Deforestation Paragraph বাংলা অর্থসহ (PDF)

Deforestation Paragraph বাংলা অর্থসহ : Topic sentences: Deforestation is the cutting of trees It creates serious consequences – stopped for better climate and habitation. – It must be

Deforestation means the cutting down of trees at a large scale. People cut down trees for their self-interest. But they are not at all conscious of the dire consequences of deforestation. It creates great damage for ecology. The trees protect the environment. They help to bring moderate rainfall. they prevent a country from drought, flood, cyclone and other natural calamities. They provide oxygen and absorb carbon-dioxide. But deforestation accelerates the extinction of trees. If deforestation continues, the weather will be extreme.

The country may be turned into a desert. The temperature will rise up. The amount of carbon-dioxide and other poisonous gases will increase. It will create Green House Effect and soil erosion. This will cause serious harm for our cultivation. We will not be able to get food, timber, wood etc. Birds, animals and other living beings depending on trees will be extinct. It will increase natural calamities. To protect ourselves and our environment, we have to stop deforestation. Otherwise, our life on earth will be doomed.

Deforestation Paragraph বাংলা অর্থসহ

বনউজাড়করণ বা বননিধন অর্থ অধিকহারে গাছ কাটা। মানুষ তাদের নিজেদের স্বার্থে গাছ কাটে। কিন্তু তারা বনউজাড়করণের ভয়াবহ ফলাফল সম্বন্ধে আদৌ সচেতন নয়। এটি প্রাণী ও উদ্ভিদের জন্য ভীষণ ক্ষতি করে। গাছপালা পরিবেশকে রক্ষা করে। তারা পরিমিত বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তারা দেশকে খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তারা অক্সিজেন যোগান দেয় ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কিন্তু বনউজাড়করণ গাছের বিলোপসাধন ত্বরান্বিত করে। যদি বনউজাড়করণ চলতে থাকে তাহলে আবহাওয়া চরম আকার ধারণ করবে।

দেশ মরুভূমিতে পরিণত হতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস বৃদ্ধি পাবে। এটি গ্রিনহাউসের প্রভাব সৃষ্টি করবে ও মাটি ক্ষয় করবে। এটি আমাদের চাষাবাদের জন্য ভীষণ ক্ষতির কারণ হবে। আমরা খাদ্য, কাঠের গুড়ি ইত্যাদি পেতে সমর্থ হবো না। পাখি, প্রাণী ও অন্যান্য জীবন্ত প্রাণী যারা গাছের উপর নির্ভরশীল, তারা বিলুপ্ত হয়ে যাবে। এটি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি করবে। আমাদের নিজেদেরকে ও আমাদের পরিবেশকে রক্ষা করতে আমাদের বনউজাড়করণ বন্ধ করত হবে। নতুবা পৃথিবীতে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে।

PDF Download

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ পড়ুন-

  • Deforestation-বন নিধন
  • Conscious-সচেতন
  • Consequences-পরিণতি
  • Ecology-বাস্তুশাস্ত্র
  • Environment-পরিবেশ
  • Calamities-বিপর্যয়
  • Accelerates-ত্বরান্বিত করে
  • Cultivation-চাষ

আরো প্যারাগ্রাফ পড়ুন-

Leave a Comment