Covid-19 Paragraph বাংলা অর্থসহ (PDF)

Covid-19 Paragraph : The Coronavirus is one of the hot topics in the world today. Also known as the Coronavirus, Covid-19. It is an infectious disease. which is a contagious disease. Covid-19 was first detected in Wuhan, China in December 2019. Later, it spread rapidly from Wuhan, China to the entire world. The initial symptoms of Covid-19 are fever, sore throat, cough, muscle aches, fatigue and shortness of breath. Corona virus easily enters human body through eyes, mouth and nose. The infected person also spreads the virus through sneezing, coughing or breathing. The virus has affected almost all humans. Many people died due to the severity of the infection. Due to the respiratory problems of the patients affected by Covid-19, many people have died due to the lack of oxygen.

Due to Covid-19, the economic situation of the whole world has gone to a very bad state. If we want to protect ourselves from this monstrous virus, we must follow hygiene rules and social distancing. Wash hands frequently with soap, use hand sanitizer. All public gatherings should be avoided and masks must be worn. The variant named Omicron was its last wave, but it can regain its destructiveness at any time. Recently, the Bangladesh government has started the process of vaccination against this dreaded disease. Effective vaccines such as Oxford, AstraZeneca; Sinopharm vaccine is being provided to people of all professions. A maximum of 03 doses of vaccine have been given to a person at last. Awareness of all of us can protect us from Covid-19. Let’s all be aware. Covid-19 Paragraph

►► Drug Addiction Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Water Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)

Covid-19 Paragraph বাংলা অর্থসহ

বর্তমান বিশ্বের আলোচিত বিষয় গুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। করোনাভাইরাস, কোভিড-১৯ নামেও পরিচিত। এটি একটি সংক্রামক ব্যাধি। যা একটি ছোঁয়াচে রোগ। কোভিড-১৯ প্রথম চিনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে সনাক্ত হয়েছিল। পরবর্তীতে তা চিনের উহান থেকে দ্রুত গতিতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ এর প্রাথমিক লক্ষন গুলো হলো জ্বর, গলাব্যাথা, কাশি, পেশী ব্যথা, ক্লান্তি এবং শ্বাসকষ্ট। কোভিড-১৯ মানুষের চোখ, মুখ ও নাক দিয়ে সহজেই মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি বা শ্বাস-প্রশ্বসের মাধ্যমেও ভাইরাসটি ছড়ায়। ভাইরাসটি প্রায় সব মানুয়ের উপর প্রভাব ফেলেছে। সংক্রমণের তীব্রতায় বহু মানুষ মারা গেছে। করোনাভাইরাস আক্রান্ত রোগীর শ্বস-প্রশ্বাসের সমস্যার কারনে অক্সিজেনের অভাবেও অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

কোভিড-১৯ এর কারনে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমরা যদি এই দানবীয় ভাইরাসের কবল থেকে নিজেদের রক্ষা করতে চাই তবে, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ওমিক্রন নামের ভেরিয়েন্টটি এর শেষ তরঙ্গ ছিল, তবে এটি যে কোনও সময় এর ধ্বংসাত্মকতা পুনরুদ্ধার করতে পারে। সম্প্রতি বাংলাদেশ সরকার এই ভয়ঙ্কর রোগের প্রতিশেদক টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কার্যকর ভ্যাকসিন যেমন- অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা; সাইনোফার্ম নামক ভ্যাকসিন সকল শ্রেনী পেশার মানুষদের প্রদান করা হচ্ছে। সর্বশেষ একজন মানুষকে ভ্যাকসিনের সর্বোচ্চ ০৩টি ডোজ প্রদান করা হয়েছে। আমাদের সকলের সচেতনতাই পারে কোভিড-১৯ এর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। আসুন সকলে সচেতন হই।

PDF Download

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ

  • Infectious disease- সংক্রামক রোগ
  • Contagious disease-সংক্রামক রোগ
  • Respiratory- শ্বাসযন্ত্রের
  • Social distancing- সামাজিক দূরত্ব স্থাপন
  • Destructiveness- ধ্বংসাত্মকতা
  • Awareness- সচেতনতা
অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ ধরনের আরো প্যারাগ্রাফ পেতে আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

2 thoughts on “Covid-19 Paragraph বাংলা অর্থসহ (PDF)”

Leave a Comment