Blood Donation Paragraph (বাংলা অর্থসহ)

Blood Donation Paragraph : Blood donation means the giving of blood unconditionally for the dying patients. It is a noble act. It can survive a man. When the patients need blood, the donors are motivated by humanitarian zeal to donate it. Blood is our life. So blood donation and collection of it is highly essential. The donors are esteemed highly. He shows hope to a dying man. The donors also get the security of blood if he ever needs.

He also gets free medical check up. A healthy man can donate blood after every 120 days. We have a notion that blood donation is harmful. It is a false idea. The blood cells destroy automatically and form again after 120 days. So an adult can donate blood without any disturbance. But cares have to be taken against the professional donors. Their blood may be contaminated. Voluntary donors should be emphasized. A fixed blood bank is necessary to preserve blood in necessities. Thus we have to encourage blood donation for humanity.

Blood Donation Paragraph Topic sentences :

  • Blood donation is a noble task
  • It survives a dying man
  • It ensures the safety of blood for the donor
  • It does not harm the donor
  • It is a humanitarian work.
  • রক্তদান করা একটি মহৎ কাজ
  • এটা একজন মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে রাখে
  • এটা রক্তদানকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে
  • এটা রক্তদানকারীর কোন ক্ষতি করে না
  • এটা একটা জনহিতকর কাজ ।

Blood Donation Paragraph বাংলা অর্থসহ :

রক্তদান করা বলতে মুমূর্ষু রোগীদের জন্য নিঃশর্তভাবে রক্ত দেয়া বুঝায়। এটা একটি মহৎ কাজ। এটা একটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। যখন রোগীদের রক্তের প্রয়োজন হয়, দাতাদেরকে মানবহিতৈষী ইচ্ছা দিয়ে এটা দান করতে উদ্বুদ্ধ করা হয়। রক্তই আমাদের জীবন। তাই রক্তদান এবং সংগ্রহ অত্যন্ত অপরিহার্য। রক্তদানকারীদের অত্যন্ত শ্রদ্ধা করা হয়। সে একজন মুমূর্ষু মানুষকে বাঁচার আশা দেখায়। যদি রক্তদানকারীর আদৌ রক্ত প্রয়োজন হয়, সে তার রক্তের নিরাপত্তা পায়।

সে আবার অবাধে স্বাস্থ্যপরীক্ষা করাতে পারে। একজন স্বাস্থ্যবান মানুষ ১২০ দিন পরপর রক্তদান করতে পারে। আমাদের একটা ধারণা আছে যে রক্তদান করা ক্ষতিকর। এটা একটা মিথ্যা ধারণা। রক্ত কোষগুলো আপনা আপনিই ধ্বংস হয়ে যায় এবং আবার ১২০ দিন পর পুনরায় গঠিত হয়। তাই একজন বয়স্ক লোক কোন বিশৃঙ্খলা ছাড়াই রক্তদান করতে পারে। কিন্তু পেশাদার রক্তদানকারীদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের রক্ত দূষিত হতে পারে। স্বেচ্ছাই রক্তদানকারীকে গুরুত্ব দেয়া উচিত। জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ করতে একটিi নির্দিষ্ট রক্ত ব্যাংক প্রয়োজন। এভাবে, আমাদেরকে মানবতার জন্য রক্তদান করতে উৎসাহিত হতে হবে।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment