Digital Bangladesh Composition বাংলা অর্থসহ (PDF)

Digital Bangladesh Composition : Introduction : Digital means a system of receiving and sending information as a series of the numbers one and zero, showing that an electronic signal is there or is not there. Digital Bangladesh is a popular word among all the people of Bangladesh. It means digitizing Bangladesh by ensuring an ICT based society. Where information is readily available and ongoing. 

Aims of digital Bangladesh : Bangladesh is an independent country. She has got her freedom in 1971. But still she is beset with many problems like poverty, overpopulation, unemployment, corruption, food deficit, natural calamities, power crisis. Considering all these, the present government has aimed at making a digital Bangladesh to overcome most of these problems. The motto of digital Bangladesh is to establish ICT based digital governance. E-commerce, E-agriculture, E-production, E-education, etc. emphasizing the around development of the country and the nation.

Benefits : The benefits of digital Bangladesh is a lots. If we can establish digital Bangladesh, then corruption will be greatly reduced by guaranteeing people’s time and money. This will make people more enterprising and thus the problem of unemployment will be eliminated. Digital Bangladesh will make people think globally and connect them with the whole world economically, politically, socially, academically and even culturally. it will open a new era for the people to improve their conditions. It will also improve banking and financial activities. Digital Bangladesh will improve banking and financial activities. Business funds can be sent and transacted in seconds with the click of a computer mouse. By making Bangladesh a digital Bangladesh, all branches of agriculture, health, education, commerce will benefit greatly.

►► A Book Fair Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Covid-19 Paragraph বাংলা অর্থসহ (PDF)

Digital Bangladesh Composition

Implementation : For implementing this dream of digital Bangladesh, the ruling government has to take certain activities. First of all, electricity supply must be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have to train our people to acquire ICT skill and ensure equitable access to digital governance services by all strata of the society. Digital governance services by all strata of the society. Digital governance will curb crime and corruption and pave the way for our country’s rapid progress. The commitment of the present government and the cooperation of the people are absolutely necessary to make our country digital. Government should take steps to spread ICT education throughout the country. Our education should be computer based in the educational institution, students should get easy access to the computer.

Conclusion : To make a digital Bangladesh by 2021 is one of the commitments of the present government. If the government keeps this commitment , our dream of digital Bangladesh will be fulfilled. Our country will be able to make progress in all sectors rapidly. It will be no exaggeration if we say that the emergence of a digital Bangladesh can help us to uphold our heads above as one of the developed countries in the world by the coming.

►► Natural Calamities Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Our National Flag Paragraph বাংলা অর্থসহ (PDF)

Digital Bangladesh Composition বাংলা অর্থসহ

ভূমিকা: ডিজিটাল অর্থ তথ্য গ্রহণ ও প্রেরণের একটি পদ্ধতি, যেমন এক ও শূন্য সংখ্যার অনুক্রম, যাতে দেখানো হয় যে সেখানে ইলেকট্রনিক সংকেত থাকতেও পারে নাও পারে। ডিজিটাল বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের সবশ্রেণির লোকের কাছে একটি প্রচলিত শব্দ। এর অর্থ আই.সি.টি ভিত্তিক সমাজের নিশ্চয়তা বিধান করে বাংলাদেশকে ডিজিটালকরণ যেখানে তথ্য হবে সহজলভ্য ও চলমান এবং যেখানে সরকার অন্যান্য সংস্থার সম্ভাব্য কাজ ডিজিটাল প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে সম্পাদন করা হবে।

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য: বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এটি ১৯৭১ সালে তার স্বাধীনতা লাভ করে। কিন্তু এখনো এটি অনেক সমস্যায় জর্জরিত যেমন দারিদ্র্য, অধিক জনসংখ্যা, বেকারত্ব, দুর্নীতি, খাদ্য ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ ঘাটতি ইত্যাদি। এ সবকিছু বিবেচনা করে বর্তমান সরকার লক্ষ্য স্থির করেছে যে ডিজিটাল বাংলাদেশ গঠন করে এর অধিকাংশ সমস্যার সমাধান করতে হবে। ডিজিটাল বাংলাদেশের মূলনীতি হলো আইসিটির উপর ভিত্তি করে ডিজিটাল শাসন, ই-বাণিজ্য, ই-কৃষি, ই-উৎপাদন, ই-শিক্ষা ইত্যাদি প্রতিষ্ঠা করা, দেশ ও জাতির সার্বিক উন্নয়নের উপর জোর দেয়া।

►► ফিন্যান্স ও ব্যাংকিং mcq সাজেশন SSC
►► এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন (PDF)

Digital Bangladesh Composition

সুফল: ডিজিটাল বাংলাদেশের সুফল অনেক। যদি আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মানুষের সময় ও অর্থের নিশ্চয়তা দিয়ে দুর্নীতি ব্যাপকভাবে কমে যাবে এবং মানুষকে আরো উদ্যোগী করবে এবং এভাবে বেকার সমস্যা দূর হবে। এটি মানুষকে বিশ্বব্যাপী ভাবতে শিখাবে এবং তাদেরকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, নীতিগতভাবে এবং এমনকি সাংস্কৃতিকভাবে সমগ্রবিশ্বের সাথে যুক্ত করবে। এটি মানুষের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিবে তাদের অবস্থার উন্নতির জন্য। এটি ব্যাংক সংক্রান্ত ও আর্থিক কার্যক্রমেরও উন্নতি ঘটাবে। কম্পিউটারের মাউসের ক্লিকিং এর সাহায্যে সেকেন্ডের মধ্যে ব্যবসার অর্থ প্রেরণ ও লেনদেন করা যেতে পারবে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য সকল শাখা খুবই লাভবান হবে।

কার্যে পরিণতকরণ: ডিজিটাল বাংলাদেশের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্ষমতাসীন সরকারকে কতকগুলো সুনিশ্চিত কার্যক্রম গ্রহণ করতে হবে। সর্বপ্রথমে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের সমগ্র দেশব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। আমাদের লোকদের আইসিটি দক্ষতা অর্জনের ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং সমাজের সবশ্রেণির লোকের দ্বারা ডিজিটাল শাসনকার্যে পর্যাপ্ত সুবিধার নিশ্চয়তা বিধান করতে হবে। ডিজিটাল শাসনকার্য সমাজের সব শ্রেণির মানুষের দ্বারা সম্পাদিত হবে। ডিজিটাল শাসন অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করবে এবং আমাদের দেশের দ্রুত উন্নয়ন সম্ভব করবে।

►► Drug Addiction Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Water Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)

Digital Bangladesh Composition

তাই আমাদের দেশকে একটি ডিজিটালে প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের একটি অঙ্গীকার এবং জনগণের সহযোগিতা অত্যন্ত আবশ্যক। দেশব্যাপী আইসিটি শিক্ষার সম্প্রসারণ করার পদক্ষেপ সরকারের গ্রহণ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা কম্পিউটারভিত্তিক হওয়া উচিত, ছাত্র-ছাত্রীদের সহজে কম্পিউটার পাওয়ার সুবিধা থাকা উচিত।

উপসংহার: ২০২১ সালের মধ্যে একটা ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। যদি সরকার এই অঙ্গীকার রক্ষা করতে পারে, তাহলে আমাদের একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পরিপূর্ণ হবে এবং আমাদের দেশ সকল ক্ষেত্রে দ্রুত উন্নতি করতে সমর্থ হবে। এটি অতিরঞ্জন হবে না যদি আমরা বলি যে ডিজিটাল বাংলাদেশের আবির্ভাব, আমাদের মাথা উপরে তুলে ধরতে সাহায্য করতে পারে, আগামী বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment