Child Trafficking Paragraph বাংলা অর্থসহ

Child Trafficking Paragraph : Child trafficking means the abduction of children and then transport to other countries. It is a heinous work. The traffickers are inhuman and barbaric. Their work is unforgivable and extremely punishable. The traffickers coax the children by candy, apples etc. The down-trodden and poverty-stricken children fall prey to their call. The traffickers then send these children to other countries. There are some secret organizations or culprits that continue this work.

The children are then appoint in inhuman or barbaric acts. Their sufferings know no bounds. The parents of the children become mad losing their dear ones. Children are our part. They have the basic rights. But these innocent children are being exploite by the traffickers. These knaves must be punish. The government and the social organizations must come forward to stop this. The law enforcing agencies must be active. They have to bring the traffickers under trial. They must be given exemplary punishment. If every one is conscious, child trafficking will be stopped from the country.

Topic sentences :

  • Child trafficking is a serious concern now-a-days
  • Children are carried to another countries
  • They are badly treated at the hands of the traffickers
  • It must be stopped.
  • শিশু পাচার বর্তমানে একটা তীব্র উদ্বেগ
  • শিশুদের অন্য দেশে নিয়ে যাওয়া হয়
  • তাদেরকে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে নিষ্ঠুর আচরণ করা হয়
  • এটা অবশ্যই বন্ধ করতে হবে।

Child Trafficking Paragraph বাংলা অর্থসহ :

শিশু পাচার বলতে বুঝায় শিশুদেরকে অপহরণ এবং তারপরে তাদেরকে অন্যদেশে পাঠানো হয়। এটা একটি জঘন্য কাজ। পাচারকারীরা নির্মম এবং অসভ্য। তাদের কাজ ক্ষমার অযোগ্য এবং চরম শাস্তিযোগ্য। পাচারকারীরা শিশুদের ক্যান্ডি, আপেল দিয়ে প্রলুব্ধ করে। উৎপীড়িত এবং দারিদ্র্যপীড়িত শিশুরা তাদের ডাকের শিকার হয়। তারপর পাচারকারীরা এ শিশুদেরকে অন্য দেশে পাঠিয়ে দেয়। কিছু গোপন সংগঠন অথবা অপরাধীরা এ কাজ চালিয়ে যায়।

এ শিশুদেরেকে তারপর অমানবিক অথবা অসভ্য কাজে লাগায়। তাদের দুঃখের কোন সীমা থাকে না। শিশুদের পিতামাতা তাদের আদরের বাচ্চাদের না পেয়ে পাগল হয়ে যায় । শিশুরা আমাদের একটা অংশ। তাদের মৌলিক অধিকার রয়েছে। কিন্তু এ নিরপরাধ শিশুরা পাচারকারীদের দ্বারা শোষিত হচ্ছে। এ দুর্বৃত্তদের অবশ্যই শাস্তি দেয়া উচিত। সরকার এবং সামাজিক সংগঠনগুলোকে এটা বন্ধ করতে এগিয়ে আসতে হবে। আইন প্রণয়নকারী প্রতিনিধিগুলো অবশ্যই সক্রির থাকতে হবে। তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি প্রত্যেক সচেতন হয়, শিশু পাচার দেশ থেকে বন্ধ হয়ে যাবে ।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment