A Winter Morning Paragraph বাংলা অর্থসহ (PDF)

A Winter Morning Paragraph : Bangladesh has six seasons. Winter is one of them. Winter mornings is very foggy and cold. Dew drops on trees and grass in winter nights. A winter morning is cold and misty. There is dense fog everywhere in this morning. Distant things Can’t see up close. Dew drops fall on the leaves and plants. There is barrenness and frigid everywhere. People get up from bed late. The working people go to their work wearing warm clothes. Poor people suffer from biting cold. They are seen burning fire to warm them. When the sun rises, people bask in the sun.

Children on mother’s lap warm themselves. Birds and animals also go through extreme cold. When the sun rays sprinkle on the blades of leaves, it dazzles. Everything shakes off shivering with sunrise. In a winter morning, people satisfy themselves by drinking date juice. Different delicious items of food are prepared in a winter morning. People engage themselves in satiety by eating these foods. As the sun advances, the fog melts and people go to their respective duties.

A Winter Morning Paragraph বাংলা অর্থসহ

বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে। তার মধ্যে শীত অন্যতম। শীতের সকালে খুব কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। শীতের রাতে গাছে ও ঘাসে শিশির বিন্দু। একটি শীতের সকাল ঠাণ্ডা এবং কুয়াশাচ্ছন্ন। শীতের সকালে সবখানে ঘন কুয়াশায় ঢেকে পড়ে। দূরের জিনিসগুলো দেখা যায় না বললেই চলে। গাছের পাতা এবং চারাগাছে শিশির পড়ে। সব জায়গায় নিষ্ফলতা এবং শীত পরিলক্ষিত হয়। মানুষ দেরি করে ঘুম থেকে উঠে। কাজের লোক গরম কাপড় পরে তাদের কাজে যায়। গরিব মানুষ তীব্র শীতে কষ্ট পায়। তাদের নিজেকে উষ্ণ রাখতে আগুন পোহাতে দেখা যায়। যখন সূর্য উঠে, মানুষ রোদ পোহায়।

শিশুরা তাদের মায়ের কোলে নিজেদেরকে উষ্ণ রাখে। পাখি এবং জীবজন্তুরা তীব্র ঠাণ্ডায় চরম দুর্ভোগ পোহায়। যখন সূর্যের আলো বৃক্ষপত্রের উপর পড়ে এটা জ্বলজ্বল করে। সব কিছু সূর্যোদয়ের সাথে সাথে কেমন যেন থর থর করে কেঁপে উঠে। শীতের সকালে মানুষ খেজুর রস পান করে তাদেরকে সন্তুষ্ট রাখে। শীতের সকালে বিভিন্ন রকমের সস্বাদু খাদ্য তৈরি হয়। মানুষ এ খাবার খেয়ে সন্তুষ্ট হতে তাদের নিযুক্ত করে যখন রোদ এগিয়ে আসে, কুয়াশা অদৃশ্য হয়ে যায় এবং ‘নুষ তাদের নিজ নিজ কাজে চলে যায়।

PDF Download

আরো কমন প্যারাগ্রাফ গুলো পড়ুন

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment