Composition: A Village Fair (বাংলা অর্থসহ)

Composition: A Village Fair(বাংলা অর্থসহ) Introduction : Generally a village fair is a gathering place of village people. Here various kinds of things are displayed, sold and bought. It is hald occasionally and once a year. Such kind of fair lasts for a day or a few days. It is hald in any open place, or any big field, or any famous place. A few days ago I visited a village fair.

Occasion : The occasion the Bangla New Year. The fair started on the 1st day to Boishakh month. So, the name of the fair was Boishakhi Mela. The fair was hald in a big open field. The fair lasted for 3 days.

My Visit : I visited the fair on the beginning day. Three friends joined me. We want to the fair in the afternoon. The fair-place was only half a mile away from our village. So, we want to the fair on foot.

A Village Fair (বাংলা অর্থসহ)

Description of the fair : The fair was very big. There were hundreds of small and big shops in the fair.

There were many kinds of things in those shops. Most of them were hand-made. Besides, there were circus, jattra doll-dance and magic show in the fair. The fair was decorated very Excellenlty and attractively.

How I enjoyed the fair : We roamed about the whole fair. I bought some necessary things. among those one was a hand made very nice table-lamp. then we enjoyed circus and doll-dance. The most interesting matter was to eat sweet. We bought a very big rosogolla which weighed 2 kg. We, four friends couldn’t eat up that Rosoglla.

Conclusion : After huge pleasure and recreation, we came back home at mid-night. Besides, I came to know many things about rural life and culture. The memories of that visit will remain evenfresh in my heart.

একটি গ্রাম্য মেলা

ভূমিকা : সাধারণত একটি গ্রাম্য মেলা গ্রামের লোকদের একটি জননাকীর্ণ জায়গা। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখানো হয় বিক্রি ও ক্রয়ের জন্য। ইহা বসে পর্ব উপলক্ষে বছরে একবার। এ ধরনের মেলা দীর্ঘস্থায়ী হয় একদিন অথবা কয়েকদিন। ইহা বসে যে কোনো খোলা স্থানে অথবা বড় কোনো মাঠে অথবা কোনো বিখ্যাত জাযগায়। কয়েকদিন পর্বে আমি গিয়েছিলাম একটি গ্রাম্য মেলায়।

উপলক্ষ্য : উপলক্ষ্যটা ছিল বাংলা নববর্ষ। মেলাটি শুরু হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিন। তাই মেলাটির নাম ছিল বৈশাখী মেলা। মেলাটি বসেছিল বড় একটি খোলা মাঠে। মেলাটি চলেছিল তিনদিন ধরে।

আমার ভ্রমন : আমি গিয়েছিলাম মেলায় শুরুর দিনে। তিন বন্ধু আমার সাথে গিয়েছিল। আমরা মেলায় গিয়েছিলাম বিকাল মেলায়। মেলা প্রাঙ্গণ ছির মাত্র আধা মাইল দূরে আমাদের গ্রাম থেকে। তাই আমরা গিয়েছিলাম মেলায় হেঁটে।

A Village Fair (বাংলা অর্থসহ)

মেলার বর্ণনা : মেলাটা ছিল খুবই বড়। সেখানে ছিল শত শত ছোট-বড় দোকান মেলায়। অনেক জিসিনপত্র ছিল ঐসব দোকানে। সেগুলোর অধিকাংশ ছিল হাতে তৈরি। তাছাড়া সার্কাস, যাত্রা, পুতুলনাচ এবং জাদু প্রদর্শন ছিল মেলাটিতে। মেলাটি সাজানো ছিল খুব চমৎকারভাবে এবং আকর্ষণীয়ভাবে।

আমি যেভাবে উপভোগ করেছিলাম : আমরা ঘুরে বেড়িয়েছিলাম পুরো মেলাটি। আমি কিনেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস। সেগুলোর মধ্যে একটি ছিল একটি হাতে তৈরি খুব সুন্দর টেবিল ল্যাম্প। তারপর আমরা উপভোগ করেছিলাম সার্কাস ও পুতুলনাচ। সবচেয়ে মজার ব্যাপার ছিল মিষ্টি খাওয়া। আমরা কিনেছিলাম একটি বিশাল রসগোল্লা যার ওজন ছিল ২ কেজি। আমরা চার বন্ধু খেয়ে শেষ করতে পারিনি ঐ রসগোল্লাটা।

উপসংহার : অনেক আনন্দ ও বিনোদনের পরে, আমরা বাড়ি ফিরেছিলাম মধ্যরাতে। তাছাড়া, আমি জানতে পেরেছিলাম অনেক কিছু গ্রাম্য জীবন ও সংস্কৃতি সম্বন্ধে।

আরো পড়ুন..

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment