Dengue Fever Paragraph বাংলা অর্থসহ (PDF)

Dengue Fever Paragraph : Dengue is a painful, debilitating mosquito-borne disease by Aedes mosquito. Tropical areas are the most vulnerable areas to have dengue. The symptoms of Dengue usually appear within four to six days after infection and last up to ten days. The symptoms may include sudden high fever, severe headaches, pain behind the eyes, severe joint and muscle pain, fatigue, nausea, vomiting, skin rash, and mild bleeding. These symptoms may progress to massive bleeding and even death. However, a person with dengue hemorrhagic fever may experience damage to lymph and blood vessels; black vomit and feces due to internal bleeding; a lower number of platelets; sensitive stomach and weak pulse. Surprisingly, there is no specific treatment for dengue infection. Doctors generally suggest the infected people to take rest and drink plenty of liquids, and sometimes prescribe paracetamol. One of the effective ways to prevent dengue fever is to avoid bites by the infected mosquitoes. For that, we need to lessen the mosquito population. We can do that by taking effective measures such as keeping our living places and neighborhoods clean. We must also get rid of clogged and accumulated water so that Aedes mosquitoes cannot breed.

Dengue Fever Paragraph বাংলা অর্থসহ

কে সৃষ্ট ডেঙ্গু একটি যন্ত্রণাদায়ক, দৌর্বল্যকর মশাবাহিত রোগ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার জন্য গ্রীষ্মমণ্ডলীয় এলাকাগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। ডেঙ্গু রোগের লক্ষণগুলো সাধারণত সংক্রমণের চার থেকে ছয় দিনের মধ্যে দেখা দেয় এবং দশ দিন পর্যন্ত স্থায়ী হয়। লক্ষণগুলো হতে পারে আকস্মিক মাত্রাতিরিক্ত জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, অস্থিসন্ধি ও মাংসপেশিতে তীব্র ব্যথা, অবসাদ, বমি বমি ভাব, বমি, চামড়ায় ফুসকুড়ি এবং সামান্য রক্তক্ষরণ। এই লক্ষণগুলো প্রচুর রক্তক্ষরণের দিকে ধাবিত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তবে ডেঙ্গু হেমোরেজিক (রক্তপ্রদাহজনিত) জ্বরে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে লসিকা ও রক্তনালীর ক্ষতি, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে কালো বমি ও মল, প্লেটলেট এর পরিমাণ কমে যাওয়া, সংবেদী পাকস্থলী এবং দুর্বল নাড়ি হতে পারে। আশ্চর্যজনক যে, ডেঙ্গু সংক্রমণের কোনো নির্দিষ্ট চিকিৎসাই নেই। চিকিৎসকেরা সাধারণত আক্রান্ত ব্যক্তিদের বিশ্রাম নেওয়ার ও প্রচুর পানীয় পান করার পরামর্শ দেন, এবং মাঝে মাঝে প্যারাসিটামল ওষুধ হিসাবে দেন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার অন্যতম কার্যকরী উপায় হলো আক্রান্ত মশার কামড় এড়িয়ে চলা। সেজন্য আমাদের মশার সংখ্যা কমানো প্রয়োজন। আমাদের বসবাসের স্থান ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার মতো কার্যকরী পদক্ষেপ নিয়ে আমরা তা করতে পারি। এডিস মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেজন্য জমে থাকা ও সঞ্চিত পানি থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত।


PDF Download

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment