A Traffic Police Paragraph বাংলা অর্থসহ (PDF)

A Traffic Police Paragraph : A traffic police is a police constable who maintains the movement of the vehicles on busy roads. He works very hard. He keeps strict vigilance on the vehicles. His job is very risky and adventurous. He works on a bend. Sometimes he stands under a shed. In most cases, a traffic police stands under open sky. In summer or rainy days, he is seen using umbrella over his head. He plays a great role to stop road accidents or to remove traffic jam.

At pick hours, a traffic police is seen stop vehicles going on one side. He raises hands to give signals. He also uses flutes to give signals. Sometimes he examines the licenses of the drivers. A traffic police has no rest from his work. Sometimes his higher officials keep a watch on him. Whenever he encounters his higher authority, he salutes them along with discharging his own duties. Sometimes, he fines any law breakers and files cases against them. In fact, a traffic police works a lot for the interest of the public. He should be give his due honor and salary.

Topic sentences:

  • A traffic police works extremely hard.
  • He plays a vital role for smooth communication on busy roads.
  • He should be equip with necessary instruments.

A Traffic Police Paragraph বাংলা অর্থসহ

একজন ট্রাফিক পুলিশ হলো একজন পুলিশ কনস্টেবল যে ব্যস্ত সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে। সে কঠোর পরিশ্রম করে। সে যানবাহনে কঠোর নজরদারি করে। তার কাজ ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী। সে আনত হয়ে কাজ করে। অনেক সময় সে ছাউনির নিচে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে, ট্রাফিক পুলিশ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে। গ্রীষ্ম ও বর্ষার দিনে তাকে তার মাথার উপর ছাতা ব্যবহার করতে দেখা যায়। সড়ক দুর্ঘটনা রোধে অথবা ট্রাফিক জ্যাম দূরীকরণে সে বিরাট ভূমিকা পালন করে।

ব্যস্ততম সময়ে ট্রাফিক পুলিশকে যানবাহনকে থামিয়ে একপাশে যেতে দেখা যায়। সংকেত দিতে সে হাত তোলে । সংকেত দিতে সে বাঁশিও বাজায় । অনেক সময় সে চালকদের লাইসেন্স পরীক্ষা করে। কাজের সময় ট্রাফিক পুলিশের কোন বিশ্রাম নেই। অনেক সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার উপর নজর রাখে। যখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ হয়, তখন সে নিজ কর্তব্য ছেড়ে তাদের অভিবাদন জানায়। অনেক সময় সে আইন ভঙ্গকারীদের জরিমানা করে এবং তাদের বিরুদ্ধে মামলা রজ্জু করে। বস্তুত একজন ট্রাফিক পুলিশ জনগণের স্বার্থে প্রচুর কাজ করে। তার উপযুক্ত মর্যাদা ও বেতন প্রদান করা উচিত।

PDF Download

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment