধারণ মানুষের মিলনমেলা। মাঝে মাঝে লেখকরা সবাইকে উৎসাহিত করার জন্য মেলায় যান। তারা পাঠকদের সাথে কথা বলেন এবং যোগাযোগ করেন। বইমেলায় প্রায়ই পকেটমার দেখা যায়। কিছু অসাধু লোকের কারণে মেলার সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

আমাদের দেশে প্রতিবছর বইমেলা হয়। একুশে বইমেলা, ঢাকা বইমেলা ইত্যাদি আমাদের দেশের গুরুত্বপূর্ণ বইমেলা। বইমেলার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে। একটি ভালো বই যেমন একটি জীবনকে বদলে দিতে পারে, তেমনি একটি বইমেলা আমাদের সমাজে পরিবর্তন আনতে পারে।

Leave a Comment

//whoursie.com/4/6176583