Air Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)

Air Pollution Paragraph : Air is an important element of our environment. Without air, we can not live. Polluted air is harmful for us. It leads us to our destruction and death. If air is polluted, we cannot get fresh oxygen. Air is polluted in many ways, Smoke is the main cause of air pollution. Mills and factories belch a lot of smoke. Man makes fires to cook food, to melt pitch for road construction, to burn bricks and create smokes which pollute air. Vehicles, motor cars etc. use petrol that also creates smoke. Cutting of trees and woods also accelerate to pollute air.

Railway engines and power houses also create smoke by burning coal and oil. All these kinds of smoke pollute air. This polluted air has a dire consequence on human beings. It causes pneumonia, bronchitis and other respiratory diseases. Polluted air may even lead us to death. Thus everyone should come forward to stop air pollution for our congenial life and atmosphere.

Topic Sentence :

  • Air Pollution is very serious for our life and extistence
  • It is polluted in many ways
  • we must stop air pollution.
  • বায়ু দূষণ আমাদে;র জীবন এবং অস্তিত্বের জন্য খুবই মারাত্নক
  • এটি বিভিন্ন উপায়ে দূষিত হয়
  • আমরা অবশ্যই বায়ু দূষণ বন্ধ করব।

►► Digital Bangladesh Composition বাংলা অর্থসহ (PDF)
►► Global Warming Paragraph বাংলা অর্থসহ (PDF)

Air Pollution Paragraph বাংলা অর্থসহ

বায়ু আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা বায়ু ছাড়া বাঁচতে পারি না। দূষিত বায়ু আমাদের জন্য ক্ষতিকর। এটা আমাদের ধ্বংস এবং মৃত্যুর দিকে ঢেলে দেয়। যদি বায়ু দূষিত হয়, আমরা সতেজ অক্সিজেন পেতে পারি না । বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। মিল এবং কলকারখানাগুলো ব্যাপক ধোঁয়া নির্গমন করে। মানুষ রান্না করতে · রাস্তা নির্মাণের জন্য পিচ্ গলাতে, ইট পোড়াতে এবং আগুন জ্বালাতে ধোঁয়া সৃষ্টি করে যেটা বায়ু দূষিত করে। যানবাহন, মোটর গাড়ি ইত্যাদি পেট্রোল ব্যবহার করে যেটা আবার ধোঁয়া তৈরি করে। গাছ এবং বন কর্তনও আবার বায়ুকে দূষিত করতে ত্বরান্বিত করে।

রেলওয়ে ইঞ্জিন এবং পাওয়ার হাউস ও কয়লা এবং তেল পুড়িয়ে ধোঁয়া তৈরি করে। এ সব ধরনের ধোঁয়া বায়ু দূষণ করে। এই মানব জাতির উপর দূষিত বায়ুর মারাত্মক ফলাফল রয়েছে। এটা ফুসফুস প্রদাহ, ব্রংকাইটিস এবং অন্যান্য শ্বাসক্রিয়া বিশেষ রোগ ঘটায়। দূষিত বায়ু এমনকি আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এভাবে আমাদের প্রত্যেকে সমমনোভাবাপন্ন জীবন এবং বায়ুর জন্য দূষণ বন্ধ করতে এগিয়ে আসা উচিত।

PDF Download

►► Deforestation Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► A Winter Morning Paragraph বাংলা অর্থসহ (PDF)

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment