Female Education Paragraph : Education is the yard stick of development. It helps to grow the inherent potentialities of human beings. Educate men and women can contribute to the development of a nation. As women are a part of society, they should be educated. Some people Disfavour the idea of educating females. Because an educated mother is an ideal housewife, an ideal home maker and a great earner. An educated mother can educate her children. They can give an educated nation. Educated women can become doctors, engineers, pilots, social workers etc.
So, we should educate our women, We must set up sufficient institutions, for educating our girls. We should not impose religious restrictions upon girls. We should create proper opportunities for them. Realizing the importance of female education, our govt. has taken elaborate steps to ensure it. Govt. is giving stipends to the female students up to class XII. If females are educated, we will be able to raise our head in a dignified manner among the developed nations.
Topic sentences:
- Female education is of vital importance for a nation
- To develop a nation both men and women should be educate
- Female education should be ensure
Female Education Paragraph বাংলা অর্থসহ
আলোচ্য বাক্যসমূহ:
- নারী শিক্ষা একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
- একটা জাতিকে উন্নত করতে নারী এবং পুরুষ – উভয়কে শিক্ষিত হওয়া উচিত
- নারী শিক্ষা সুনিশ্চিত করা উচিত
শিক্ষা উন্নতির মাপকাঠি। এটা মানব জাতির স্বাভাবিক সুপ্তশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শিক্ষিত পুরুষ এবং নারীরা একটি জাতির উন্নয়ন ঘটাতে সাহায্য করে। যেহেতু নারীরা সমাজের একটা অংশ, তাদেরকে শিক্ষিত করা উচিত। কিছু মানুষ নারী শিক্ষার ধারণাকে অসমর্থন করে। কারণ একজন শিক্ষিত মা একজন আদর্শ গৃহিণী, একজন আদর্শ গৃহকর্মী এবং একজন উপার্জনকারী। একজন শিক্ষিত মা তার ছেলেমেয়েকে শিক্ষা দিতে পারে। তারা একটা শিক্ষিত জাতি দিতে পারে। শিক্ষিত নারী ডাক্তার, প্রকৌশলী, পাইলট, সমাজকর্মী ইত্যাদি হতে পারে।
তাই, আমাদের নারীদেরকে শিক্ষা দেয়া উচিত। আমাদের অবশ্যই মেয়েদের শিক্ষা দেয়ার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। আমাদের মেয়েদের উপরে ধর্মীয় বাধা আরোপ করা উচিত নয়। আমাদের তাদের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করা উচিত। নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে, আমাদের সরকার এটা সুনিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন। সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করছেন। যদি নারীরা শিক্ষিত হয় আমরা উন্নত জাতির মর্যাদাসম্পন্ন রীতির মধ্যে আমাদের মাথা উত্তোলন করতে সক্ষম হবো।
আরো প্রাগ্রাফ পড়ুন…
- International Mother Language Day Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Food Adulteration Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Air Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Global Warming Paragraph বাংলা অর্থসহ (PDF)
- A Winter Morning Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Deforestation Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Mujib Borsho Paragraph বাংলা অর্থসহ (PDF)
- A Book Fair Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Covid-19 Paragraph বাংলা অর্থসহ (PDF)