Food Adulteration Paragraph বাংলা অর্থসহ (PDF)

Food Adulteration Paragraph : Adulteration means ‘to make food or drink less pure by adding another substance to it’. In hotels and restaurants, stale and rotten bread and other food are mixed with fresh food. Fish and vegetables are adulterated by mixing poisonous chemicals with them. Many toxic preservatives are used with fresh fruit. Many snacks, breads, cakes, medicines and chemicals are sold even after their date of expiry.

Dishonest and greedy businessmen adulterate foods to make more profit quickly. Food adulteration is serious problem of Bangladesh. Sometimes a team of law enforcement agency led by a magistrate inspects the foods in a market. The result of food adulteration is very pathetic. Dealing of adulterated food is a heinous crime, The criminals have to be brought under punishment. Public awareness should be necessary for it.

►► Digital Bangladesh Composition বাংলা অর্থসহ (PDF)
►► Global Warming Paragraph বাংলা অর্থসহ (PDF)

Food Adulteration Paragraph বাংলা অর্থসহ

খাদ্যে ভেজাল বলতে বুঝায় “খাদ্য অথবা পানিয়ের সাথে অন্য পদার্থ মিশিয়ে একে কম বিশুদ্ধ রাখা”। হোটেল এবং রেস্তোরাগুলোতে, তাজা খাবারের সাথে বাসি এবং পচা রুটি এবং অন্য খাবার মেশানো হয়। মাছ এবং শাক সবজির সাথে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভেজাল দেয়া হয়। তাজা ফলের সাথে অনেক বিষাক্ত সংরক্ষক দ্রব্য ব্যবহৃত হয়। অনেক হালকা খাবার রুটি, কেক, ওষুধ এবং রাসায়নিকগুলো এমনকি তাদের মেয়াদ শেষ হওয়ার পরেও বিক্রি করা হয়।

অসৎ এবং লোভী ব্যবসায়ীরা দ্রুত বেশি মুনাফা অর্জন করতে খাদ্যে ভেজাল দেয়। খাদ্যে ভেজাল বাংলাদেশের একটা মারাত্মক সমস্যা। মাঝে মাঝে একজন ম্যাজিস্ট্রেট পরিচালিত আইন প্রণয়ন প্রতিনিধির একটি দল বাজারে খাদ্য পরীক্ষা করে। খাদ্যে ভেজালের ফলাফল খুব করুণ। ভেজাল খাদ্যের ব্যবসায় একটা জঘন্য অপরাধ। অপরাধীদেরকে শাস্তির অধীনে নিয়ে আসতে হবে। এর জন্য গণসচেতনতা প্রয়োজন।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment