An Ideal Political Leader Paragraph বাংলা অর্থসহ

An Ideal Political Leader Paragraph : An ideal political leader is endowed with a lot of qualities. All these qualities are transparent in his character and deeds. Political Leader must be kind hearted, sympathetic and benevolent. He must work for the people of his country. he must stand by the public in their weal and woe. He must have democratic principles.He will value others’ opinion and judgment. An ideal political leader will not become self centered. Political Leader must have sound understanding of public opinion.

He will have the powers of motivating the public. he will possess the skill of a great demagogue. An ideal political leader must have high respect to the law and order situation. He must be free from corruption. he must bear in mind that he has a lot of duties to the people of his country. He must respect the public demand. Indeed an ideal political leader must possess the knack to muster strong the public to work unitedly for the betterment of the country.

Topic Sentences:

  • An ideal political leader is an asset to a nation.
  • He is like a torch bearer to the people.
  • He has a lot of responsibilities to the people and the society.

An Ideal Political Leader Paragraph বাংলা অর্থসহ

আলোচ্য বাক্যসমূহ:

  • একজন রাজনীতিবিদ একটি জাতির সম্পদ।
  • তিনি জনগণের কাছে একটি আলোকবর্তিকার মতো।
  • জনগণ ও সমাজের কাছে তার অনেক দায়িত্ব আছে।

একজন আদর্শ রাজনীতিবিদ অনেক গুণে গুণান্বিত। এসব গুণ তার চরিত্র ও কর্তব্যে সমুজ্জ্বল। তিনি অবশ্যই হবেন সহৃদয়, সহানুভূতিশীল ও সদাশয়। তিনি অবশ্যই দেশের জনগণের জন্য কাজ করবেন। তিনি অবশ্যই সুখে দুখে মানুষের পাশে দাঁড়াবেন। তার অবশ্যই গণতান্ত্রিক মূলনীতি থাকতে হবে। তিনি অপরের মতামত ও সিদ্ধান্তকে মূল্যায়ন করবেন। একজন আদর্শ রাজনীতিবিদ আত্মকেন্দ্রিক হবেন না। তার জনমতের প্রতি পরিপূর্ণ উপলব্ধি থাকতে হবে।

তাকে জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে। তার মধ্যে মহৎ বক্তৃতাবাগীশ নেতার দক্ষতা থাকতে হবে। একজন আদর্শ রাজনীতিবিদের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির প্রতি উচ্চ শ্রদ্ধাবোধ থাকতে হবে। তিনি অবশ্যই দুর্নীতিমুক্ত হবেন। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, তার দেশের জনগণের প্রতি অনেক দায়িত্ব আছে। তিনি অবশ্যই জনগণের চাহিদাকে শ্রদ্ধা জানাবেন। প্রকৃতপক্ষে একজন আদর্শ রাজনীতিবিদকে দেশের মঙ্গলের জন্য অবশ্যই দলে ভারী হয়ে একত্রে কাজ করার দক্ষতা থাকতে হবে।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment